Suzuki Gixxer SF 155 SD মাইলেজ ৪৫+ কিলোমিটার - সাদী সিরাজী

This page was last updated on 27-Nov-2022 10:40am , By Raihan Opu Bangla

আমি সাদী মোহাম্মদ সিরাজী। আমি বর্তমানে Suzuki Gixxer SF 155 SD বাইকটি ব্যবহার করছি। বাইকটি মোট ৭২ হাজার কিলোমিটার রাইড করা হয়েছে। আজ আমি আমার Suzuki Gixxer SF 155 SD বাইকটি নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো ।

  suzuki gixxer sf 155 sd black color fuel tank rear view mirror 

আমি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় বসবাস করি। এটা আমার জীবনের সর্বপ্রথম বাইক। আমি আমার বাইকটা নিয়ে খুবই সন্তুষ্ট। এই বাইক কখনও আমায় নিরাশ করেনি। আগে থেকেই জাপানিজ ব্রান্ডের উপর আকর্ষণ ছিল। মূলত এই কারণেই Suzuki Gixxer SF 155 SD বাইকটি ক্রয় করা। বাইকটি নিয়ে আমি বিভিন্ন স্থানে যাতায়াত ও ছোট খাটো ট্যুর এবং পারিবারিক ছোট বড় নানা রকম কাজে যাতায়াত একমাত্র বাহন হিসেবে ব্যবহার করে থাকি। 

২০১৬ সালে যখন বাইকটি কিনি তখন এর মূল্য ছিল ২ লাখ ৮০ হাজার টাকা। আমার প্রিয় বাইকটি এসএস এন্টারপ্রাইজ, জামালপুর এর শো-রুম থেকে কেনা । আমি ১০/১০/২০১৬ ইং তারিখে বাইকটি ক্রয় করি।

ওইদিন ছিলো আমার স্বপ্ন পূরনের স্মরণীয় দিন। আমার পরিবার থেকে যখন বললো, আমাকে বাইক কিনে দিবে, ঠিক সেই দিন থেকে আমার রাতের ঘুম চলে গেলো। যেদিন বাইক কিনতে যাবো, তার আগের রাতের ঘুম ঠিকমত হলো না। তারপর আব্বুকে নিয়ে জামালপুর এর উদ্দেশ্যে রওনা হই। সারাপথ শুধু বাইক আর টাকা নিয়েই ভাবতে ভাবতে জামালপুর এসএস শো-রুমে গেলাম।

  susuzki gixxer 155 sf speedometer rear view mirror and riding review 

কালো কালারের বাইকটা আমার বরাবরের মতই পছন্দ ছিল । প্রথমবার বাইক চালানোর অনুভূতি আমি লিখে বোঝাতে পারবো না। অনেক এক্সাইটেড ছিলাম আমি। কখন বাইক নিয়ে বাড়ি আসবো। শো-রুম থেকে আমি নিজেই বাইক বেড় করলাম এবং ফুয়েল পাম্প থেকে বাইক এর ট্যাংক ফুল করলাম। বাইকটিতে রয়েছে আধুনিক গ্রাফিক্স ডিজাইন এবং লুকিং সব কিছুই আমার ভালো লেগেছে । 

ডিজিটাল স্পিডো মিটার, টু পার্ট সিট, হ্যালোজেন হেড লাইট, ইন্ডিকেটর লাইট ও এলইডি ব্যাক লাইট অনেক ভালো । এই পর্যন্ত বাইকটি আমি বেশ কয়েকবার সার্ভিসিং করিয়েছি।

