Roadmaster Rapido 165 আসছে খুব শীঘ্রই !!!

This page was last updated on 03-Jan-2023 03:10pm , By Saleh Bangla

রোডমাস্টার বাংলাদেশী মোটরসাইকেল কোম্পানি গুলোর মধ্যে অন্যতম । তারাই একমাত্র কোম্পানি যা মেইড ইন বাংলাদেশ ট্যাগ ব্যবহার করে থাকে । রোডমাস্টারের অনেক গুলো কমিউটার এবং স্পোর্টস সেগমেন্টের বাইক রয়েছে । তাদের নেকেড স্পোটর্স বাইকের মধ্যে জনপ্রিয় হচ্ছে Roadmaster Rapido 150ঢাকা বানিজ্য মেলা ২০১৯ শুরু হয়েছে কিছু দিন আগে । এই মেলায় তারা নিয়ে এসেছে এর ১৬৫সিসি সেগমেন্টের স্পোর্টস বাইক । বাইকটি হচ্ছে  Roadmaster Rapido 165

 roadmaster rapido 165 in bangladesh শুনে মনে হতে পারে এটি র‍্যাপিডো ১৫০ এর স্পোর্টস ভার্সন, আসলে তা নয় । এটি সম্পূর্ন নতুন মোটরসাইকেল । বাইকটি ১৬০সিসি সেগমেন্টে রোডমাস্টারের নতুন বাইক । আপনার মনে আসতে পারে বাইকটির নাম র‍্যাপিডো কেন? কারণ রোডমাস্টার র‍্যাপিডো স্পোর্টস সেগমেন্টেড বাইক ।

Roadmaster Rapido Test Ride Review 


roadmaster rapido 165 sports bike in bangladesh চলুন দেখে নেয়া যাক এই বাইকটি কেমন । বাইকটি দেখতে পুরোপুরি স্পোর্টি । এর লুকস এবং স্টাইল পুরোটাই এগ্রেসিভ, যা আপনাকে প্রথম দেখাতে ইমপ্রেস করবে । সামনের দিক থেকে দেখলে আপনার মনে হতে পারে এটি জিপিএক্স ডেমন এর মত । roadmaster rapido 165 engineRoadmaster Rapido 165 এ এর ইঞ্জিন নিয়ে যদি কথা বলি তবে, বাইকটিতে দেয়া হয়েছে ১৬৪.৭সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, এয়ার কুল্ড ইঞ্জিন । ইঞ্জিন থেকে প্রায় ২০.৫বিএইচপি @ ৮০০০ আরপিএম এবং ১৯.৫ এনএম টর্ক @ ৬০০০ আরপিএম শক্তি উৎপন্ন করতে পারে । বুঝতেই পারছেন বাইকটি কতটা পাওয়াফুল একটী বাইক । এই পাওয়ার ট্রান্সফার করার জন্য ৫ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে ইঞ্জিনের সাথে । roadmaster rapido 165 usd suspension এবার কথা বলা যাক টায়ার এবং সাসপেনশন নিয়ে । সামনের দিকে তারা দিয়েছে ইউএসডি(আপ সাইড ডাউন সাসপেনশন) সাসপেনশন এবং রেয়ার সাসপেনশন হচ্ছে মনো-শক স্প্রিং। সামনে এবং পেছনে টায়ার হচ্ছে ১১০/১৭ এবং ১৪০/১৭ । টায়ার দুটি টিউবলেস টায়ার । আশা করা যায় এই চাকার কারনে বাইকটির কন্ট্রোলিং ও কর্নারিং করতে ভাল লাগবে । rapido 165 front disc brake   বাইকটি সাইজে একটু বড়সড় । এর লেন্থ হচ্ছে ১৯২৫মিমি, প্রস্থ হচ্ছে ৭৫০মিমি এবং উচ্চতা হচ্ছে ১০৭৫মিমি । Roadmaster Rapido 165 এর হুইল বেস হচ্ছে ১৩২০মিমি । এর সিট হাইট ৭৫০মিমি । বাইকটির স্পিডোমিটারটি পুরোপুরি ডিজিটাল । স্পিডোমিটারে রয়েছে রেভ কাউন্টার, স্পিড, গিয়ার, ফুয়েল গেজ, ঘড়ি এবং অন্যান্য ওয়ানিং লাইটস । roadmaster rapido 165 speedometerRoadmaster Rapido 165 পুরোপুরি ফিচার্ড বাইক । সামনে রয়েছে এলইডি প্রোজেকশন হেডলাইট । আমরা আশা করছি এটি রাতের রাইডে ভাল ফিডব্যাক দেবে । টেইল লাইটস এবং সাইড ইন্ডিকেটর গুলোও এলইডি । সামনে এবং পেছনে দুই জায়াগাতেই ডিস্ক ব্রেক দেয়া হয়েছে । এছাড়া র‍্যাপিডো ১৫০ এর মত এতেও সিবিএস( কম্বি ব্রেক সিস্টেম ) দেয়া হয়েছে । এর ফুয়েল ট্যাঙ্কে প্রায় ১৪ লিটার ফুয়েল নেয়া যায় । rapido 165 এই বাইকটি রোডমাস্টারের স্পোর্টস সেগমেন্টের অন্যতম বাইক হবে । এছাড়া বাইকটি মোটরসাইকেল মার্কেটে দারুন প্রভাব ফেলবে বলে আশা করা যায় । আমরা জানতে পেরেছি বাইকটির দাম ১৭০০০০ - ১৯০০০০ টাকা পর্যন্ত হতে পারে । তবে দেখা যাক কি হয় । ধন্যবাদ সবাইকে ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Bajaj Pulsar NS150

Bajaj Pulsar NS150

Price: 0.00

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

View all Upcoming Bikes