Hero Passion Xpro Xtec টেস্ট রাইড এক্সপেরিয়েন্স
Published On 06-Aug-2022 03:10pm , By Raihan Opu Bangla
হিরো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইন্ডিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড। হিরো বাংলাদেশ কিছু দিন আগেই লঞ্চ করেছে Hero Passion Xpro Xtec। মাত্র কয়েক দিন আগেই Hero Bike তাদের কাস্টোমারদের জন্য আয়োজন করেছিল Hero Passion Xpro Xtec টেস্ট রাইড এক্সপেরিয়েন্স।

কয়েক মাস আগে হিরো বাংলাদেশে লঞ্চ করেছে Hero Passion Xpro Xtec। কমিউটার সেগমেন্টের জন্য হিরো বাংলাদেশে বেশ জনপ্রিয়। তাই হিরো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোট সাইকেল ব্র্যান্ড। তবে কমিউটার সেগমেন্টে হিরো সবার চেয়ে এগিয়ে রয়েছে।
Hero Passion Xpro Xtec হিরো মটোকর্প লিমিটেড সম্প্রতি সম্পূর্ন নতুন ভাবে এবং নতুন ডিজাইনের সাথে লঞ্চ করেছে। বাইকটি কমিউটার সেগমেন্টের এন্ট্রি লেভেল বাইক। তবে এই বাইকটি সম্পূর্ন নতুন ভাবে ডিজাইন ও স্টাইলিং করা হয়েছে।

হিরো এই বাইকটিতে দিয়েছে ১০৯সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, এয়ার কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে 9.3 Bhp @ 7500 RPM 9 NM @ 5500 RPM পর্যন্ত শক্তি উৎপন্ন করতে সক্ষম।

নতুন এই বাইকটি হিরো নতুন ডিজাইন, স্টাইল, ও ফিচার্স দিয়ে লঞ্চ করেছে। বাইকটিতে সামনের দিকে দেয়া হয়েছে হাড্রোলিক ডিস্ক ব্রেক, এবং পেছনে দেয়া হয়েছে ড্রাম ব্রেক। বাইকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর স্পিডোমিটার। স্পিডোমিটারটি সম্পূর্ন রূপে ডিজিটাল মিটার।
বাংলাদেশের কয়েকটি স্থানে হিরো তাদের এই টেস্ট রাইড এক্সপেরিয়েন্স আয়োজন করে ছিল। কাস্টোমার তাদের এই নতুন বাইকটি টেস্ট রাইড করে এক্সপেরিয়েন্স নিতে পেরেছেন। এছাড়া বাইকটি সম্পর্কে আরও জানতে হিরো শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।