রাইডিং এর সময় হঠাৎ কুকুর তাড়া করলে কী করবেন ? ৫ টি কৌশল

Published On 21-Sep-2022 12:48pm , By Ashik Mahmud Bangla

আপনি আপনার মতো বাইক চালিয়ে যাচ্ছেন কিন্তু হঠাৎ কুকুর তাড়া করলে কি করবেন ? এমন ঘটনা আমাদের অনেক বাইকারের সাথেই ঘটে থাকে , আর এই সময়টাতে আমরা অধিকাংশ মানুষ নিজের ভূলের কারনে বাইক এক্সিডেন্টের সম্মুখীন হয়ে থাকি। হঠাৎ বাইকের সামনে কিছু চলে আসলে কিছু নিয়ম মেনে বাইক নিয়ন্ত্রণ করতে হয়। চলুন তাহলে জেনে নেয়া যাক এমনটা হলে কি কি কৌশল অবলম্বন করা উচিৎ।

রাইডিং এর সময় হঠাৎ কুকুর তাড়া করলে কী করবেন ?

১. ভয় পাবেন না

কুকুরের মতো প্রাণীদের বুদ্ধি অনেক বেশি থাকে। তারা সর্বদা বুঝতে পারে , কে তাদের দেখে ভয় পাচ্ছে। আর যারা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে , তাদের বেশি করে তাড়া করে কুকুর। তাই ঘাবড়ে যাওয়া যাবে না কোনোভাবেই। আমরা বাইকাররা যে কাজটা করি কুকুর তাড়া করলেই বাইকের গতি বাড়িয়ে দেয় , যার ফলে বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই এক কাজটা কখনো করবেন না।

২. থেমে যান

আপনি যদি চলন্ত বাইকে থাকেন অথবা হাটতে থাকেন , এমন সময় যদি আশপাশ থেকে কুকুর আপনার দিকে তেড়ে আসতে থাকে তাহলে দাঁড়িয়ে যান কিংবা হাঁটার গতি ধীর করুন। তাকে বোঝান যে আপনি ভয়ে পালাচ্ছেন না। আর কুকুর দেখলে কখনোই ভয়ে দৌড় দেয়া যাবে না।

৩. সরাসরি তাকাবেন না

কুকুরের চোখের দিকে সরাসরি কখনো তাকাবেন না। এতে কিছু কুকুর আগ্রাসী হয়ে ওঠে , তারা আপনাকে নিজেদের জন্য হুমকি মনে করতে পারে। তাই তাকে পাত্তা না দিয়ে আস্তে করে ওই স্থান থেকে সরে যাওয়ার চেষ্টা করুন। অহেতুক কখনো কুকুরকে বিরক্ত করতে যাবেন না।

৪. মনোযোগ ঘুরিয়ে দিন

কুকুরকে অন্য কোনো জিনিস দিয়ে মনোযোগ ঘুরিয়ে দিন, এটা খুব সহজ একটা উপায়। এতে করে আপনাকে বাদ দিয়ে এটি অন্য কোনো বিষয়ে মনোযোগী হবে। যেমনঃ আপনার কাছে যদি খালি বোতল বা এই ধরনের কোনো জিনিস থাকে তাহলে তা ছুঁড়ে দিয়ে দিন। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে জুতা ছুঁড়ে দিন। এতে কুকুর জিনিসটির দিকে মনোযোগী হবে কুকুর। আর আপনি খুব সহজে ওই স্থান থেকে চলে আসতে পারবেন।

৫. ফিরে যেতে বলুন

আপনি জানলে অবাক হবেন কুকুর আমাদের ইশারা ইঙ্গিত অনেক ভালো বোঝে। যদি দেখেন কুকুর আপনার দিকে আগ্রাসী হয়ে আসতে থাকে তাহলে ভয় পাবেন না। আপনি কুকুরটির মালিক হলে যা করতেন , তাই করুন। কুকুরকে আদেশের সুরে ফিরে যেতে বলুন কিংবা অন্য কোনো দিকে যাওয়ার নির্দেশ করুন।

