হাউজু কেএ১৩৫ ফিচার রিভিউ
This page was last updated on 15-Jul-2024 01:42pm , By Ashik Mahmud Bangla
হাউজু কেএ১৩৫ ফিচার রিভিউ । কর্নফুলী বাংলাদেশ তথা হাউজু মোটরসাইকেল বাংলাদেশ হাউজু কেএ১৩৫ মোটরসাইকেলটি বাংলাদেশের বাজারে এনেছে। এটি একটি কমিউটার ক্যাটাগরী মোটরসাইকেল। তবে এতে কিছু চমৎকার ও স্পোর্টি ফিচার রয়েছে। আর সেসূত্রে মোটরসাইকেলটির বিস্তারিত জানতে আজ আমরা আজ আলোচনায় নিয়ে এসেছি হাউজু কেএ১৩৫ বাইকটি।
হাউজু কেএ১৩৫ ফিচার রিভিউ - ডিজাইন
আলোচিত কেএ১৩৫ মোটরসাইকেলটি পুরোপুরিই একটি কমিউটার মোটরসাইকেল। কিন্তু এই মোটরসাইকেলটি বেশ এনার্জেটিক ও স্পোর্টি একটি লুক ও ডিজাইন নিয়ে এসেছে। এটি নেকেড-স্পোর্ট স্টাইলে তৈরী। ফলে এর লুক ও এ্যাপিয়ারেন্স সাধারন কমিউটার হতে অবশ্যই বেশ কিছুটা ভিন্ন মাত্রার।
কেএ১৩৫ বাইকটি, এ্যারোহেড হেডল্যাম্প, মাসকুলার ট্যাঙ্ক, স্প্লিট-সিট, ও স্পোর্টি বডি-প্যানেলসহ বেশ এ্যাডভান্সড একটি ডিজাইন নিয়ে এসেছে। এর হেডল্যাম্পটি পাইলট ল্যাম্প, মাল্টিশেড হাউজিং, আর হেডটপ-ডেন্টসহ বেশ এ্যাগ্রেসিভ ডিজাইনের। আর এর ওডোটিও বেশ কম্প্যাক্ট ও এটি একটি ফুল্লি-ডিজিটাল ইউনিট।
বাইকটির ফুয়েলট্যাঙ্ক অনেকটাই বড় আকারের। এর উপরের দুপাশে চমৎকার দুটি ডেন্ট রয়েছে। এছাড়াও এর দুপাশের বাড়তি দুটো ট্যাঙ্ক-কাওলিং রয়েছে যা চমৎকার একটি স্পোর্টি লুক এনে দিয়েছে। আর এরইসাথে সাইডপ্যানেলগুলোতেও মানানসই গ্লোসি ও ম্যাট ফিনিশ দেয়। আর স্প্লিট-সিটসহ এর টেইলটি অনেকটাই ধারালো চেহাড়ার।
এছাড়াও মোটরসাইকেলটিতে চমৎকার কালার ও শেডের সমন্বয় ঘটানো হয়েছে। এর ডাবল-হর্ন গ্র্যাবরেইল, একজষ্ট হিট-মাফলার, মাডগার্ড, সবই এর স্পোর্টি প্রফাইলের সাথে মানানসই। আর বাড়তি হিসেবে রয়েছে ক্র্যাশগার্ড, শাড়িগার্ড, প্রভৃতি; যা এতে বাড়তি কমিউটিং সুবিধা দিয়েছে।
ফ্রেম, হুইল, ব্রেক, ও সাসপেনশন সিষ্টেম
হাউজু কেএ১৩৫ মোটরসাইকেলটি একটি স্টিল ফ্রেমে তৈরী। এর দুই চাকাতেই রয়েছে এ্যালয়-রিম ও টিউবলেস টাইপ টায়ার। তবে এর টায়ারগুলো ন্যারো-প্রফাইলের টায়ার। ফলে এগুলি ফুয়েল সাশ্রয়ে ও দ্রুত এক্সিলারেশনে সহায়তা করে।
বাইকটির সামনের চাকায় রয়েছে ২৭০মিমি সাইজের হাইড্রলিক ডিস্ক ব্রেক। আর এর পেছনে রয়েছে ড্রাম-টাইপ ব্রেক। এর সামনের সাসপেনশন টেলিস্কোপিক ফর্ক টাইপ। আর পেছনে রয়েছে এক্সটার্নাল স্প্রিং লোডেড ডাবল সাসপেনশন।
রাইডিং ও কন্ট্রোলিং ফিচার
হাউজু কেএ১৩৫ মোটরসাইকেলটিতে বেশ আরামদায়ক কমিউটিং ফিচারের সমন্বয় করা হয়েচে। এর রাইডিং স্টাইল পাইপ হ্যান্ডেলবার ও অন্যান্য কন্ট্রোল লিভারসহ পুরোপুরি আপরাইট। এর সিটটা স্প্লিট, তবে রাইডার ও পিলিয়নের জন্যে বেশ সুপরিসর জায়গা নির্দেশ করে।
