Generic Cafe Racer 165 রমজান অফার - ২ বছরের রেজিস্ট্রেশন ফি ফ্রী
Published On 07-Apr-2022 12:12pm , By Raihan Opu Bangla
স্পীডোজ লিমিটেড বাংলাদেশে Generic Café Racer 165 এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। স্পীডোজ লিমিটেড এই ক্যাফে রেসার বাইকটির জন্য নিয়ে এসেছে এক দারূণ অফার এবং বাইকটির বর্তমান দাম হচ্ছে ১,৯৯,৯০০ টাকা।

স্পীডোজ লিমিটেড Generic Café Racer 165 বাইকটি ক্রয়ে দিচ্ছে ২ বছরের রেজিস্ট্রেশন ফি ফ্রী। এই অফারটি চলবে পুরো রমজান মাস জুড়ে।
Generic Café Racer 165 বাইকটি বর্তমানে বাংলাদেশের অন্যতম স্টাইলিশ ক্যাফে রেসার বাইক। এই বাইকটি বাংলাদেশের রাস্তায় দুই বছরেরও বেশি সময় ধরে চলছে।

এই বাইকটিতে দেয়া হয়েছে ১৬৪সিসি ওয়েল কুল্ড ইঞ্জিন, যা থেকে 15 BHP @ 8000 rpm এবং 14 Nm @ 6500 rpm টর্ক শক্তি উৎপন্ন করতে সক্ষম। বাইকটি এই রেঞ্জে অন্যান্য বাইকের থেকে বেশ শক্তিশালী একটি ক্যাফে রেসার। বাইকটি থেকে ৩০-৩৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

Generic Cafe Racer 165 First Impression
এছাড়া এই বাইকটিতে দেয়া হয়েছে বেসিক মাল্টিপল ক্লাচ সিস্টেম। আরে গিয়ার ট্রান্সমিশনের জন্য এতে যুক্ত করা হয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। এই বাইকটির টপ স্পিড হচ্ছে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
এই রমজানে জেনেরিক ক্যাফে রেসার ১৬৫ বাইকটি ক্রয় করে পেয়ে যাবেন ২ বছরের রেজিস্ট্রেশন ফি ফ্রী। এর সাথে কাস্টোমার আরও পেয়ে যাবেন ৪টি ফ্রী সার্ভিস এবং ২ বছর বা ২০,০০০ কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি।
যদি আপনি একজন ক্যাফে রেসার লাভার হয়ে থাকেন, তবে Generic Café Racer 165 এর রমজান অফারটিতে আপনি ক্রয় করে নিতে পারেন সবচেয়ে স্টাইলিশ একটি ক্যাফে রেসার বাইক। ধন্যবাদ।