হিরো ক্যাশব্যাক অফার - সর্বোচ্চ ১০,০০০ টাকার ক্যাশব্যাক
Published On 11-Aug-2022 01:12pm , By Raihan Opu Bangla
হিরো বাংলাদেশ তাদের মোটরসাইকেলের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার। হিরো তাদের মোটরসাইকেলে দিচ্ছে ১০,০০০ টাকার ক্যাশব্যাক অফার।

এছাড়া Hero Bike এই ক্যাশব্যাক ছাড়াও দিচ্ছে ১৮ মাসের কিস্তি সুবিধা। এর সাথে হিরোর মোটরসাইকেল ক্রয় করলেই কাস্টোমার পেয়ে যাবে ৫ বছরের ওয়ারেন্টি।
অপর দিকে হিরো সম্প্রতি উদযাপন করেছে হিরো ডে। এই হিরো ডে উদযাপনের জন্য হিরো তাদের কাস্টোমারদের জন্য আয়োজন করেছে কাস্টোমার কেয়ার সার্ভিস। এটি চলবে আগামী ১০ অগাস্ট থেকে ১৬ অগাস্ট ২০২২ তারিখ পর্যন্ত।

এই কাস্টোমার কেয়ার সার্ভিসে কাস্টোমার পেয়ে যাবেন সার্ভিসের ক্ষেত্রে ১০ পারসেন্ট এবং স্পেয়ার পার্টস এর ক্ষেত্রে ৫ পারসেন্ট ডিস্কাউন্ট।
সম্প্রতি হিরো তাদের প্রোডাক্ট লাইন আপে নতুন ভাবে যুক্ত করেছে Hero Passion Xpro Xtec। এই বাইকটি হিরো নতুন ভাবে লঞ্চ করেছে। হিরো এই বাইকটি কাস্টোমারদের এক্সপেরিয়েন্সদের জন্য আয়োজন করে রাইডিং এক্সপেরিয়েন্স।

হিরো এই বাইকটি সম্পূর্ন নতুন ভাবে লঞ্চ করেছে। এই বাইকটি তারা সম্পূর্ন নতুন ভাবে ডিজাইন, স্টাইল, ফিচার্স সহ লঞ্চ করেছে।
বাইকটি ১১০সিসি সেগমেন্টে অন্যান্য বাইকের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে। কারণ এতে নতুন অনেক ফিচার্স দেয়া হয়েছে, সেই সাথে ডিজাইন, স্টাইল, লুকস, একে এই সেগমেন্টে অন্য বাইক গুলোর থেকে আলাদা ও ইউনিক করে তুলেছে।
প্যাশন এক্সপ্রো এক্সটেঁক এর সামনের দিকে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও রেয়ারে ড্রাম ব্রেক দেয়া হয়েছে। বাইকটি কমিউটার ১১০সিসি সেগমেন্টে সবার চেয়ে অনেক এগিয়ে রয়েছে।
তো হিরোর এই ক্যাশব্যাক অফারে হিরো সর্বোচ্চ ১০,০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে। এই অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনার কাছাকাছি হিরো শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।