২৫০০ কিলোমিটার এর আগে বাইকটি থেকে মাইলেজ প্রতি লিটারে ৪০+ কিলোমিটার পেতাম। তারপর থেকে প্রতি লিটারে আমি গ্রামের রাস্তায় ৪৩-৪৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ এবং হাইওয়েতে ৪৫+ কিলোমিটার প্রতি লিটার পেতাম। আর এখনো পর্যন্ত এরকম ই মাইলেজ পাচ্ছি ।

  suzuki gixxer 155 sf black color rear tire with riding review

আমি আমার বাইকের নিয়মিত স্পার্ক প্লাগ, ওয়েল ফিল্টার এবং এয়ার ফিল্টার পরিষ্কার করে থাকি। নিয়মিত ওয়াশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সব সময়। প্রতি মাসে একবার করে সার্ভিস করাই। বাইকের যথা সময়েই ইঞ্জিন অয়েল পরিবর্তন করে থাকি । আমি বাইকে সবসময় Suzuki 20w40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকি। অনেক ভালো মানের ইঞ্জিন অয়েল এটা। 

এটা দিয়ে আমি ৮০০-১০০০ কিলোমিটার চালাই। বাইকের টাইমিং চেইন আর টাইমিং এডজাস্টার ছাড়া তেমন কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়নি। বাইকের কোনো মডিফাই করা হয়নি। হাইওয়েতে ১২৬ কিলোমিটার প্রতি ঘণ্টা স্পিড উঠাতে সক্ষম হই ।

Suzuki Gixxer SF 155 SD বাইকটির কিছু ভালো দিক –

  • মাইলেজ যথেষ্ট ভালো
  • রাস্তায় চালিয়ে ভালো পারফরম্যান্স এবং কমফোর্ট পাওয়া যায়
  • ব্রেকিং সিস্টেম অসাধারন
  • খুব সহজেই কন্ট্রোল করা যায়
  • দুটো টায়ারই টিউবলেস থাকায় নিশ্চিতে লং রাইড করা যায়
  • লংরাইড করলেও ব্যাক পেইন এবং হাত ব্যাথা হয়না
  • উচু নিচু রাস্তায় এটার সামনের সাসপেনশন খুব ভালো কাজ করে
  • যথেষ্ট পাওয়ারফুল ইঞ্জিন
  • লং রাইডে বাইকের পাওয়ার লস করে না

suzuki gixxer 155 sf fuel tank tour performance

Suzuki Gixxer SF 155 SD বাইকটির কিছু খারাপ দিক –

আসলে বাইকটির পিলিয়ন সিট ব্যতিত আর কোনো খারাপ দিক আমার কাছে মনে হয়নি। বাইকটি নিয়ে লং ট্যুর দিয়েছি অনেক বার। লম্বা দূরত্ব ছিল ৫৬০ কিলোমিটার। ইঞ্জিনের পারফরম্যান্স আলহামদুলিল্লাহ ভালোই পাই। রাইড এ প্রতি ৫০/৬০ কিলোমিটার পর পর বিরতি দিয়েছিলাম। 

পারফরম্যান্স ড্রপ করেনি ও রাস্তায় কখনো হতাশ করেনি। বাইকটি আমি একা ব্যবহার করে থাকি, Suzuki Gixxer SF 155 SD কম বাজেটে ১৫৫ সিসি সেগমেন্ট এর ভিতর ভালো একটি বাইক । কখনো রানিং এ কোন সমস্যা হয়নি, এটার সার্ভিসে আমি সন্তুষ্ট । খুব ভালো সার্ভিস পাচ্ছি এখনো। যাই হোক সুজুকি আপনাকে কখনও নিরাশ করবে না আশা করি। ধন্যবাদ।

সুজুকির সব বাইকের দাম এবং সুজুকির শো-রুম সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ঘুরে আসুন। নতুন নতুন মোটরসাইকেল এর বিষয়ে খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।

লিখেছেনঃ সাদী সিরাজী

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda SP160 (Single Disc)

Honda SP160 (Single Disc)

Price: 197000.00

Lifan Blues 150

Lifan Blues 150

Price: 0.00

Lifan KPV350

Lifan KPV350

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Freedom 125

Bajaj Freedom 125

Price: 0.00

Lifan K29

Lifan K29

Price: 0.00

455500

455500

Price: 0.00

View all Upcoming Bikes