বিজয় দিবস উপলক্ষ্যে রয়েল এনফিল্ড আয়োজন করেছিল রয়েল এনফিল্ড বিজয় রাইড ২০২৫
This page was last updated on 21-Dec-2025 12:25pm , By Arif Raihan Opu
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইফাদ মোটরস লিমিটেড আয়োজন করেছিল “রয়েল এনফিল্ড বিজয় রাইড ২০২৫”। বাংলাদেশের বিজয় কে উদযাপন করার লক্ষ্যে রয়েল এনফিল্ড এই আয়োজন করেছিল।

রয়েল এনফিল্ড বিজয় রাইড ২০২৫
এই রাইডটি রয়েল এনফিল্ড ফ্ল্যাগশিপ শোরুম থেকে শুরু হয়। সকালে এনফিল্ড রাইডাররা সবাই শোরুমের সামনে এসে জড়ো হন। এরপর সেখান থেকে সবাই এক সাথে রাইড শুরু করেন। এটি ঢাকার প্রধান সড়ক হয়ে পূর্বাচল তিনশ থেকে তাদের শেষ গন্তব্য জলসিড়ি গলফ ক্লাবে গিয়ে রাইডটি শেষ হয়।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

সাধারণত এখন গ্রুপ রাইড সেভাবে আয়োজন করা হয় না। তবে রয়েল এনফিল্ড তাদের রাইডারদের নিয়ে নিয়মিত এই ধরনের আয়োজন করে চলেছে। মহান বিজয় দিবসকে স্মরনীয় করতে এবং বাইকারদের ভেতর ঐক্য গড়ে তুলতে এই ধরনের রাইড অনেক সহায়ক হবে বলে রাইডাররা জানান।
এছাড়া, এই রাইডে বাইকারদের জন্য আরও আয়োজন ছিল। সেগুলো ভেতর ছিল স্টেজ প্রোগ্রাম যেখানে বাইকাররা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, কমেডি শো, এবং ছোট কনসার্টের আয়োজন ছিল।

বর্তমানে রয়েল এনফিল্ড বাইকারদের নিয়ে নিয়মিত এই ধরনের আয়োজন করেই চলেছে। সামনে দিকে আরও এই ধরনের আয়োজন করা হবে বলে তারা জানিয়েছেন। এছাড়া রয়েল এনফিল্ড রাইডাররাও আনন্দিত এই ইভেন্টে অংশ গ্রহণ করতে পেরে। তারা জানিয়েছেন রয়েল এনফিল্ড শুরু থেকেই কাস্টমার ও রাইডারদের চাহিদা সম্পর্কে ভাল ভাবে অবগত রয়েছে, তাই তারা কাস্টমারদের চাহিদা পূরন করেছেন এবং যেকোন সমস্যা গুরুত্বের সাথে দেখছেন।