আমাদের কক্সবাজার ট্যুরের গল্পটা এইরকম

This page was last updated on 03-Oct-2023 12:30pm , By Ashik Mahmud Bangla

আমাদের কক্সবাজার ট্যুরের গল্পটা এইরকমঃ

Day 1: ২৫ মার্চ সকাল বেলা রওয়ানা দিলাম। সব ট্যুরেই একজন "লেট লতিফ" থাকে; আমাদের কপালেও একজন ছিল। সেই বিশেষ পালসার প্রেমিক লেট লতিফ হোল Labib Anik. প্রায় ১ ঘণ্টা সময় trust filling station এর সামনে তার জন্য অপেক্ষা। যাই হোক অবশেষে তিনি আসলেন, মিষ্টি হাসি দিয়ে ম্যানেজ করলেন এবং আমরা রওয়ানা দিলাম।

 কক্সবাজার ভ্রমন 

মেঘ্না ব্রিজে Team BRC র সাথে দেখা। পরে চৌদ্দগ্রামের "হাইওয়ে ইনে" এক সঙ্গে নাস্তা করলাম, টুকটাক আড্ডা দেয়ার পর Team BRC সাজেকের পথে আর আমরা চিতাগং এর পথে যাত্রা করলাম। দুপুর ১ঃ৩০ নাগাদ চিতাগং হোটেলে (গোধূলি গেস্ট হাউজ) চেক ইন করলাম। কঠিন একটা লাঞ্চের পর Abdul Momen Rohit ভাই এর টিমের সাথে দেখা। ওনারা বান্দরবান যাচ্ছেন। খুব ভালো লাগলো পরিচিত মুখগুলো দেখে।

পতেঙ্গা   

বিকাল এবং সন্ধ্যা কাটালাম পতেঙ্গা মেরিন বিচে। রাতের বেলা বৃষ্টিতে কাক ভেজা হয়ে হোটেলে ফিরলাম। Taslim Ahmed Murad ভাই এর বিশেষ গোসল পর্ব শেষ করে রাতের খাবার এবং সেই লেভেলের ঘুম। সারা রাত Zahid Khan Lithon এর নাসিকা গরজনে কিছুটা অসুভিদা হয়েছিলো অবশ্য, তবে সেটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি।

কর্ণফুলী ব্রিজ

Day 2: আমরা ৭ জন একি রুমে ছিলাম বিধায় সকাল বেলা টয়লেটে লাইন দেয়া লেগেছে সবার। যদিও আমি সবার আগে ঘুম থেকে উঠে কাজ সেরে ফেলেছিলাম। যথারীতি লেট লতিফ Anik এর কারনে আমাদের আবার ও দেরি হোল। 


আমরা রওয়ানা হলাম কক্স বাজারের দিকে। আমাদের মুরাদ ভাই এর বাইকের টর্ক যে অনেক বেশি সেটা প্রমান করার জন্য (কিম্বা ব্রেক কাজ করছিলনা) উনি একটানে আমাদের সবাইকে ফেলে কক্স বাজার পৌঁছে গেলেন। আমরা দুর্বল রাইডার রা ধুঁকতে ধুঁকতে ২ টা নাগাদ পৌঁছে দেখি উনি নিশ্চিন্ত মনে সিগারেট খাচ্ছেন। 
তাসলিম আহমেদ মুরাদ   

কক্সবাজারের অন্যতম প্রাপ্তি ছিল মুরাদ ভাইকে আবার ও ফেসবুকে ফেরত পাওয়া, কক্সবাজার পৌঁছেই উনি চেক ইন মারলেন আনুমানিক ৩ মাস পর। প্রচণ্ড ভিড়ের মধ্যে"নিরিবিলি" নামক এক আজব হোটেলে রুপচান্দার নামে "বাঁশ" খাইলাম। অতঃপর হিমছড়ি এবং সুগন্ধা পয়েন্টে গভীর রাত পর্যন্ত ঘোরাঘুরি করলাম, 9D movie এবং প্রচুর পরিমানে border cross fzs v2, fezar দেখলাম ।


 শেখ সাদ্দাম হোসেন জনি   

প্রথমিক প্লানিং অনুযায়ী Day 3 তে আমাদের ঢাকায় রওয়ানা হওয়ার কথা। প্লান চেঞ্জ করে আমরা পরের রাত চিতাগং এ থাকব বলে ঠিক করলাম। আর্থিক সংকটের কারনে খাবার মেনু পরিবর্তনের সিদ্ধান্ত হইলো। প্লান অনুযায়ী রাতের মেনু ঠিক হোল "পাউরুটি - কলা - পানি"। রুচি পরিবর্তনের জন্য সকাল বেলা "কলা- পানি - পাউরুটি"। মুরাদ ভাইকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে "হোটেল সি প্রিনসেস" এর নরম বিছানায় সবাই ঘুমিয়ে পরলাম।


