Hero বাইক কিনুন গাড়ি জিতুন - হিরোর আকর্ষনীয় অফার !
Published On 05-Oct-2021 09:19pm , By Shuvo Bangla
২ অক্টোবর থেকে দেশজুড়ে চলছে হিরো বাইক মেলা। ২ অক্টোবর থেকে হিরো বাইক কিনলে পাচ্ছেন আকর্ষণীয় কিছু উপহার । এখন থেকে হিরো বাইক কিনে আপনিও হয়ে যেতে পারেন একটি গাড়ির মালিক !
Hero বাইক কিনুন গাড়ি জিতুন - হিরোর আকর্ষনীয় অফার
হিরোর অনুমোদিত শোরুম থেকে বাইক কিনলেই পাচ্ছেন প্রতি সপ্তাহে একটি করে ১৪০৫ সিসি TATA INDIGO গাড়ি জেতার সুযোগ! এছাড়াও নির্দিষ্ট হিরো বাইকে সর্বোচ্চ ৯,৫০০/- টাকা পর্যন্ত ছাড় এবং নিশ্চিত হিরো ব্র্যান্ডের আকর্ষণীয় ছাতা উপহার তো রয়েছেই!
Hero Thriller 160R First Impression Review
https://www.youtube.com/watch?v=ECdyIvQbiH0&t=13sHero Thriller 160R বাইক কিনলে পাচ্ছেন নিশ্চিত টেলিভিশন এবং সপ্তাহে একটি করে গাড়ি !
Hero Thriller 160R কিনলেই পাচ্ছেন নিশ্চিত ৩২ ইঞ্চি LED টেলিভিশন ফ্রি! এবং প্রতি সপ্তাহে একটি করে গাড়ি জেতার সুযোগ তো রয়েছেই । অফার চলাকালীন সময়ে , কর্পোরেট কাস্টমারও পেতে পারেন এই সুযোগ।
যাদের Hero Thriller 160R বাইকটি পছন্দ তারা আর অপেক্ষা না করে এখনই চলে যান হিরো বাংলাদেশ এর অফিসিয়াল শোরুমে । আপনার পছন্দের বাইকের সাথে ৩২ ইঞ্চি টেলিভিশন তো নিশ্চিত পাচ্ছেন এবং সাথে গাড়ি জেতার সুবর্ণ সুযোগ তো রয়েছেই ।
অফারটি পেতে চলে যান আপনার নিকটস্থ হিরো বাংলাদেশ এর অফিসিয়াল শোরুমে ক্রয় করুন আপনার পছন্দের বাইকটি হয়তো আপনিও হতে পারেন ভাগ্যবান গাড়ি বিজয়ী! প্রাইজ ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে চোখ রাখুন হিরো বাংলাদেশের ফেসবুক পেইজে।