হিরো একাডেমি প্রেজেন্টস - হিরো লার্ন টু রাইড!
Published On 02-Mar-2022 08:15am , By Raihan Opu Bangla
ঢাকা শহরে প্রতিদিনের যাতায়াত অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। ঢাকার জ্যামের কারণে অনেকে এখন বাসে যাতায়াত করেন না। অন্য দিকে কোভিড-১৯ এর কারণে অনেক সেফ রাইডের ক্ষেত্রে বাস এড়িয়ে চলার চেষ্টা করে থাকেন। সেই দিক থেকে টু-হুইলার বেশ সেফ বাহন বলা যায়। আর যারা টু-হুইলার রাইড করতে চান, তাদের জন্য হিরো একাডেমি নিয়ে এসেছে লার্ন টু রাইড ইভেন্ট।

হিরো মোটরসাইকেল বাংলাদেশের অন্যতম জনপ্রিয়, এবং বড় ইন্ডিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড। মুলত কমিউটার মোটরসাইকেলের জন্য হিরো বাংলাদেশে বেশ জনপ্রিয়। অপর দিকে হিরো তাদের লাইন আপ শক্তিশালী করার জন্য Hero Thriller 160R এবং Hero Hunk 150R বাইক দুটি লঞ্চ করে।
যারা বাইক বা স্কুটার চালানো শিখতে চান কিন্তু কোন কারণ বসত শিখতে পারছেন না, তাদের জন্য হিরো একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। হিরো আয়োজন করতে যাচ্ছে লার্ন টু রাইড ইভেন্ট। এই ইভেন্টের মুল লক্ষ্য হচ্ছে সহজে টু-হুইলার রাইড করা।

হিরো লার্ন টু রাইড - রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন
এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে বনানী সোয়াট মাঠে, আগামী ৫ই মার্চ ২০২২ তারিখে। ট্রেইনিং সেশন শুরু হবে সকাল ১০ টায় এবং এটি শেষ হবে বিকাল ৫টায়।

ইভেন্টে অংশ গ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন করে আপনি অংশ নিতে পারবে এবং সহজেই শিখতে নিতে পারবেন স্কুটার বা বাইক রাইডিং।
তাই দেরি না করে বাইক বা স্কুটার রাইডিং শেখার জন্য এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। আমরা আশা করছি যারা সত্যিকার অর্থেই শিখতে চান তারা এই ইভেন্টে অংশগ্রহণ করে উপকৃত হবেন।
এছাড়া হিরো এবং বাইকবিডি আয়োজন করতে যাচ্ছে একটি গিভওয়ে কন্টেস্ট। যাতে আপনি জিতে নিতে পারবেন আকর্ষণীয় একটি উপহার। সেটি হচ্ছে বাইকবিডির টেস্ট রাইড করা হিরো থ্রিলার ১৬০আর বাইকটি।