সেইসাথে এর গ্র্যাবরেইল, শাড়িগার্ড, ক্র্যাশগার্ড প্রভুতি বিভিন্ন অবস্থায় বাড়তি কমিউটিং সুবিধা প্রদান করে। আর ১৮” সাইজের চাকা ভালো খারাপ যেকোন রাস্তায় বাড়তি সুবিধা দেয়। তবে সবমিলিয়ে ১২৬কেজির এই হালকা ওজনের বাইকটির রাইডিং ও হ্যান্ডেলিং বেশ সহজ করা হয়েছে।
ইঞ্জিন ও পারফর্মেন্স
হাউজু কেএ১৩৫ মোটরসাইলকেলটিতে ব্যাবহার করা হয়েছে 57.5mmX52.5mm বোর ও স্ট্রোক এর একটি ১৩৫সিসির ইঞ্জিন। এটি একটি সিঙ্গেল-সিলিন্ডার, ফোর-স্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন। এতে রয়েছে এসওএইচসি ২-ভালভ ও কার্বুরেটর ফুয়েল ফিডিং সিস্টেম।
এই ইঞ্জিনটি রিটার্ন টাইপ ৫-স্পিড গিয়ারযুক্ত ও এতে ইলেকট্রিক স্টার্টের সাথে সাথে কিক-স্টার্টারও রয়েছে। এটি প্রায় ৮.০কিলোওয়াট পাওয়ার ও ১০.৫এনএম টর্ক ডেলিভারী দিতে পারে। আর এই হাই-এ্যাফিশিয়েন্ট টিএসআর ইঞ্জিনটি ম্যাক্সিমাম পার্ফমেন্সের সাথে সাথে বেশ ভালো ফুয়েল ইকোনমিও নিশ্চিত করে।
Haojue KA135 Specification
Specification | Haojue KA135 |
Engine | Single Cylinder, Four Stroke, Air Cooled, 2 Valve, SOHC Engine |
Displacement | 135cc |
Bore x Stroke | 57.5mm x 52.5mm |
Compression Ratio | 9.6:1 |
Maximum Power | 8.0kW@8,000RPM |
Maximum Torque | 10.5NM@6,500RPM |
Fuel Supply | Carburetor |
Ignition | CDI |
Starting Method | Kick & Electric Start |
Clutch Type | Wet, Multiple-disc |
Lubrication | Wet Sump |
Transmission | 5-Speed, Return Type |
Dimension | |
Frame Type | Steel Frame |
Dimension (LxWxH) | 1,960mm x725mm x 1,060mm |
Wheelbase | 1,285mm |
Ground Clearance | 170mm |
Saddle Height | 760mm |
Weight (Kerb) | 126 Kg |
Fuel Capacity | 12 Liters |
Fuel Economy | |
Top Speed | 96 km/h (Internally Tested) |
Wheel, Brake & Suspension | |
The suspension (Front/Rear) | Hydraulic Telescopic Fork / Spring Loaded Double |
Brake system (Front/Rear) | Hydraulic Disk / Drum Type |
Tire size (Front / Rear) | Front: 2.75-18 Rear: 90/90-18 (Both Tubeless) |
Battery | 12V |
Headlamp | 12V 35/35W Bulb (LED Tail Lamp) |
Speedometer | Fully Digital |
*All the specifications are subject to change upon company rules, policy, offer & promotion. BikeBD is not liable for the changes.
হাউজু কেএ১৩৫ ফিচার রিভিউ
তো সবমিলিয়ে বলা যায় হাইজু কেএ১৩৫ বাইকটি একটি চমৎকার ফিচার সমৃদ্ধ কমিউটার। এতে আপনারা পাবেন কমিউটিংয়ের সকল সাধারন ফিচার। আর সেইসাথে বাড়তি হিসেবে রয়েছে আধুনিক ও দৃষ্টিনন্দন লুক ও ডিজাইন। তো এই ছিলো আমাদের হাউজু কেএ১৩৫ ফিচার রিভিউ। ধন্যবাদ সকলকে।