আপনি যদি এই ৫ টি কৌশল অবলম্বন করেন তাহলে রাইডিং এর সময় হঠাৎ কুকুর তাড়া করলে আপনি নিরাপদ থাকতে পারবেন। কিন্তু কুকুর হঠাৎ তাড়া করে কেন সেটা কি জানেন ? কুকুর অনেক কারনেই তাড়া দিতে পারে। তবে এর মধ্যে প্রধান কিছু কারন রয়েছে যেগুলো এবার জেনে নেয়া যাক।

যে কারণে কুকুর বাইক অথবা গাড়ির পেছনে তাড়া করে

কুকুর তাড়া করার পেছনে মজার কিছু কারন রয়েছে যে কারনগুলো অনেকেই জানেন আবার অনেকেই জেনেও মানেন না। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন সকাল বেলার দিকে কিন্তু কুকুর বাইক অথবা গাড়ির পেছনে তাড়া করে না। এমন ঘটনা হয় মূলত খুব ভোরে অথবা গভীর রাতে। কুকুরদের নিজস্ব এলাকা থাকে , ওই এলাকার প্রতিটি জিনিস ওরা চেনে-জানে। আমরা জানি কুকুরের ঘ্রাণশক্তি প্রবল , তাই ঘ্রাণের মাধ্যমেই চিনে নেয় সব কিছু।

মাঝে মাঝে খেয়াল করলে দেখবেন কুকুর অনেক সময় আপনার বাইক অথবা গাড়ির টায়ারে প্রস্রাব করে। এর পেছনে একটা কারণ আছে ,  প্রস্রাবে যে গন্ধ থাকে সেটার মাধ্যমেই এরা নিজের এলাকা চিহ্নিত করে নেয়। যদি ওই এলাকায় এমন কোনো বাইক অথবা গাড়ি ঢোকে যার গায়ে অন্য কুকরের প্রস্রাবের গন্ধ রয়েছে , তখনই কুকুর ডাকতে শুরু করে। কুকুর ভাবে অন্য কোনো কুকুর ওই এলাকায় ঢুকে পড়েছে। তখনই বাইক অথবা গাড়ির পেছনে ধাওয়া করে। গাড়ি তাদের এলাকা না ছাড়া পর্যন্ত তার পেছন পেছন তাড়া করতে থাকে কুকুর।

তাই যদি কোনো কুকুর কোন বাইক অথবা গাড়ির পেছনে ছুটতে থাকে আর ডাকতে থাকে তাহলে বুঝতে হবে সেটা ওই এলাকার কোনো বাইক অথবা গাড়ি নয়। এছাড়া আরো একটা কারণ আছে ,  যদি কোনো গাড়ি অথবা বাইক কুকুর বা তার সঙ্গীদের আহত করে বা সেই গাড়ির চাপায় মারা যায় , ওই এলাকা দিয়ে সেই বাইক বা গাড়ি গেলেই তেড়ে যায় কুকুররা।

সব সময় সাবধানে বাইক রাইড করুন , নিরাপদে নিজের বাড়ি ফিরুন। মোটরসাইকেল সংক্রান্ত যে কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদে প্রশ্নের উত্তর দিতে।

Best Bikes

@CommonFx::Bestbike()
Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 209500.00

View all Best Bikes

Latest Bikes

Lifan KPR250

Lifan KPR250

Price: 0.00

test

test

Price: 200.00

Okaya Faast F2T

Okaya Faast F2T

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Yamaha R15 V4 BS7

Yamaha R15 V4 BS7

Price: 0.00

Yamaha R15M BS7

Yamaha R15M BS7

Price: 0.00

Zontes GK350

Zontes GK350

Price: 0.00

View all Upcoming Bikes