Yamaha Fazer রোড টু কিশোরগঞ্জ - ভ্রমণ কাহিনী

This page was last updated on 27-Jun-2021 06:30pm , By Raihan Opu Bangla

আমি আরমান। একজন ভ্রমণ পিপাসু বাইকার। আজ আমি আপনাদের সাথে আমার ছোট একটি ভ্রমণ কাহিনী শেয়ার করব। আমি কিছু দিন আগে কিশোরগঞ্জ গিয়ে ছিলাম। তো কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্য ছিল একটি অনুষ্ঠান। সিদ্ধান্ত নেই আমি আমার Yamaha Fazer বাইকে যাবো। বাসায় অনেক বুঝিয়ে মানানো হয়। যদিও আমি আরও কয়েকবার ঢাকার বাহিরে বাইক নিয়ে গিয়েছিলাম।

 yamaha fazer meter console 

সকাল ৯টা, আল্লাহ এর নাম নিয়ে রওনা দেই। ২ টা বাইকে আমরা ৪ জন। আমি আর আমার ৩ জন কাজিন। বলা বাহুল্য আমাদের ২ টা বাইকই Yamaha Fazer ।  আমাদের বাসা পুরাতন ঢাকার নারিন্দা এলাকায়। আমরা টিকাটুলী ফ্লাইওভার মানে হানিফ ফ্লাইওভার দিয়ে ডেমরা হয়ে গিয়ে নরসিংদী জেলার সাহেপ্রতাব এলাকায় বিরতি দেই। সেখানে কয়েকটা খাবারের হোটেল আছে। নাস্তা সেরে দেখলাম তারা মিষ্টি বিক্রি করে। মালাই মিষ্টি বা কিছু একটা বলে কিন্তু খুব মজার ছিল, ৩০ টাকা পিস। হোটেল এর নাম ঠিক খেয়াল নেই। যাওয়ার পথে বাম দিকে ছিল। ২০ মিনিট বিরতির পর বেরিয়ে পরি।

Yamaha Fazer FI V2 Price In Bangladesh

তারপর সেখান থেকে ভৈরব থামবো বলে সিদ্ধান্ত নেই। তবে তার আগেই আর একবার বিরতি দেই ১৫ মিনিটের। উভয়দিকে চলাচল হওয়ায় খুব সাবধানে যাচ্ছিলাম। তবে মাঝে মাঝে একটু স্পিডিং করেছিলাম খুব সাবধানতা অবলম্বন করে। ভৈরব হয়ে ছুটে যাই কিশোরগঞ্জ শহরের উদ্দেশ্যে। এই রাস্তা টা ভুলার নয়। রাস্তাটা অনেক সুন্দর।

 yamaha fazer black and red 

কিছুটা সরু তবে সুন্দর। বাসের চাপ খুব কম। সিএনজি আছে ভালোই। স্পিডিং করা যায় তবে গরু ছাগলের ভয় আছে। কিন্তু সত্যি রাস্তাটা উপভোগ করার মত।আলহাদুলিল্লাহ দুপুর ১ টায় আমরা আমাদের গন্তব্যে নিরাপদে পৌছাতে পারি।

Yamaha Bike Price In Bangladesh

আমরা সবাই হেলমেট পড়েছিলাম। হ্যান্ড গ্লাভস ছিল। বাকি সেফটি গিয়ার ছিলনা তাই নেয়া হয়নি। এটা মোটেও ঠিক কাজ করিনি। তবে আপনারা কখনোই পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া লং ট্যুরে যাবেন না। আমিও ইনশাআল্লাহ আর না। সাবধানতার সাথে বাইক চালাবেন।

 yamaha fazer user review

আর ঠিক পরের দিন বিকেলেই আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। রাত হওয়ার ছিল এবং সেটাই হয়েছে। শুধু এটুকুই বলবো বেশি প্রয়োজন না থাকলে রাতে বাইক ভ্রমণ বর্জন করা উচিৎ। আমাদের দেশের হাইওয়ে গুলো রাতে বাইক রাইডিং এর জন্য সেফ না। উভয় দিকে চলাচল হওয়ার কারণে বাস-ট্রাকের ওভারটেক এর ঝামেলা তো আছেই। আর রাতে সেটা আরও ভয়ংকর রূপ ধারন করে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই হেলমেট পরে বাইক চালাবেন এবং কোথাও ভ্রমনে গেল সেখানকার পরিবেশ নষ্ট করবেন না। ধন্যবাদ।


লিখেছেনঃ আরমান 



আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda SP160 (Single Disc)

Honda SP160 (Single Disc)

Price: 197000.00

Lifan Blues 150

Lifan Blues 150

Price: 0.00

Lifan KPV350

Lifan KPV350

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Freedom 125

Bajaj Freedom 125

Price: 0.00

Lifan K29

Lifan K29

Price: 0.00

455500

455500

Price: 0.00

View all Upcoming Bikes