Cox’s Bazar Riding Fiesta 2019 - ইভেন্টের বিস্তারিত । বাইকবিডি

This page was last updated on 15-Jul-2021 11:19am , By Ashik Mahmud Bangla

Cox’s Bazar Riding Fiesta 2019 হচ্ছে সম্প্রতি শেষ হওয়া বাইকারদের জন্য অন্যতম বড় একটি ইভেন্ট । এই ইভেন্টটির মুল হোস্ট ছিল YRC-Yamaha Riders Club তাদের সাথে সহযোগিতায় ছিল ACI Motors Ltd । যেসব বাইকার এই ইভেন্টটিতে অংশ গ্রহন করেছেন তারা অনেক দিন পর্যন্ত এই ইভেন্টটি মনে রাখবেন । চলুন দেখে নেয়া যাক Cox’s Bazar Riding Fiesta 2019 তে কি কি হয়েছিল ।

  coxs bazar riding fiesta 2019 

এই ইভেন্টটিতে রেজিস্ট্রেশন শুরু হবার পর থেকে 750+ বাইকার ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন করে ছিলেন এবং এই ইভেন্টে আনঅফিশিয়ালি অংশ গ্রহন করেছেন ৫৫০ জন বাইকার । আমাদের টিম যখন রাইডিং করছিল তাদের চোখে পরেছে অনেক বাইকার এই রাইডিং ফিয়েস্তাতে অংশ গ্রহনের জন্য রওনা হয়েছে । বেশির ভাগ বাইকার ঢাকা এবং চট্টগ্রাম থেকে এই ইভেন্টে অংশ গ্রহন করেছে । এছাড়া উত্তর বঙ্গের জেলা পঞ্চগড় থেকে ৫০০-৬০০ কিলোমিটার রাইড করে এসেছেন । অন্য দিকে বরিশাল খুলনা রাজশাহী থেকেও অনেক বাইকার এখানে অংশ গ্রহন করেছেন ।

Cox’s Bazar Riding Fiesta 2019| প্রথম দিন

রাইডিং ফিয়েস্তার প্রথম দিন কক্স-বাজার নয় হাইওয়েতে হয়েছিল । মুলত ঢাকা থেকে রাইডিং ফিয়েস্তায় অংশ গ্রহনের জন্য রাইডাররা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্স-বাজারের উদ্দেশ্য রওনা হয় । বাইকারদের জন্য কুমিল্লাতে একটা সার্ভিস স্টেশন করা হয়, যাতে করে রাইডাররা তাদের বাইকটির কোন সমস্যা হলে সেটা সার্ভিস করিয়ে নিতে পারেন ।

  beach football 

এরপরের সার্ভিস স্টেশন হচ্ছে চট্টগ্রামের লোহাগড়াতে । এখানের বাইকারদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা ছিল ও তাদের বাইক সার্ভিস, টিউনিং করেছেন । রাইডারদের এরপর পরবর্তি ও শেষ স্টেপ ছিল কক্স-বাজার । কক্স-বাজারে হোটেল চেক-ইন শুরু হয় বিকেল ৩ টা থেকে, বেশির ভাগ বাইকার ই রাতের খাবারের আগে হোটেলে পৌছে যান । প্রথম দিনের ইভেন্টের প্রোগ্রাম শেষ হয় রাইডারদের হোটেল চেক ইন, রাতের খাবার, ও নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ।

