মালিকানা পরিবর্তন না করলে জরিমানা এবং জেল হতে পারে
Published On 23-Jul-2023 08:36pm , By Ashik Mahmud Bangla
আপনি যদি পুরাতন বাইক ক্রয় করেন আর যদি মালিকানা পরিবর্তন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জেল এবং জরিমানা হতে পারে। আমরা অনেকেই আছি যারা বাইক ক্রয় বিক্রয় করে সেটার মালিকানা পরিবর্তন করি না , কিন্তু এটা আইনের চোখে অনেক বড় অপরাধ।

আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আপনি যদি বাইক বিক্রয় করেন তাহলে সাথে সাথে সেটার মালিকানা পরিবর্তন করুন। আর আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করেন সেক্ষেত্রে মালিকানা নিজ দায়িত্বে পরিবর্তন করিয়ে নিন। আমি আমার একটা বাইক বিক্রি করেছিলাম এবং সেটা একটা অপরাধের সাথে জড়িত হয়ে গেলো, পরবর্তিতে সমস্যাটার সমাধান করতে কিন্তু আমার অনেকটা ঝামেলার সম্মুখীন হতে হয়েছিলো।

আজ আমরা জানবো মালিকানা পরিবর্তন না করলে কি কি শাস্তি হতে পারে ?

মোটরযানের মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের কারণে হস্তান্তরগ্রহীতা কর্তৃক রেজিস্ট্রেশন সংক্রান্ত ধারা ২১ এর বিধান লঙ্ঘনের দণ্ড
সড়ক পরিবহন আইন ২০১৮ এর একাদশ অধ্যায় এর ৭৪ নং ধারায় বলা হয়েছে যদি কোনো হস্তান্তরগ্রহীতা ধারা ২১ এর বিধান লঙ্ঘন করেন, তাহা হইলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) মাস কারাদণ্ড, বা অনধিক ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
তাই আপনি যদি মালিকানা পরিবর্তন না করে থাকেন তাহলে মালিকানা পরিবর্তন করে নিন। নিজেও নিরাপদ থাকুন এবং অন্যকেও এই বিষয়ে সচেতন করুন।