ছোট সাইজের মোটরসাইকেল ব্যবহারের সুবিধা

This page was last updated on 23-Nov-2023 01:35pm , By Saleh Bangla

বিশ্বব্যাপী স্পোর্টস, অ্যাডভেঞ্চার, এবং ডেইলিলাইফ কমিউটিংয়ের ক্ষেত্রে মোটরসাইক্লিং একটি অত্যন্ত জনপ্রিয় কালচার। আর মোটরসাইক্লিংয়ে বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন পারপাস সার্ভ করার জন্যে বিশ্বে ছোট-বড় বিভিন্ন ধরনের মোটরসাইকেল প্রচলিত রয়েছে। আর সেসব মোটরসাইকেলে সেই অনুপাতে বিভিন্ন ধরনের ফিচারও সমন্বিত করা থাকে। তবে ক্যাটাগরীভেদে প্রত্যেক প্রকার মোটরসাইকেলেই বিভিন্ন সুবিধা ও অসুবিধা রয়েছে। তো আজ আমরা এখানে ছোট সাইজের মোটরসাইকেল ব্যবহারের সুবিধা নিয়ে আলোকপাত করবো; তো চলুন সেই সুবিধাগুলি একনজরে দেখে নেয়া যাক।

 

ছোট সাইজের মোটরসাইকেল ব্যবহারের সুবিধা

>> ছোট সাইজের মোটরসাইকেলের প্রথম সুবিধা হলো, এসব মোটরসাইকেল সাধারনত সবদিক দিয়েই বাজেট-ফ্রেন্ডলি হয়। মূলত: একারনেই ছোট সাইজের মোটরসাইকেলগুলির সেল বেশি, আর বিশ্বব্যাপী এসব বড় একটি বাজার দখল করে রয়েছে। কেননা, এসব মোটরসাইকেল দামে অনেকটাই সস্তা, আর তাদের রক্ষণাবেক্ষণ বা যন্ত্রাংশ প্রতিস্থাপনের খরচও তুলনামূলক অনেক কম। আর এসব মোটরসাইকেলের বিভিন্ন আপগ্রেড ও মডিফিকেশেন কস্টও সবসময় কমই হয়।

>> ছোট আকারের মোটরসাইকেল ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল এগুলোর ব্যবহার খুবই সহজ। এসব মোটরসাইকেল ওজনে উল্লেখযোগ্যভাবে হালকা হয়ে থাকে। ফলে এগুলি চালানো এবং নিয়ন্ত্রণ করা মোটামুটি যেকোন ধরনের এবং বয়সের রাইডারদের জন্য খুবই সহজ। এছাড়া, এরকম হালকা ওজনের মোটরসাইকেল নিয়ে অনেক দুর্গম পথও সহজে পাড়ি দেওয়া যায়, যেখানে বড় ও ভারী ওজনের মোটরসাইকেল নিয়ে চলাচল বেশ কঠিন।

>> ছোট সাইজের মোটরসাইকেলগুলি সাধারনত বড় সাইজের মোটরসাইকেলের তুলনায় অনেকটাই দ্রুত চলাচল করতে পারে। এটি ঠিক যে, বড় আকারের মোটরসাইকেলগুলি বেশি গতি অর্জন করতে পারে; তবে সেগুলি একটি ছোট বাইকের মতো চটপটে নয়, বরং টাইট ট্রাফিকে তাদের চলাফেরা অনেকটা্ই ধীর। তাই ছোট আকারের মোটরসাইকেলগুলি শহরের টাইট ট্রাফিক অনেকটাই ভালভাবে মোকাবেলা করতে পারে এবং দৈনন্দিন জীবনের চলাফেরার ক্ষেত্রেও অনেক সুবিধা প্রদান করে।

>> সবদিক দিয়েই ছোট আকারের মোটরসাইকেলগুলি বেশিরভাগ ধরণের এবং বয়সের রাইডারদের অত্যন্ত সহজ কন্ট্রোলিং ও হ্যান্ডেলিংয়ের সুবিধা দেয়; যা যেকোন রাইডিং কন্ডিশনে একটি বাড়তি সুবিধা। এসব মোটরসাইকেলের  কমপ্যাক্ট  ডাইমেনশনের কারণে এসব ওজনেও হালকা, চটপটে, এবং সাধারন কমিউটিংয়ে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। আর এজন্যই ছোট আকারের মোটরসাইকেলগুলি সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং সাধারন কমিউটিংয়ে সেরা পছন্দ হিসাবে গৃহীত।

