SJCAM এখন কিস্তি সুবিধাসহ বাংলাদেশে - গিয়ারএক্স বাংলাদেশ
This page was last updated on 27-Jul-2024 10:19am , By Raihan Opu Bangla
SJCAM পৃথিবীর অন্যতম একটি জনপ্রিয় একশন ক্যাম। এই ক্যামেরাটি এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিস্তি সুবিধার সহ। GearX Bangladesh বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং এক্সক্লুসিভ এক্সেসরিজ শপ। তারা নিয়ে এসেছে SJCAM এ কিস্তি সুবিধা।
SJCAM একশন ক্যামেরা হিসেবে পৃথিবী জুড়ে সমাদৃত, এর অন্যতম কারণ হচ্ছে তারা বাজারের চাহিদার কথা মাথায় রেখে ক্যামেরা গুলো তৈরি করে। বাজারের কথা মাথায় রেখে ক্যামেরা তৈরি এবং কোয়ালিটি নিশ্চিত করা জরুরী একটি একশন ক্যাম তৈরি করার ক্ষেত্রে।
সেই অনুযায়ী SJCAM তাদের ক্যামেরা গুলো তৈরি করে থাকে। তারা শুধু ক্যামেরাই তৈরি করছে তা নয়। তারা দিচ্ছে আফটার সেলস সার্ভিসহ প্রয়োজনীয় সহায়তা এবং এক্সেসরিজ। এছাড়া তারা সময়ের সাথে সাথে তাদের ফিচার্স এবং আইডিয়াতে নিয়ে আসছে নতুন নতুন পরিবর্তন।
SJCAM এর ভিন্ন ভিন্ন ক্যাটাগরির অনেক গুলো মডেলের একশন ক্যাম রয়েছে -
এই একশন ক্যাম গুলো বাজেট ফ্রেন্ডলি এবং সেই সাথে এর ভিডিও কোয়ালিটিও দারুন, আর এর জনপ্রিয়তার এটিও অন্যতম একটি কারণ। যদি আপনি একশন ক্যাম কেনার কথা চিন্তা করে থাকেন তবে SJ আপনার জন্য অন্যতম একটি অপশন হতে পারে।
GearX Bangladesh এই ক্যামেরাতে নিয়ে এসছে দারূন এক অফার। তারা এই ক্যামেরা ও এক্সেসরিজের ক্ষেত্রে দিচ্ছে ০% কিস্তি সুবিধা। এই কিস্তি সুবিধা বাইকারদের সহায়তা করবে যারা কম দামে ভাল একশন ক্যামেরা ক্রয় করতে চান।
SJCAM ক্যামেরার মডেল এবং দাম
Model | Price |
---|---|
SJ10 Pro Action (Black) | 20500 |
SJ8 Pro | 17000 |
SJ6 Series | 11000 |
প্রতিটি ক্যামেরা ফিচার্স এবং স্পেসিফিকেশন আলাদা। এছাড়া সময়ের সাথে এতে নানা ধরনের নতুন ফিচার্স যুক্ত করা হয়েছে। আর এই ক্যামেরা অপারেট করাও অনেক সহজ। অপর দিকে শুধু মাত্র একশন ক্যাম নয় এর সাথে নিয়ে আসা হয়েছে কিছু এক্সেসরিজ।
ক্যামেরার জন্য রয়েছে একটি ওয়াটার প্রুফ পাওয়ার ব্যাংক যার দাম হচ্ছে ১৫০০/- টাকা, আছে একটি মাইক্রোফোন যার দাম হচ্ছে ১৫০০/- টাকা এবং একটি টেলিসিন হেলমেট স্ট্র্যাপ যার দাম হচ্ছে ৭০০/- টাকা। তাই যদি কেউ এই সিজনে নতুন একশন ক্যাম ক্রয় করতে আগ্রহী হন তবে তাদের জন্য এই কিস্তি সুবিধা অনেক সহায়তা করবে নতুন একশন ক্যাম ক্রয়ের ক্ষেত্রে।