Hero Hunk (DD) ইউজার রিভিউ - মিনহাজুর হাসান | বাইকবিডি

This page was last updated on 13-Jul-2024 06:32pm , By Ashik Mahmud Bangla

আমি দীর্ঘ ১ বছর যাবত Hero Hunk (DD) বাইকটি ব্যবহার করছি । এর আগে আমি টিভিএস এপাচি আরটিআর রাইড করতাম । আমার এপাচি থেকে হাংক এ শিফট হওয়ার একটাই কারন ছিল আমার বন্ধু । আমার এপাচি আরটিআর কেনার কিছু দিন পরেই আমার বন্ধু হাংক বাইকটা কেনে । একদিন টেস্ট রাইড দেয়ার পর আমি তো পুরাই ফিদা হাংক এর উপর । ঠিক সেই দিনই ডিসিশন নেই যে Hero Hunk (DD) কিনব ।

hero-hunk-dd-user-review

২০১৮ তে আমার এপাচি আরটিআর বিক্রি করে Hero Hunk (DD) কিনি । এই পর্যন্ত আমি বাইকটি ১০০০০+ চালিয়েছি । এর রেডি পিকাপ ভাল না হলেও রেডি পিকাপ এর কোন দিক থেকেই খারাপ না ।আমি এর টপ স্পিড পেয়েছি ১১৭ কিমি প্রতি ঘন্টা। যা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে ।

hero-hunk-price-in-bangladesh

 বাজেটের কথা চিন্তা করলে এর থেকে ভাল বাইক আছে বলে আমার মনে হয় না । হাংক এর সবথেকে ভাল দিক হচ্ছে এর ওজন ১৪৭ কেজি । এর মাইলেজ আমি সিটিতে ৪২-৪৩ কিমি এবং হাইওয়েতে ৪৬+ পেয়েছি । পিলিয়ন নিয়ে ২০০+ কিমি চালিয়েছি ।এর পর থেকেই এর উপর আমার ভালবাসা আরো বেড়ে গিয়েছে । ২০০+ রাইড করার পরেও আমি কোনো ব্যাক পেইন অনুভব করিনি । 


hero-hunk-mileage


এর ডাবল ডিস্ক ব্রেক এক কথাই অসাধারণ । কিন্তু এর চাকা অন্য ১৫০ সিসি বাইকের তুলনায় অনেক চিকন । শুকনো রাস্তায় তেমন সমস্যা হইনা। তবে বৃষ্টির সময় ভেজা রাস্তায় হার্ড ব্রেক করলে পিছনের চাকা স্কিড করে। ভালো রাইডার হলে আমার মনে হয় তেমন একটা প্রব্লেম ফেইস করতে হবে না । ৫.৬"+ হাইটের বাইকার দের জন্য হাংক পারফেক্ট । তবে এর থেকে কম হাইটের বাইকার দের হাংক না কেনার পরামর্শ রইল । এখন আসি বাজেটের দিকে খেয়াল করলে Hero Hunk (DD) বাইকটি কেমন?

 ভাল দিকঃ

  • ১,৮০,০০০ টাকার মধ্যে বেস্ট চয়েজ।(পেপারস সহ)
  • এর ওজন ১৪৭ কেজি।
  • মাইলেজ ৪৫+ কিমি।
  • সাউন্ড লেস Engine.
  • টপ স্পিড ১১৭ কিমি ঘন্টা।
  • সাসপেন্সন অনেক সফট।
  • লং রাইডের জন্য বেস্ট।

hero-hunk-mileage

 এবার খারাপ দিকঃ

  • চাকা খুব চিকন। যা বাইকের তুলনায় মানাসই না।
  • হেড লাইট আলো কম।
  • হর্ন খুব কম সাউন্ড প্রোডিউস করে।
  • লং রাইডের সময় ইন্জ্ঞিন হিট হলে সাউন্ড পরিবর্তন হয়ে যাই।

তো এই ছিল আমার নিজের ইউজার এক্সপেরিয়েন্স । ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন । 

ধন্যবাদ।   


লিখেছেনঃ মিনহাজুর হাসান   

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।