বাজাজ লঞ্চ করলো ডিস্কভার সিরিজের নতুন বাজাজ ডিস্কভার ১২৫ ২০১৮ ভার্সন

This page was last updated on 15-Nov-2023 05:44pm , By Saleh Bangla

সম্প্রতি বাজাজ লঞ্চ করেছে তাদের নতুন বাজাজ ডিস্কভার ১২৫ ২০১৮ ভার্সন । বাজাজের সিরিজ গুলোর মধ্যে ডিস্কভার এবং প্লাটিনা বেশ জনপ্রিয় । বাংলাদেশের গ্রাম্য এলাকাতে এই সিরিজের মোটরসাইকেল বেশি ব্যবহৃত হয় । তবে ডিস্কভার সিরিজের ১২৫ সিসি বাইকটি বেশি জনপ্রিয়তা পেয়েছিল । তাই বাজাজ অনেক বছর পর ডিস্কভার সিরিজের নতুন ভার্সন বাজারে নিয়ে এসছে বাজাজ ডিস্কভার ১২৫ ২০১৮ ভার্সন । এই বাইকটিকে সম্পূর্ন নতুন ভাবে সাজানো হয়েছে ।   বাজাজের ডিস্কভার এবং প্লাটিনা সিরিজের বাইক গুলো সাধারন এর মাইলেজ, কমফোর্ট ও ডিউরেবেলিটির জন্য বেশি জনপ্রিয় । এই বাইক গুলোর লম্বা সিট এবং এর ফিডব্যাক ভাল হওয়াতে গ্রাম্য এলাকায় চলাচলের জন্য বেশ উপযোগী । তাছাড়া বাংলাদেশের অনেক জায়গাতেই এই বাইক যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় । একে অনেকটাই ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হচ্ছে । 

বাজাজ লঞ্চ করেছে তাদের নতুন বাজাজ ডিস্কভার ১২৫ ২০১৮ ভার্সন ।

বাজাজ ডিস্কভার ১২৫ ২০১৮ ভার্সনটি পুরাতন ভার্সন থেকে সম্পূর্ন আলাদা । বাইকটিতে সব কিছুই নতুন ভাবে যুক্ত করা হয়েছে । এই যেমন ধুরন ডিজাইন ও গ্রাফিক্স এর কথা । নতুন বাজাজ ডিস্কভার ১২৫ ২০১৮ ভার্সনের ডিজাইন ও গ্রাফিক্স সম্পূর্ন নতুন ভাবে করা হয়েছে । নতুন এই ভার্সনটিতে স্টিকার ও কালার এর কারনে এর লুকস আরো বেটার হয়েছে । অপরদিকে এ পরিবর্তন বাইকটিকে আকর্ষনীয় করে তুলেছে । বাইকটির ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত হালকা বাক রয়েছে যা একে আকর্ষনীয় করে তুলেছে । bajaj discover 125 2018 engine ডিস্কভার ১২৫সিসি ২০১৮ ভার্সনটিতে নতুন ইঞ্জিন দেয়া হয়েছে । তবে ইঞ্জিনটি আগের ভার্সন থেকে অনেক বেশি রিফাইন করা হয়েছে । এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে ১২৪.৬সিসি । বাইকটির ইঞ্জিন ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ডিটিএসআই, এয়ার কুল্ড, এসওএইচসি ইঞ্জিন । এই ইঞ্জিন থেকে ১৪.৭ বিএইচপি @ ৭৫০০ আরপিএম এবং ১১ এনএম টর্ক @ ৫৫০০ আরপিম ক্ষমতা উতপন্ন করতে সক্ষম । বাজাজ ডিস্কভার ১২৫ এর নতুন ভার্সনে ব্রেকের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে । ডিস্ক এবং ড্রাম দুই ধরনের ব্রেক ই ব্যবহার করা হয়েছে । ফ্রন্টে ব্যবহার করা হছে ২০০মিমি হাইড্রোলিক অপারেটেড ড্রাম ব্রেক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে ১৩০মিমি ম্যাকানিকাল এক্সপেন্ডিং সো । অপর দিকে সাসপেনশনের দিক থেকে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ট্রাভেল, যা ১৪০মিমি এন্টিফ্রিকশন সাসপেশন । আর রেয়ার এর ক্ষেত্রে ১২০মিমি শক এবজভার ব্যবহার করা হয়েছে, যা নাইট্রাস/ গ্যাস দিয়ে পুর্নো করা হয়েছে । discover 125 2018 price ফিচার্স এর ক্ষেত্রে অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে । যার মধ্যে রয়েছে এলইডি ডিআরএল হেডলাইট । যা একে বারেই নতুন । ডিজিটাল স্পিডোমিটার দেয়া হয়েছে সাথে এনালগ রেভ কাউন্টার । মিটারে স্পিড, ফুয়েল গেজ, ট্রিপ এবং ওয়ার্নিং লাইটস দেখা যায় । এর ফুয়েল ট্যাংকে প্রায় ৮ লিটার ফুয়েল নেয়া যায় আর রিজার্ভ হিসেবে ১.৫ লিটার থাকে । সামনের দিকে বাজাজ ২.৭৫-১৭ এবং রেয়ারে ৩.০০-১৭ টায়ার ব্যবহার করেছে । হুইল গুলো এলয় হুইল আর টিউবলেস টায়ার ব্যবহা করা হয়েছে । এছাড়া ৫ স্পিড গিয়ার যুক্ত করা হয়েছে ট্রান্সমিশনেশর জন্য । bajaj discover 125 price

Also Read: বাজাজ লঞ্চ করেছে BS-VI ইঞ্জিনসহ ১৬০সিসির বাইক!

সবশেষ বলা যায়, বাজাজ ডিস্কভার ১২৫ ২০১৮ ভার্সনটি কাস্টমারের চাহিদা হিসেব করেই তৈরি করা হয়েছে । এছাড়া বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এর ফিচার্স ও উন্নত করা হয়েছে । তবে দামের ক্ষেত্রে সম্ভবত একটু বেশি ধরা হয়েছে । বর্তমানে এর মুল্য হচ্ছে ১,৪৪,৫০০/- টাকা । যা এই ১২৫সিসি সেগমেন্টের অন্যান্য বাইক যেমন টিভিএস স্ট্রাইকার, হিরো ইগনাইটর, ইয়ামাহা স্যালুটো ও হোন্ডা সিবি সাইন এর সাথে মিলিয়ে একটু বেশি বলা যায় । তবে নতুন এই ভার্সনটি আসার পর অন্যদের সাথে ভালই প্রতিযোগিতা হবে বলে আশা করা যাচ্ছে । বাইকটি বাজাজের প্রতিটি শো-রুমেই পাওয়া যাবে । পরবর্তি আপডেট পেতে আমাদের ওয়েভ সাইট ভিজিট করতে থাকুন এবং আমাদের ফেসবুক ফ্যান পেজে চোখ রাখুন ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Seeka Sx150E

Seeka Sx150E

Price: 0.00

AIMA SW-B03-001

AIMA SW-B03-001

Price: 0.00

AIMA SW-EB-904

AIMA SW-EB-904

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

AIMA SW-B03-001

AIMA SW-B03-001

Price: 0.00

AIMA SW-EB-904

AIMA SW-EB-904

Price: 0.00

AIMA SW-Hornet-3-012

AIMA SW-Hornet-3-012

Price: 0.00

View all Upcoming Bikes