>> ছোট-আকারের মোটরসাইকেলগুলির আরেকটি বড় আকর্ষণীয় সুবিধা হল, এগুলি প্রায় যেকোনো ধরনের সারফেস কন্ডিশনে চলাফেরা করতে পারে, তা সে অফরোড হোক বা অন-রোড হোক। ছোট আকার, হালকা ওজন, সহজ কন্ট্রোল, এবং আরামদায়ক হ্যান্ডেলিং, এই সমস্ত বৈশিষ্ট্যগুলির কারনে  এসব মোটরসাইকেল প্রায় সবধরণের সারফেসে চলাচলের জন্য অত্যন্ত উপযোগী।

>> এছাড়াও ছোট সাইজের মোটরসাইকেলগুলি সাধারণত অল্পক্ষমতার ছোট ইঞ্জিন এবং বেশিরভাগই সিঙ্গেল বা ডবল সিলিন্ডার ইঞ্জিনযুক্ত হয়ে থাকে। ফলে এগুলি সবসময়ই ফুয়েল এফিশিয়েন্ট হয়ে থাকে। আর এই ছোট ও ফুয়েল এফিশিয়েন্ট ইঞ্জিনের কারনে এসবে খুবই ভালো ফুয়েল ইকোনমি পাওয়া যায়, যাতে সার্বিক যাতায়াত খরচও অনেক কমে আসে। আর এটিই মূলত: ছোট সাইজের মোটরসাইকেলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল সুবিধাগুলির মধ্যে একটি।

>> ছোট সাইজের মোটরসাইকেলগুলি সাধারনভাবেই টেকনলোজি আর ফিচারে অত্যন্ত সাধারন এবং এতে যান্ত্রিক জটিলতাও অত্যন্ত কম। ফলে এসব মোটরসাইকেলের রিপেয়ার ও মেইটেন্যান্সও একটি মাঝারি সাইজের বা বড় সাইজের মোটরসাইকেলের তুলনায় অনেক সহজ এবং সস্তা। আর এসব মোটরসাইকেলের রিপেয়ার ও মেইটেন্যান্স সহজ হবার কারনে তা মোটামুটি প্রায় যেকোনো জায়গায় খুব সহজে করা যায়, অথবা এমনকি একজন রাইডার চাইলে নিজেও সেসব করে নিতে পারেন্।

>> এছাড়াও ছোট সাইজের মোটরসাইকেলের আরেকটি সুবিধা হলো, এসব মোটরসাইকেলে এক্সিডেন্ট বা অন্যকোন কারনে কোন ক্ষতি হলে তা সারানো, বা কোন পার্টস রিপ্লেসমেন্টের খরচ অন্য যেকোনো বড় সাইজের মোটরসাইকেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ফলে একজন রাইডারকে এসব খরচ নিয়ে খুব একটা চাপে পড়তে হয় না।

>> ছোট সাইজের মোটরসাইকেলের রিসেল ভ্যালুও সব জায়গায় বেশ ভালো। তাই যে কেউ সহজেই একটি ব্যবহৃত বা সেকেন্ডহ্যান্ড মোটরসাইকেল কিনতে পারেন এবং কয়েকবছর ব্যবহারের পরে তা সহজে বিক্রিও করে দিতে পারেন। এইভাবে ফ্রিকয়েন্টলি সেল ও মডেল আপগ্রেড ছোট সাইজের মোটরসাইকেলের ক্ষেত্রে খুবই সাধারণ।

>> সর্বোপরি, ছোট সাইজের মোটরসাইকেল নিঃসন্দেহে প্রতিদিনের যাতায়াতের জন্য প্রতিটি দিক থেকে বেশি উপযুক্ত এবং এটি বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার রাইডের জন্যও বেশ ভাল বিকল্প। এ কারণেই বিশ্বব্যাপী ছোট সাইজের মোটরসাইকেল ব্যাপকভাবে জনপ্রিয় এবং এগুলিই বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেল বলে পরিচিত।

 

সুতরাং বন্ধুরা, মোটামুটি এই হলো ছোট সাইজের মোটরসাইকেল ব্যবহারের সচরাচর ও গুরুত্বপূর্ণ সুবিধাগুলোর সংক্ষিপ্ত বিবরন। আশা করি এবিষয়ে আপন‍ারাও আমাদের সাথে একমত হবেন। যাই হোক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে রাইড করুন, নিজে নিরাপদে থাকুন ও অন্যকেও নিরাপদে রাখুন।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Kinetic Luna 50

Kinetic Luna 50

Price: 0.00

Yezdi Roadking 250

Yezdi Roadking 250

Price: 0.00

Bajaj Vespa 150

Bajaj Vespa 150

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Pulsar NS150

Bajaj Pulsar NS150

Price: 0.00

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

View all Upcoming Bikes