Suzuki Gixxer 155 Fi ABS ৭০০০ কিলোমিটার রাইড - আনোয়ার

This page was last updated on 23-Nov-2022 10:45am , By Raihan Opu Bangla

আমার নাম এম এম কাইফ আনোয়ার কাব্য। আমার বাসা নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা। বর্তমানে আমি একটি Suzuki Gixxer 155 Fi ABS বাইক ব্যবহার করছি । আজ আমি আমার সুজুকি জিক্সার এফআই এবিএস বাইকটির রিভিউ শেয়ার করতে চাচ্ছি ।

Suzuki Gixxer 155 Fi ABS ৭০০০ কিলোমিটার রাইড

  suzuki gixxer 155 fi abs back light

আমি গত ৫ বছর ধরে মোটরসাইকেল চালাই। বাইক আমার কাছে একটি ভালোবাসা। বাইকিং বাইক নিয়ে ঘুরে বেড়ানোকে অত্যন্ত ভালোবাসি এবং সুযোগ হলে ট্যুরে বেড়িয়ে পড়ি। আমি জরুরী প্রয়োজন এবং ঘুড়ে বেড়ানোর কারণে বাইক ব্যবহার করি। আমার Suzuki Gixxer 155 Fi ABS বাইকটি কেনা হয়েছিল গত ৩১/০৭/২০২০ তারিখে। আমি বাইকটি নিজ জেলা নওগাঁ সাপাহার মণ্ডল এন্টারপ্রাইজ থেকে ক্রয় করি। 

আমি প্রায় ৩ মাসে বাইকটি ৭০০০+ কিলোমিটার চালিয়েছি। তার পরিপ্রেক্ষিতে এই ভালো লাগা ও খারাপ লাগা গুলো তুলে ধরতে চেষ্টা করতেছি। আমি আমার বাইকটি সব থেকে বেশি সময় নওগাঁ-রাজশাহী হাইওয়েতে রাইড করেছি । হাইওয়েতে বাইকটির পার্ফরমেন্স খুব ভালো । যথেষ্ট স্মুথ পার্ফমেন্স এবং অনেক কম্ফোর্ট নিয়ে রাইড করা যায় ।

  suzuki gixxer 155 fi abs bike

আমি Suzuki Gixxer 155 Fi ABS 2020 Edition কেনার আগে Bajaj Pulsar 150 Twin Disc  চালাতাম। আমাদের বাজাজ শো-রুম রয়েছে নওগা জেলার মহাদেবপুর উপজেলায় আলফা ইম্পেক্স । আমি হুট করে ভাবি অনেক তো Bajaj Pulsar 150 Twin Disc চালালাম এবার অন্য কিছু চালাই ।

Suzuki Gixxer 155 Fi ABS First Impression Review – Team BikeBD

আব্বুকে বললাম আব্বু কয়েক দিনের মধ্যেই রাজি হয়ে গেলো হুট করে Suzuki Gixxer 155 Fi ABS 2020 Edition বাইক টার কথা মাথায় আসে। সেদিনই বাইকটি ক্রয় করি । আমি যখন বাইকটি ক্রয় করি তখন বাইকটির বাজার মূল্য ছিল ২ লক্ষ ৩৯ হাজার ৯৫০ টাকা রেজিষ্ট্রেশন ফি ছিল ২ বছরের জন্য ১৩,৫৯০ টাকা । বাইকটির মূল্য আমার কাছে তুলনা মূলক বেশি মনে হয়েছে । আশাকরি কম্পানি বাইকটির মূল্য বাইকার দের সাধ্যের মধ্যে রাখবে ।

বাইকটি চালিয়ে অনকে কম্ফোর্ট পেয়েছি সাথে অনেক স্মুথ লেগেছে । বাইকটি মোট ৩ বার ফ্রী সাভিস করানো হয়েছে এই ৭০০০+ কিলোমিটার এর মধ্যে। ৩ টা সাভিস ই অফিশিয়াল ডিলার এর নিকট থেকে করিয়েছি । সার্ভিস এবং সার্ভিস সেন্টার এর মান যথেষ্ট ভালো লেগেছে । আর সার্ভিস এর পরে বাইক খুব স্মুথ হয়ে যায় । 

২৫০০ কিলোমিটার এর মধ্যে মাইলেজ বেশ ভালো পেয়েছি ৪২-৪৫ সিটি মাইলেজ এবং ৪৭-৪৮ হাইওয়েতে বর্তমানেও এক রকম পাচ্ছি । ভালো ফুয়েল ব্যবহার করলে ভালো মাইলেজ এবং ভালো পার্ফরমেন্স পাওয়া যায় । ১৫০ সিসি বাইকের জন্য সবসময় অকটেন ব্যবহার করা উচিৎ ।

  suzuki gixxer 155 fi abs headlight view

আমি খুব সৌখিন ভাবে বাইক চালাতে পছন্দ করি । তাই বাইক এর কোনো সমস্যা হলে সাথে সাথে ঠিক করিয়ে ফেলি। এতে কোনো অলসতা করিনা আর এ কারণে বাইকের পার্ফরমেন্স বেশ ভালো থাকে । তবে এখন পর্যন্ত আমার বাইকের খুব বেশি সমস্যা হয়নি । এই ৭০০০ কিলোমিটার পর্যন্ত খুব ভালো চলেছে ।

