মোটরসাইকেল চলাচলের জন্য খুলে দেয়া হল পদ্মা সেতু
Published On 18-Apr-2023 03:13pm , By Raihan Opu Bangla
পদ্মা সেতু দিয়ে বাড়ি যাবার স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে। ঈদের আগেই দক্ষিনবঙ্গের বাইকারদের জন্য আগাম খুশির খবর হচ্ছে পদ্মা সেতু খুলে দেয়া হবে। আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সেতুর ওপর দিয়ে চলাচলের সময় মোটরসাইকেলের গতিসীমা থাকবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে গণভবনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলাচলের এই সিদ্ধান্ত। নিয়ম ভাঙলে আবারও বন্ধ করে দেয়া হবে।
এর আগে, পদ্মা সেতু চালুর পরদিনই গত বছরের ২৭ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য সেতুটিতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়।

প্রসঙ্গত, পদ্মা সেতু উন্মুক্তের প্রথম দিনেই নিয়ম ভাঙার হিড়িক পড়ে। চলাচলের ক্ষেত্রে সেতু কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, পদ্মা সেতুর কোথাও কোনো গাড়ি থামানো যাবে না। তবে সে নিয়মকে তোয়াক্কা না করে মাঝ সেতুতে গাড়ি থামিয়ে অনেককেই ছবি তুলতে দেখা যায়। কেউ ভিডিও করেছেন, কেউ সেলফি তুলেছেন।
অনেককে আবার টিকটক ভিডিও করতেও দেখা গেছে। কেউ আবার পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন পদ্মা সেতু, যা সেতু কর্তৃপক্ষ কর্তৃক সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এসব যাত্রীর বেশিরভাগই মোটরসাইকেলে করে আসেন। যাদের অনেকের মাথায় ছিল না হেলমেট। এছাড়া, পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনা ঘটে। এরপরই সাময়িকভাবে সেতুটিতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়।

প্রসঙ্গত বলা যায় যে, পদ্মা সেতু বন্ধের পর পর অনেকেই প্রতিবাদ করেছেন। অনেক দিন থেকেই মোটরসাইকেল সংশ্লিষ্ট সবাই চাচ্ছিলেন যেন পদ্মা সেতু মোটরসাইকেলের জন্য খুলে দেয়া হয়। এই নিয়ে অনেক দিন থেকে অনেক মোটরসাইকেল সংগঠন, গ্রুপ এবং ব্যক্তিগত ভাবে আবেদন করে আসছে।
এবার ঈদে তাই পরীক্ষামুলক ভাবে বাইকারদের সার্ভিস লেনের মাধ্যমে বাইক চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। তবে কিছু বাধ্যবাধকতাও দেয়া হয়েছে। ৬০ কিলোমিটারের গতি বেধে দেয়া হয়েছ, অন্যথায় এই নিয়ম ভঙ্গ করলে জরিমানা এবং আবারও পদ্মা সেতু বন্ধ করে দেয়া হতে পারে। তাই নিয়ম মেনে সবাই বাইক চালানোর অনুরোধ করা হচ্ছে।
বাইকবিডি অনেক দিন থেকেই বাইকারদের নিয়ে পদ্মা সেতু যেন খুলে দেয়া হয় সেই চেষ্টা করে আসছে। এর প্রতিক্ষেত্রে জনসচেতনতা, মানব বন্ধন এবং অনলাইন ভোটিং করা হয়েছে। তবে সব কিছু ছাপিয়ে স্বপ্ন এবার সত্য হতে যাচ্ছে। আমরা আশা করব সকল বাইকার নিয়ম মেনে পদ্মা সেতু পার হবে।