TFT মিটার ও হাইব্রিড প্রযুক্তিতে নতুন চমক ইয়ামাহার: Yamaha FZS V5 Fi Hybrid লঞ্চ হল বাংলাদেশে

This page was last updated on 17-Jan-2026 07:48am , By Arif Raihan Opu

বাংলাদেশের মোটরসাইকেল বাজারে নতুন একটি মাইলফলক স্থাপন করল এসিআই মোটরস লিমিটেড। তারা বাংলাদেশে লঞ্চ করল নতুন Yamaha FZS V5 Fi Hybrid এক জাকজমক আয়োজনে বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে।

বাংলাদেশে লঞ্চ হল নতুন Yamaha FZS V5 Fi Hybrid

বাংলাদেশে লঞ্চ হল নতুন Yamaha FZS V5 Fi Hybrid

দীর্ঘদিন ধরেই Yamaha FZ সিরিজ বাংলাদেশের বাইকপ্রেমীদের কাছে জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবার যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের Yamaha FZS V5 Fi Hybrid, যেখানে থাকছে উন্নত ফুয়েল এফিশিয়েন্সি, স্মার্ট হাইব্রিড সিস্টেম এবং আধুনিক ডিজাইন।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

এসিআই মোটরস লিমিটেডের আয়োজনে ঢাকায় একটি জমকালো লঞ্চিং ইভেন্টের মাধ্যমে Yamaha FZS V5 Fi Hybrid আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ড. এফ.এইচ. আনসারি, সিইও, এসিআই মোটরস লিমিটেড, জনাব সুব্রত রঞ্জন দাস, ব্যবস্থাপনা পরিচালক, এসিআই মোটরস লিমিটেড এবং এসিআই মোটরস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া আরও উপস্থিত ছিলেন Yamaha Motor Company-এর প্রতিনিধিরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত Yamaha ডিলার ও বিজনেস পার্টনার মোটরসাইকেল মিডিয়া প্রতিনিধি, বাইক কমিউনিটির সদস্য ও ইনফ্লুয়েন্সাররা। 

yamaha-fz-fi-hybrid-launched-in-bangladesh-2026

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল ইয়ামাহা বাইকের দাম

এই মোটরসাইকেলটিতে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এতে যুক্ত করা হয়েছে এয়ার কুল্ডশ, ফুয়েল ইঞ্জেকশন (এফআই),  ফোর স্ট্রোক, ২ ভাল্ব, SOHC ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 12.2 Bhp @ 7250 RPM এবং 13.3 NM @ 5500 RPM শক্তি উৎপন্ন করতে সক্ষম। 

এছাড়া এতে যুক্ত করা হয়েছে স্মার্ট স্টার্ট জেনারেটর, মিউজিক, টিএফটি ডিসপ্লে, ৭ স্টেপ এডজাস্টেবল মনশোক।

tft-emter-fz-fi-hybrid-bangladesh

এই বাইকটির মুল্য রাখা হয়েছে ৩,৪৯,৫০০/-  টাকা। আর প্রি-বুকিং এর ক্ষেত্রে ৬,০০০/- টাকা ডিস্কাউন্ট রয়েছে।

Yamaha FZS V5 Fi Hybrid নিঃসন্দেহে বাংলাদেশের 150cc সেগমেন্টে একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং Yamaha-এর ব্র্যান্ড ভ্যালুর সমন্বয়ে এই বাইকটি তরুণ রাইডার থেকে শুরু করে ডেইলি কমিউটার—সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা যায়।

বিস্তারিত জানতে ও বাইকটি দেখতে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং আপডেট দ্রুত পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।