হোন্ডা ঈদ উল ফিতর ক্যাশব্যাক অফার ২০২৩
Published On 08-Apr-2023 01:14pm , By Raihan Opu Bangla
হোন্ডা বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড, বাংলাদেশের মানুষ এখনও মোটরসাইকেল কে হোন্ডা নামেই চেনে। ঈদ উল ফিতর ২০২৩ উপলক্ষ্যে হোন্ডা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক ক্যাশব্যাক অফার।

এই ঈদ উল ফিতর ক্যাশব্যাক অফারে হোন্ডা তাদের মোটরসাইকেলে দিচ্ছে সর্বোচ্চ ৪,০০০ টাকার ক্যাশব্যাক। হোন্ডার এই ক্যাশব্যাক অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হয়েছে।
বাংলাদেশে হোন্ডা মোটরসাইকেল এর লাইন আপে অনেক দারূণ সব মোটরসাইকেল মডেল রয়েছে। যাদের মধ্যে Honda Livo, Honda Dream, Honda Xblade এবং Honda CB Hornet অন্যতম মডেল।

এই ক্যাশব্যাক অফারটি Honda Livo, Honda Dream, Honda Xblade এবং Honda CB Hornet মডেল গুলোর জন্য প্রযোজ্য হবে। এছাড়া হোন্ডার অথোরাইজড শোরুম থেকে এই অফার উপভোগ করা যাবে।
বাংলাদেশে এখনও মানুষ মোটরসাইকেল কে বেশির ভাগ সময় হোন্ডা বলে থাকে। কারণ হোন্ডা পুরো পৃথিবী জুড়ে সমাদৃত একটি ব্র্যান্ড। হোন্ডা মানুষের কাছে প্রিয় হবার অন্যতম কারণ হচ্ছে এর লো কস্ট মেইনটেনেন্স, ইঞ্জিনের রিলায়েবিলিটি এবং কাস্টোমার সার্ভিস।

বর্তমানে বাংলাদেশেই হোন্ডা তাদের মোটরসাইকেল উৎপান করে থাকে। এতে করে হোন্ডার মোটরসাইকেলের দাম অনেকাংশে কমে এসেছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে হোন্ডার মোটরসাইকেলের দাম আরও কমে আসবে।
ক্যাশব্যাক অফার ছাড়া হোন্ডার এই ঈদ উপলক্ষ্যে তাদের বাইকের সাথে দিচ্ছে অনেক ধরনের গিফট। তাই আপনি যদি এই অফারটি উপভোগ করতে চান তবে দ্রুত আপনার কাছাকাছি হোন্ডার শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।