Cox’s Bazar Riding Fiesta 2019| দ্বিতীয় দিন

রাইডিং ফিয়েস্তার দ্বিতীয় দিন মানে ৬ ডিসেম্বর পুরো প্রোগ্রাম শুরু হয় । মুলত এই দিনেই রাইডিং ফিয়েস্তার মেইন ইভেন্ট গুলো শুরু হয় । বাইকাররা সকালের নাস্তা শেষ করেন নিজ নিজ হোটেলে, এরপর তারা সমুদ্র সৈকতে চলে যান যেখানে তাদের জন্য অনেক গেমস এর আয়োজন করা হয় । সেখানে ছেলেদের জন্য বিচ ভলিবল ও ফুটবল খেলার ব্যবস্থা করা হয় । 

coxs bazar riding fiesta 2019 yrc 

জুম্মার পর ৩ঃ৩০ মিনিটে কক্স-বাজার রাইডিং ফিয়েস্তা ২০১৯ অফিশিয়ালি উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার সুব্রত রঞ্জন দাস, কক্স-বাজার জেলা পুলিশ সুপার এবং কক্স-বাজার টুরিস্ট পুলিশ সুপার উপস্থিত ছিলেন । এরপর ইভেন্টে আগত বাইকারদের জন্য ছিল নানা ধরনের গেমসের ব্যবস্থা । এছাড়া ছিল হ্যাংআউট, বিচ স্পোর্টস, ফায়ার শো, ডান্স শো, কালচারাল প্রোগ্রাম এবং জনপ্রিয় আর্টিস্টদের লাইভ কনসার্ট । সন্ধ্যার পর বাইকারদের জন্য ছিল অভিজ্ঞতা শেয়ারিং সেশন, যেখানে বাইকাররা তাদের বাইকিং নিয়ে অনেক অভিজ্ঞতা শেয়ার করেন । এছাড়া তারা ইভেন্ট ও আয়োজন সম্পর্কে তাদের অভিজ্ঞতা বর্ননা করেন । দ্বিতীয় দিন শেষ হয় বাইকারদের ডিনার ও পরবর্তি দিনের আয়োজনের অপেক্ষা নিয়ে । বাইকাররা তৃতীয় দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিল ।

  dance show

Cox’s Bazar Riding Fiesta 2019| তৃতীয় দিন

বাইকারদের তৃতীয় দিন শুরু হয় সকালের নাস্তা দিয়ে । যেখানে বাইকাররা দুপুর তিনটা পর্যন্ত নিজেদের মত অবসর যাপন করেন । এরপর ইনানী বিচে তাদের ইভেন্ট শুরু হয় । সেখানে তাদের ফটোসেশন সহ অনেক ধরনের এক্টিভিটিস হয় । লেডি বাইকারদের জন্য কয়েকটি গেমস শো এর ব্যবস্থা ছিল । সবচেয়ে আকর্ষণীয় ছিল দড়ি টানাটানির খেলা । সবশেষে চ্যাম্পিয়নদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠান হয় ।

  bangladeshi miles 

সূর্যাস্তের পর সবাইক হোটেল সীগাল এ উপস্থিত হয় পরবর্তি প্রোগ্রামের জন্য । শেষের এই প্রোগ্রামে ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের লাইভ কনসার্ট, ডিজে শো এবং ডান্স শো । ইভেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে আতশবাজি ফুটানোর মাধ্যমে । এর পরদিন বাইকাররা সকাল বেলা নাস্তা শেষ করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্য রওনা হন । অনেক বাইকার দেশের অন্য প্রান্ত থেকে এই ইভেন্টে যোগ দান করেন ।

  fireworks

Cox’s Bazar Riding Fiesta 2019 খুব সফলতার সাথেই শেষ হয় । এতে প্রমান হয় যে বাংলাদেশেও বাইকারদের জন্য আন্তর্জাতিক মানের বাইকিং ইভেন্ট করা সম্ভব । এই ইভেন্টের সফলতা অন্যান্য সবাইকে আগ্রহী করে তুলবে এই ধরনের ইভেন্ট আয়োজনে । 

ধন্যবাদ ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

Honda Shine 100

Honda Shine 100

Price: 107000.00

QJ SRK 250 RR

QJ SRK 250 RR

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

Qj motor srk 250

Qj motor srk 250

Price: 0.00

GPX Demon GR200R

GPX Demon GR200R

Price: 0.00

View all Upcoming Bikes