স্ক্র্যাম্বলার মোটরসাইকেলের ব্যবহার ও উপযোগীতা

This page was last updated on 02-Mar-2024 10:05am , By Saleh Bangla

স্ক্র্যাম্বলার মোটরসাইকেল হলো এক বিশেষ ক্যাটাগরীর মোটরসাইকেল, যা এক অনন্য অবয়ব ও বৈশিষ্ট্য নিয়ে তৈরী হয়। ত‍াই স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলির নির্মাণশৈলী স্বতন্ত্র এবং সেই অনুযায়ী তাদের ব্যবহারের ক্ষেত্র ও উপযোগীতাও আলাদা। এদিকে, বর্তমানে আমাদের বাজারে বিভিন্ন মডেলের স্ক্র্যাম্বলার মোটরসাইকেল পাওয়া যাচ্ছে। তাই এখন আমরা স্ক্র্যাম্বলার মোটরসাইকেল এবং স্ক্র্যাম্বলার মোটরসাইকেলের ব্যবহার ও উপযোগীতা সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করবো।

 

স্ক্র্যাম্বলার মোটরসাইকেলের ব্যবহার ও উপযোগীতা

স্ক্র্যাম্বলার মোটরসাইকেল আসলে আদি ডার্ট ক্যাটাগরীর মোটরসাইকেল থেকে উদ্ভুত একটা ক্যাটাগরীর মোটরসাইকেল। অনেকটা বলা যায় স্ক্র্যাম্বলার হলো আধুনিক ডার্ট-বাইকের পূর্বসূরী যা সলিড ডার্ট প্রফাইল থেকে কিছুটা সরে গিয়ে কমিউটার মোটরসাইকেলের ফিচারগুলি ধারন করে এবং কিছুটা অল-টেরেইন রাইডিং ক্যাপাবিলিটি ধারন করে।

অতএব, উৎপত্তিগতভাবে স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলি ডার্ট-ওরিয়েন্টেড কমিউটার এবং সেগুলি অল-টেরেইন রাইডিং ফিচারযুক্ত। আর স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলি মোটামুটি নেকেড প্রোফাইলের হয়ে থাকে, যাতে লক্ষনীয়ভাবে বাড়তি বডি-ফেয়ারিং ইচ্ছাকৃতভাবে বাদ দেয়‍া হয়। সুতরাং স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলি গঠনে খুব সাধারণ, নেকেড, ও সম্পূর্ণরূপে কমিউটিং রাইড ফেকাসড।

তবে আধুনিক সময়ে স্ক্র্যাম্বলার মোটরসাইকেলে অনেক ধরনের পরিবর্তন এবং পরিবর্ধন দেখা যায়। এগুলি অনেকাংশেই এখন ডার্ট প্রফাইল থেকে স্ট্রিট প্রফাইলের দিকে ধাবিত হচ্ছে। সেইসাথে এখনকার স্ক্র্যাম্বলারগুলোতে আধুনিক ও বৈচিত্রময় ফিচারের সমাহার ঘটছে। ফলে তাদের ব্যবহারের মাত্রা ও উপযোগীতাও প্রসারিত হয়েছে। তো সবমিলিয়ে আধুনিক স্ক্র্যাম্বলার মোটরসাইকেলের ব্যবহার ও উপোযোগীতা নিম্নে ফোকাস করা হলো। 

এনি-টেরেইন কমিউটিং

স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলি মূলত: প্রায় সর্বত্র যাতায়াতের জন্যই অনন্য কিছু বৈশিষ্ট্যে তৈরি করা হয়, যেগুলি মোটমুটি অফ-রোড এবং অন-রোড সবখানেই চলতে পারে। তবে মৌলিকভাবে যদিও সলিড স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলি বেশিরভাগই ডার্ট-বায়াসড ফিচারে তৈরী হয়, কিন্তু আধুনিক যুগের স্ক্র্যাম্বলারের কিছু মডেল পুরোপুরি রোড-বায়াসড ডিজাইন নিয়েই আসে। ফলে ডেডিকেটেড স্ট্রিট স্ক্র্যাম্বলার ছাড়া সাধারন সব স্ক্র্যাম্বলার নিয়ে যেকোন টেরেইন কন্ডিশনে কমিউটিং করা সম্ভব।

