Yamaha FZ V3 ২০০০ কিলোমিটার রাইড রিভিউ - মোঃ রাজিব

This page was last updated on 29-Jul-2024 01:04pm , By Raihan Opu Bangla

আমি মোঃ রাজিব। আমি ২০১০ সাল থেকে বাইক ব্যবহার করা শুরু করি। Suzuki, Yamaha Fazer এর পরে বর্তমানে Yamaha FZ V3 বাইকটি ব্যবহার করছি । আজ এই বাইকটির ব্যাপারে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো ।yamaha fz v3 priceবাইক কেন ব্যবহার করি এই কথা বলতে গেলে বর্ণনা দিয়ে শেষ করতে পারবোনা এক কথায় বাইকের উপকারিতা অনেক। আমি দুটি বিষয়ে বেশি অনুভব করি যাতায়াতের সময় এবং খরচ কমানো। আর এ কারনেই আমার বাইক ব্যবহার করা । বর্তমানে যে বাইকটি রাইড করছি এটা নেওয়ার অন্যতম কারণ হলো এবিএস এবং কালার। আমার নীল কালার অনেক পছন্দের ।


আর তাই পছন্দের রং এ বাইকটি কেনা। আমার বাইকটি বাংলাদেশের ইয়ামাহার অথোরাইজ ডিলার পয়েন্ট ক্রিসেন্ট এন্টারপ্রাইজ  ৬০ফিট মিরপুর থেকে নেওয়া হয়েছে । তখন বাইকটির দাম ছিল ২ লক্ষ ৩৫ হাজার টাকা। বাইক কিনার পরে প্রথম চালান অনুভূতি অসাধারণ এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। খুব ভালো লেগেছিল যখন প্রিয় রং এর বাইকটি পাই । বাইকটি কেনার পর থেকে এখনো পর্যন্ত কোন সার্ভিস করা হয়নি।


Click To See Yamaha FZ V3 Price In Bangladesh


বাইকটির এবিএস আমার প্রধান আকর্ষন । এছাড়া ব্রেকিং, মাইলেজ, কম্ফোর্ট, মোটা চাকা গুলো আমার ভালো লাগে । আমি মতুল 20w40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করি। বাইকটি ব্যবহার করে এখন পর্যন্ত আমি স্যাটিসফাই ।yamaha fz v3 user reveiwবাইকটির কিছু ভালো দিক -

  • মাইলেজ
  • ব্রেকিং
  • সিটিং পসিশন
  • আউট লুকিং
  • ABS

Click To See All Yamaha Bike Price In Bangladesh


বাইকটির কিছু খারাপ দিক -

  • ফুয়েল ট্যাংকের উপরের কভার ভালো লাগেনি
  • সাইলেন্সার লুকিং ভালো লাগেনি
  • রেডি পিকাপ নেই
  • হেডলাইটের আলো কম
  • লং রাইডে ইঞ্জিন সাউন্ড চেঞ্জ হয়ে যায়


বাইকটি আমি নিয়মিত মেইন্টেনেন্স করি । চেইন টাইট, চাকার প্রেশার চেক, ইঞ্জিন অয়েল পরিবর্তন, এয়ার ফিল্টার পরিবর্তন ও ক্লিন । আমি চেষ্টা করি ভালো ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেওয়ার । বাইকটি দিয়ে আমি ওনেক লং রাইড করেছি । কখনো কোন সমস্যায় পরতে হয়নি । সিটি হাইওয়ে ২ রাইডেই যথেষ্ট কম্ফোর্ট নিয়ে রাইড করতে পেরেছি ।yamaha bike user তবে হাইওয়েতে ওভারটেক করার ক্ষেত্রে আমি বাইকটি নিয়ে যথেষ্ট কনফিডেন্স পাইনা । আমি মনে করি ১৫০ সিসি সেগমেন্ট এর বাইক হাওয়া স্বত্তেও এই বাইকটির রেডি পিকাপ আরো বেশি হওয়া উচিত ছিল । আমার ধারনা এই বাইকের রেডি পিকাপ আর একটু বেশি হলে সকলের এর বাইক পছন্দ হত ।


বাইকটির সার্ভিস নিয়ে আমি সন্তুষ্ট । আপনি যদি খুব ভালো একটি বাইক নিতে চান যেটা আপনাকে কম্ফোর্ট এবং আরামদায়ক একটি রাইড উপহার দিবে তবে আপনি Yamaha FZ সিরিজ এর উপর নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন । ধন্যবাদ।


লিখেছেন - মোঃ রাজিব 


আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।