TVS Apache RTR 160 4V মালিকানা রিভিউ - আমজাদুল
Published On 14-Feb-2023 03:43pm , By Shuvo Bangla
আমি আমজাদুল ইসলাম । আপনাদের সাথে আমার TVS Apache RTR 160 4V বাইকের মালিকানা রিভিউ শেয়ার করবো ।

ছোট বেলা থেকে বাইক এর প্রতি অনেক বেশি ইন্টারেস্ট ছিল। যখন পাশ দিয়ে কেউ বাইক চালিয়ে যেত তখন তার দিকে তাকিয়ে থাকতাম যত দূর দৃষ্টি যায়। চতুর্থ শ্রেণি থেকে সাইকেল চালাতাম। আব্বুর বাইক ছিল তখন থেকে।
যখন আব্বুর সাথে মাঝে মধ্যে বাইক এ করে স্থানীয় বাজারে যেতাম তখন তাকিয়ে থাকতাম আব্বু কিভাবে বাইকটাকে চালায় এইভাবে বাইক কিভাবে চালাতে হয় তার মুটামুটি ধারণা আমার মধ্যে চলে আসে। যখন অষ্টম শ্রেণিতে তখন ২০১৭ সাল ঠিক তখন প্রথম বাইক চালানো শিখার সুযোগ হয়।

আমার উচ্চতা একটু বেশি তাই আমি খুব ভালভাবে বাইক এ বসে নাগাল পেতাম। একটা বড় ভাই এর বাইক নিয়ে প্রথম বাইক চালাই। কোন ধরণের সমস্যা হয় নাই আল্লাহর রহমতে খুব ভালবাবে বাইক চালাইছি। এর পর বাড়িতে এসে আব্বুকে খুব উদ্দীপনা নিয়ে বললাম আব্বু আমি বাইক চালাতে পারি এর কয়েকদিন পর আব্বু রাস্তার পাশে বসে থেকে আব্বুর বাইক এর চাবি দিল আমাকে বলল বাবা বেশি দূর যাইস না।

আব্বুর বাইক এর মডেল ছিল RTR 2v এর পর থেকে মাঝে মধ্যে আব্বুর বাইক চালাতাম সেখান থেকেই টিভিএস এর প্রতি ভালোবাসা সৃষ্টি । এর ২-৩ মাস পর বর্ষা নামে স্কুল এ পরিক্ষা ছিল আমি পরিক্ষা শেষ করে বাড়িতে আসি আব্বু বাইক রেখে জানাজায় গিয়েছিল আমাদের পাশের বাসার দাদিমার জানাজা পড়তে কাউকে না জানিয়ে বাইক নিয়ে আমি বাহির হয়ে যাই।
খুব স্পিড এ বাইক চালাতাম আমাদের গ্রামের ইটের রাস্তায় হঠাৎ একটা খাদে বাইক এর সামনের চাকা পড়ে বৃষ্টির কারণে কাঁদা জমে পিচ্চিল হয়ে যায়। তখন বাইক এর স্পিড ৭০ ছিল। জিবনের প্রথম এক্সিডেন্ট করলাম। আমি হাতে পায়ে ব্যাথা পাই।আল্লাহর রহমতে বড় কোন আঘাত হয় নাই।
কিন্তু আব্বুর শখের বাইকটার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায় এর পর ছয় মাস পর্যন্ত আমি বাইক চালাই নাই। এর পর আব্বু বাইক বিক্রি করে কয়েকদিন পর সেইম মডেল এর নতুন বাইক কিনে । তখন নবম শ্রেণিতে নিয়মিত বাইক চালাতাম। হঠাৎ আব্বু আসুস্থ হয়ে যায় হাই প্রেশার আর ডায়বেটিস এর কারণে তখন বাইক চালানো সম্পুর্ন বন্ধ করে দেয়।
তার মধ্যে বাইকটা ও বিক্রি করে দেয়। এর পর আমি ডিস্কবার ১২৫ সিসি একটা বাইক কিনলাম । ২ বছর বাইকটা ব্যবহার করি আল্লাহর রহমতে আর কোন এক্সিডেন্ট হয় নাই। এখন টিভিএস এর শোরুম থেকে RTR 4V নিয়েছি ছয় মাস হচ্ছে। সত্যি বলতে আনেক বাইক আমি চালিয়েছি কোন বাইক আমার কাছে খারাপ মনে হয় নাই। তবে এক একটা বাইক এর এক এক এক্সপেরিয়েন্স। আমার কাছে ডিস্কভার ১২৫ মাইলেজ আর আমাদের গ্রমের ভাঙ্গা ইটের রাস্তার জন্য কম্ফোর্টেবল মনে হয়। ধন্যবাদ ।