সুতরাং গঠনগতভাবেই স্ক্র্যাম্বলার মূলত: সলিড কমিউটার। আর এসবের আরো অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আরামদায়ক রাইডিং ও হ্যান্ডেলিং প্রফাইল, সলিড কন্ট্রোলিং ক্যারেক্টারিস্টিকস, এবং বাহুল্য বর্জিত হালকা ওজন। এসব মোটরসাইকেলে ইচ্ছাকৃতভাবে বাড়তি বডি প্যানেল বাদ দেয়া হয়, তাই এসব মোটরসাইকেল অত্যন্ত চটপটে ধরনের ও তাদের রক্ষনাবেক্ষনও অত্যন্ত সহজ। ফলে সবমিলিয়ে এনি টেরেইন কমিউটিং স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলির প্রধান উপযোগীতা।

ফ্রি-রাইড ও অ্যাডভেঞ্চার

সলিড স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলোতে সাধারণত ডেডিকেটেড ডুয়াল-স্পোর্ট হুইল সেটআপ থাকে, যার বেশিরভাগই ক্লাসিক স্টিল-স্পোক হুইল নিয়ে আসে। তবে এখনকার স্ট্রিট-স্ক্র্যাম্বলারগুলিতে কাস্ট-রিমের রিজিড হুইল সেটআপের সাথে হাইলি ক্যাপাবল ডুয়াল-স্পোর্ট টায়ার দেয়া থাকে।

আর এছাড়াও গঠনগতভাবে প্রায় সব স্ক্র্যাম্বলারেই থাকে তুলনামূলকভাবে লং-ট্রাভেল সাসপেনশন সিস্টেম, আপরাইট সিটিং ও রাইডিং পজিশন, আর খুব চটপটে হ্যান্ডেলিং ও কন্ট্রোলিং ফিচার। ফলে স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলি নিবেদিতভাবে ফ্রি-রাইড, অ্যাডভেঞ্চার, ও ট্রাভেলিংয়ের জন্য উপযুক্ত। সেকারনেই গ্লোবালি স্ক্র্যাম্বলার মোটরসাইকেল অ্যাডভেঞ্চার টুল হিসাবে স্বীকৃত।

ফান রাইড ও স্পোর্টস

স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলি আসলে আধুনিক মোটরসাইকেলের আদিরূপ, যে ডিজাইনটি মূলত: মোটরসাইকেল উদ্ভাবনের শুরু থেকে মোটামুটি ১৯২০ সালের দিক থেকেই চলে আসছে। আর ১৯৬০ সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে, বিশেষত অফ-রোড রেসিং গ্রাউন্ড থেকেই স্ক্র্যাম্বলার কালচার ও ক্যাটাগরীর ব্যাপক বিকাশ ঘটে।

তাই, প্রথম থেকেই, স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলি ডার্ট টেরেইন ও আনইভেন সারফেসে চলার উপযোগীতা লাভ করে। তাই ফান রাইড, ফ্রি স্টিট-রাইড, রেসিং, ও স্পোর্টস সেগেমেন্টই স্ক্র্যাম্বলার মোটরসাইকেলের বৃহৎ বিচরন ক্ষেত্র এবং এসব ক্ষেত্রে স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলি এখনো অত্যন্ত শক্তিশালী প্রতিদ্বন্দী।

স্টাইল ও এ্যাটিচ্যুড

স্ক্র্যাম্বলার মোটরসাইকেলগুলি এখনো চমৎকারভাবে ওল্ড-স্কুল স্টাইল ফলো করে ডিজাইন করা হয়। ফলে এগুলি খুবই আকর্ষনীয় আইকনিক রেট্রো-নিও ডিজাইন নিয়ে আসে যা খুবই স্টাইলিশ। তবে যদিও এখনকার স্ট্রিট স্ক্র্যাম্বলারগুলি কিছুটা নেকেড স্পোর্টবাইকের ট্রেন্ড ফলো করে, তবুও সেগুলি স্টাইলিশ ওল্ড-স্কুল এ্যাটিচ্যুড ফলো করে। কেননা এটিই স্ক্র্যাম্বলার মোটরসাইকেলের মূল পারিচয়।

ফলে স্ক্র্যাম্বলার মোটরসাইকেল সবসময়েই একটি সময় ও কালচারের প্রতিনিধিত্ব করে যা একজন টাফ রাইডারের স্টাইল ও এ্যাটিচ্যুডকে চমৎকারভাবে ফুটিয়ে তোলে। ফলে এখনকার আধুনিক সময়ে স্ক্র্যাম্বলার মোটরসাইকেল যতটা ব্যবহার উপযোগী ততটাই তা যুগোপোযোগী ও অনন্য মাত্রায় স্টাইলিশ। সেকারনেই এখনো বৃহত্তর রাইডার গোষ্ঠীর কাছে স্ক্র্যাম্বলার মোটরসাইকেল আজো ব্যাপকভাবে সমাদৃত।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Bajaj Pulsar NS150

Bajaj Pulsar NS150

Price: 0.00

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

View all Upcoming Bikes