আমি আমার Suzuki Gixxer 155 Fi ABS বাইকে Castrol 4t 20w40 ইঞ্জিন অয়েল ব্যবহার করি। ইঞ্জিন ওয়েলটির বাজার মুল্য ৪৪০-৪৫০ টাকা। খুব ভালো পার্ফরমেন্স দিচ্ছে । প্রতি ১০০০ কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করি । অনেক সময় পার্ফরমেন্স এর উপর নির্ভর করে ইঞ্জিন অয়েল পরিবর্তন করি । 

বাইকে এখন পর্যন্ত কিছুই মডিফাই করিনি শুধু মাত্র রিলে দিয়ে একটা হর্ন লাগিয়েছি ও একটা বাম্পার লাগিয়েছি । Suzuki Gixxer 155 Fi ABS 2020 Edition দিয়ে আমি নওগাঁ -রাজশাহী হাইওয়েতে ১২৩ টপ স্পিড পেয়েছি । এবং টপ স্পিডে এই বাইকের পার্ফরমেন্স বেশ ভালো লেগেছে ।

  suzuki gixxer 155 fi abs

Suzuki Gixxer 155 Fi ABS বাইকটির কিছু ভালো দিক-

  • এর লুকস আমার কাছে বেশ ভালো লাগে
  • এর সিংগেল চ্যানেল এবিএস ব্রেক অনেক ভালো
  • এফ আই সিস্টেম ইঞ্জিন
  • ইন্সট্রুমেন্ট ক্লাস ভালো লাগে
  • এর রাইডার সিট কম্ফোর্ট

Suzuki Gixxer 155 Fi ABS বাইকটির কিছু খারাপ দিক-

  • বাইক ওয়াশের পর পর-ই মিটারে ঝাপশা হয়ে যাওয়া লক্ষ করেছি। এটা আমি মনে করছিলাম শুধু আমার বাইক এই তবে না আমার এলাকার অন্য এক ভাইয়ের ও একি সমস্যা আমি আমার মিটারটি ওয়ারেন্টি ক্লেইম করছি দেড় মাস আগে আমি সেটা এখোনো পাইনি।
  • পিলিয়ন সিট এর কম্ফোর্ট খুব কম, অনেক হার্ড ।
  • এর বল রেসার মাত্র ৭২০০ কিলোমিটার এই নষ্ট হয়ে গেছে ।
  • একটানা ৭০-৮০ কিলোমিটার চালালে ইঞ্জিন এর সাউন্ড খারাপ হয়ে যায় ।
  • ইঞ্জিন ভাইব্রেশন হয় ।

suzuki gixxer 155 fi abs headlight

Suzuki Gixxer 155 Fi ABS 2020 Edition দিয়ে আমি বাংলাদেশে এর ৮ টি জেলায় ঘুরেছি। নওগাঁ, বগুড়া, রাজশাহী, নাটোর, চাপাই-নওয়াবগঞ্জ, দিনাজপুর, নবাবগঞ্জ, জয়পুরহাট ইচ্ছে আছে এই বাইক নিয়ে সুন্দর বাংলাদেশটা ঘুড়ে দেখার ।

এই হচ্ছে Suzuki Gixxer 155 Fi ABS 2020 Edition এর সাথে ৭০০০ কিলোমিটার এর পথ চলা। আশা করি বাইকটি আরো দীর্ঘ দিন যাবত ব্যবহার করবো ইনশাআল্লাহ। সব সময় হেলমেট পড়ে বাইক চালাবেন, এবং সাবধানে বাইক চালাবেন। BikeBD কে ধন্যবাদ।

সুজুকির সব বাইকের দাম এবং সুজুকির শো-রুম সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ঘুরে আসুন। আশা করি সুজুকি জিক্সার এসএফ এর অফার বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। তাহলে Suzuki Gixxer SF price in Bangladesh সর্ম্পকে জানতে আমাদের ওয়েবসাইটের প্রাইজ পেজ ঘুরে দেখতে পারেন। এছাড়াও সুজুকির আর একটি পপুলার বাইক Suzuki GSXR price in Bangladesh এর ও ডিটেইলস স্পেসিফিকেশন এবং রিভিউ পেতে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব এর সাথে থাকুন।

লিখেছেনঃ এম এম কাইফ আনোয়ার কাব্য

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Bajaj Pulsar NS150

Bajaj Pulsar NS150

Price: 0.00

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

View all Upcoming Bikes