 মোটর সাইকেল ভ্রমন কাহিনী
 
Day 3: সকালে অবশ্য "কলা- পানি -পাউরুটি" খেতে হয়নি। কমপ্লিমেনটারি ব্রেকফাস্ট পাগলের মতো খেলাম। এই সময় "ভাঁজ" কে খুব ই মিস করেছি, কারন সে কমপ্লিমেনটারি যেকোনো কিছু বিশেষ পছন্দ করে।আমাদের গত ট্যুর (খুলনা ট্যুর) ছিল কমপ্লিমেনটারিতে ভরপুর। যাই হোক, তন্ময় এবং জনি ব্রেকফাস্ট এর সময় ডিম পায়নি, সন্দেহের তীর যথারীতি মুরাদ ভাই এর দিকে ই গেছে। এরপর সমদ্র স্নান (আসলে "চুবাচুবি" খেলা )। এই খেলায় প্রধান ভিকটিম ছিল নামাপারা কাঁপানো stunt master জাহিদ। জাহিদ্রে চুবাইতে আসলে ই অনেক মজা।


 কক্সবাজার 

ইচ্ছা ছিল, বিচে বাইক চালাবো সেটা সম্ভব হয়নি, বিচে বাইক নামাতে দিচ্ছিল না। ঘুরতে ঘুরতে ইনানি বিচ চলে গেলাম তারপর "মারমেইড বিচ রিসোর্ট" (জাহিদের ভাষায় "মারমাদিয়া")। এই জায়গাটা আমাদের সবচেয়ে পছন্দ হয়েছিলো। ইচ্ছা আছে ভবিষ্যতে কখনও আরও একবার যাওয়ার। দুপুরের পর চিতাগং রওয়ানা দিলাম। আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য ভাঁজ শওকত এবং জুন ভাই চিতাগং অপেক্ষা করছিলো। 

এই দুই জনকে পেয়ে আমাদের মনটা ভরে গেছে। ধন্যবাদ দিয়ে তাদের ছোট করবোনা। গোধূলি গেস্ট হাউজে আবারও রাত্রি যাপন, এবং মুরাদ ভাই এর বিশেষ গোসল এবং আবার ও জাহিদের কামানের গোলার মতো নাসিকা গর্জন।

 মোটর সাইকেল গ্রুপ 

Day 4: সকাল বেলা Ashique Zaman Forhad ভাই যোগ দিলেন আমাদের সাথে, দল আরেকটু ভারী হল, বহরে আরেকটা বাইক বাড়ল। Mohammad Shadiqullah ভাই আর আমার ফেজার, Tanmoy Bhakto, Fahad Hassan, Ashique Zaman Forhad ভাইয়ের ভি২, Taslim Ahmed Murad ভাই এর ছিবিআর, Zahid Khan Lithon এবংSheikh Saddam Hossain Jonny এর এফজি , ভাঁজ শওকত এবং Labib Anik এর রকেট পালসার এই বহর নিয়ে ঢাকার পথে যাত্রা হল শুরু। 
ঢাকা চিতাগং এর ৪ লেন এর রাস্তা প্রায় কমপ্লিট, সামনে থেকে কখনো জুন ভাই, কখনও ফরহাদ ভাই আবার কখনও তন্ময় লিড দিয়ে সুস্থ ও সুন্দর ভাবে ঢাকায় পৌঁছে দিলো। 

arif cu 

Arif CU অবশেষে আরও একটা সুন্দর ট্যুর সফল ভাবে শেষ করে আসতে পারলাম। যারা প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও বিভিন্ন কারনে আমাদের সাথে যেতে পারেনি তাদের জন্য ভালবাসা এবং সমবেদনা রইলো। 
লিখেছেন Arif CU

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Sunra Hawk

Sunra Hawk

Price: 0.00

Tailg Q10

Tailg Q10

Price: 0.00

Sunra Elfin

Sunra Elfin

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Sunra Hawk

Sunra Hawk

Price: 0.00

Tailg Q10

Tailg Q10

Price: 0.00

Sunra Elfin

Sunra Elfin

Price: 0.00

View all Upcoming Bikes