Apollo Tyre বাংলাদেশে নিয়ে এসেছে নতুন টায়ার মডেল Tramplr (ট্রাম্পলার)

This page was last updated on 01-Aug-2024 11:31am , By Raihan Opu Bangla

মোটরসাইকেলের অন্যতম গুরুত্বপূর্ন পার্টস হচ্ছে টায়ার। মুলত রাস্তার অবস্থান ও রাইডিং এর উপর নির্ভর করে মোটরসাইকেলের টায়ার নির্ধারণ করা হয়ে থাকে। সম্প্রতি বাংলাদেশে এপোলো টায়ার বাংলাদেশ অফ রোড এবং অন রোড দু জায়গাতেই স্বাচ্ছন্দে রাইড করা যায় এমন একটি টায়ার মডেল নিয়ে এসেছে। এপলো এর এই মডেলটি হচ্ছে Tramplr।

Apollo Tyre Bangladesh

apollo-tramplr-xr-in-bangladesh

বর্তমানে এপোলো টায়ার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টায়ার। তারা বাংলাদেশে নতুন একটি টেম্পলার মডেলের টায়ার নিয়ে এসেছে। এই মডেলের দুটি ভার্সন রয়েছে একটি হচ্ছে Tramplr XR এবং অপরটি হচ্ছে Tramplr ST। 

এখন প্রশ্ন আসতে পারে এই মডেলটির বিশেষত্ব কি বা এই মডেলের মধ্যে কি ইউনিক দেয়া হয়েছে যা অন্য কোন টায়ারে নেই। যেহেতু টায়ার বাইকের অনেক গুরুত্বপূর্ন একটি পার্টস তাই এর স্থায়ীত্ব, গ্রিপ, রাস্তার পারফর্মেন্স অনেক বেশি গুরুত্ব পেয়ে থাকে। 

তবে ট্রাম্পলার মডেলটি মুলত ডুয়েল পারপাস বা দু জায়গাতে চলার উপযোগী করে তৈরি করা হয়েছে। আপনি অফ রোড বা অন রোড দু জায়গাতেই স্বাচ্ছন্দে যেন রাইড করতে পারেন সেই ভাবে এই টায়ার তৈরি করা হয়েছে। 

প্রথমেই ট্রাম্পলার এসটি (Tramplr ST) ভার্সনটি নিয়ে কথা বলা দরকার। এই ভার্সনটি মুলত যারা শহরে রাইড করে থাকেন তাদের জন্য একদম উপযোগী একটি টায়ার। এই টায়ারটি মুলত শহরে বা হাইওয়েতে রাইড করা উদ্দেশ্য নিয়ে ডিজাইন করা হয়েছে।

apollo-tramplr-tyre-in-bangladesh

তবুও চাইলে আপনি এটি অফরোডে ব্যাপার করতে পারবেন। কারণ এই ট্রাম্পলার এসটি টায়ারটির ৭০ শতাংশ ডিজাইন শহর বা হাইওয়েতে রাইডিং এর উপযোগী এবং বাকি ৩০ শতাংশ অফ রোড এর জন্য উপযোগী। 

এই ভার্সনটি আপনার শহরের জন্য উপযোগী হলেও অফ রোডের ক্ষেত্রেও আপনাকে বেশ ভাল একটি ফিডব্যাক প্রদান করবে। টায়ারটি বিশেষ কিছু ফিচার্স রয়েছে – 

  • স্ট্রেগডট সেন্ট্রাল থ্রেড ব্লক, যা আপনাকে রাস্তায় ভাল গ্রিপ ও ব্যালেন্স প্রদান করবে
  • রাইজিং গ্রুভস, এটি আপনাকে বাইকের এক্সেলারেশনে অনেক সহায়তা করে। আপনি রাইডিং এর সময়ে এটা অনুভব করবেন। 
  • ওপেন ক্রস গ্রুভ, এই ফিচার্সটি অনেক বেশি কার্যকরী একটি ফিচার্স। এটি মুলত ভেজা রাস্তায় আপনার টায়ারটির গ্রিপ এবং যেন স্লিপ না করেন সেই দিকে লক্ষ্য রেখে ডিজাইন করা হয়েছে। এতে করে টায়ারে পানি বা কাদামাটি বেশি সময় লেগে থাকবে না। 
  • অল্টারনেট লার্জ ব্লকস, যারা কর্ণারিং পছন্দ করেন তাদের জন্য এই ফিচার্সটি দারূণ একটি ফিচার। কর্ণারিং এর সময় বাইকটিকে ব্যালেন্স রাখতে সহায়তা করবে। 

তো বুঝতেই পারছেন এই ভার্সনটি যারা বেশির ভাগ ক্ষেত্রে শহরে বা হাইওয়েতে রাইড করেন তাদের জন্য এই টায়ারটি অনেক উপযোগী একটি টায়ার হবে। 

আবার এই মডেলের অন্য ভার্সনটি হচ্ছে ট্রাম্পলার এক্সআর (Tramplr XR) মডেল। এটিও ডুয়েল পারপাস টায়ার। আপনি অফরোড বা অন রোড দু জায়গাতেই এই টায়ার দিয়ে রাইড করতে পারবেন। 

তবে এখানে টুইস্ট হচ্ছে এই টায়ারটি মুলত অফরোড রাইডিং এর জন্য তৈরি করা হয়েছে। ঠিক এসটি এর মত এটিও ৭০ শতাংশ অফ রোড এবং বাকি ৩০ শতাংশ অন রোডে চলার মত করে ডিজাইন করা হয়েছে। বলা যায় আপনি অফ রোডে বেশি রাইড করলে এটি টায়ারটি আপনার জন্য অনেক ভাল একটি টায়ার হবে। 

apollo-tramplr-st-in-bangladesh

বাংলাদেশের রাস্তা সাধারণত স্মুথ নয় তাই Tramplr XR টায়ারটি আপনি চাইলে শহরের রাস্তাতেও আরামে রাইড করতে পারবেন। এছাড়া এই টায়ারটির বিশেষ কিছু ফিচার্স রয়েছে যা একে ইউনিক করে তুলেছে। ফিচার্স গুলো হচ্ছে – 

  • ডাব্লিউ শেপড ওপেন গ্রুভস
  • ওপেন ক্রস গ্রুভস
  • অল্টারনেটিভ লার্জ সেন্ট্রাল ব্লকস
  • স্টোন ইজক্টেরস
  • টায়ার লাইফ ইন্ডিকেটর
  • জিরো ডিগ্রী স্টিল বেল্ট

আমরা আশা করছি এই ট্রাম্পলার টায়ার মডেলটি বাংলাদেশের বাইকারদের কাছে জনপ্রিয়তা পাবে। ফিচার্স ও পারফর্মেন্স নিয়ে টায়ারটি নিঃসন্দেহে অনেক এগিয়ে থাকবে। আরও বিস্তারিত জানতে এপলো টায়ারের ফেসবুক পেজ, অথবা অথোরাইজড ডিলারের সাথে যোগাযোগ করুন।

আর বাইক, পার্টস, টায়ার, বাইকিং কমিউনিটির সর্বশেষ খবর, দাম সহ সব কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।