চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে হোন্ডার মেগা ইভেন্ট

This page was last updated on 28-Jul-2021 01:41pm , By Saleh Bangla

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড চট্টগ্রামে আয়োজন করেছে হোন্ডা সিবি হরনেট ১৬০আর এর মেগা ইভেন্ট। এই মেগা ইভেন্টটি ২৭ এবং ২৮ এপ্রিল ২০১৮ তারিখে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। হোন্ডা সিবি হর্নেট ১৬০আর বাইকটি বাংলাদেশে ১৭ ফেব্রুয়ারী ২০১৮ তে লঞ্চ হয়েছিল। বাইকটি বাইকারদের মাঝে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে এবং প্রথম মাসেই বাইকটির ১৫০০ ইউনিট এর মত সেল হয়।

honda accelerating chattogram event>>Click Here For Test Ride Review Of Honda CB Hornet 160R<<

হোন্ডা সিবি হর্নেট ১৬০আর ১৬৩সিসি এর প্রিমিয়াম মোটরসাইকেল। বাইকটিতে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এবং বাইকটি প্রায় ১৫.১ বিএইচপি পাওয়ার এবং ১৪.৭৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটির ইঞ্জিনে যুক্ত করা হয়েছে এইচ ই টি (হোন্ডা ইকো টেকনোলজি) যা বাইকটিকে দেয় ম্যাক্সিমাম পারফর্মেন্স এবং ভালো ফুয়েল এফিশিয়েন্সি। এছাড়া বাইকটিতে আরো আছে কাউন্টার ব্যালেন্স যা বাইকের ইঞ্জিনের উৎপাদিত ভাইব্রেশন কমায়। আমরা টিম বাইকবিডি বাইকটির টেস্ট রাইড করেছি এবং এর উপর টেস্ট রাইড রিভিউ আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি । এই প্রথম হোন্ডা ঢাকার বাইরে এত বড় অনুষ্ঠান করছে । এর আগে হোন্ডা প্রাইভেট লিমিটেড সাতক্ষীরা এবং যশোরে হোন্ডা লিভো এর ইভেন্ট করেছে ।

honda cb hornet 160r test ride>>Click For Latest Price Of  Honda CB Hornet 160R<<

মেগা ইভেন্ট এর বিস্তারিত

বাইকরা এই মেগা ইভেন্ট এ  হোন্ডা সিবি হর্নেট এর টেস্ট রাইড, লাইভ জিমখানা, স্টান্ট শো, হোন্ডা সিবি হর্নেট ১৬০আর মালিকদের এর থ্যাংকস গিভিং, ওয়ারফেজ এর লাইভ কনসার্ট, ডিজে সনিকার শো, কুইজ এবং র‍্যাফেল ড্র তে অংশগ্রহন করতে পারবেন । বর্তমানে হোন্ডা সিবি হর্নেট ১৬০আর এর দাম ১,৯৯,৮০০ টাকা এবং বাইকটি শুধু সিঙ্গেল ডিস্কে পাওয়া যায় । হর্নেট লাভারসরা বাইকের তিন ধরনের কালারে পাবেন সেগুলো নাম হল স্ট্রাইকিং গ্রীন, স্পোর্টস রেড এবং এথেলেটিক ব্লু মেটালিক । honda cb hornet 160r event বাংলাদেশের যে কোন হোন্ডা অথোরাইজড ডিলারস থেকে হোন্ডা সিবি হর্নেট ১৬০আর কিনলে বাইকাররা ২ বছরের অথবা ২০,০০০ কি.মি. ইঞ্জিন এর ওয়ারেন্টি পাবেন । যদি বাইকারদের কাছে নতুন বাইকটি ভাল লাগে তাহলে তারা এই মেগা ইভেন্ট এর ডিলারসদের মাধ্যমে হোন্ডা সিবি হর্নেট ১৬০আর  বুকিং করতে পারবেন । বাইকবিডি হোন্ডা সিবি হরনেট ১৬০ আর এর এই মেগা ইভেন্ট এ  উপস্থিত থাকবে এবং সেখান থেকে বাইকাররা বাইকবিডির স্টিকার সংগ্রহ করতে পারবেন। এই ইভেন্টটি আমাদের জন্যও বেশ আনন্দকর সময় হবে কারন আমরা এখানে ঢাকার বাইরের বাইকারদের সাথে সাক্ষাৎ করতে পারব ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Jialing JH80 PK

Jialing JH80 PK

Price: 0.00

Emma 80

Emma 80

Price: 0.00

View all Sports Bikes