বাইক স্টার্ট না হলে কি করনীয় ? জানুন বিস্তারিত । বাইকবিডি

This page was last updated on 12-Nov-2023 12:12pm , By Ashik Mahmud Bangla

আমরা যারা বাইকার আছি তাদের অনেকের ভালো বাইক কিন্তু হঠাৎ স্টার্ট নিচ্ছে না এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আপনার সাথেও হয়তো এমনটা হয়েছে। কয়েকমাস আগে আমি একটা ট্যুর থেকে ফিরতেছিলাম, চা এর বিরতি শেষে যখন বাইক স্টার্ট দিতে গেলাম তখন আর বাইক স্টার্ট হচ্ছিলো না। আজ আমরা জানবো কেনো এমনটা হয় এই এবং এমন হলে আমাদের কি করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

বাইক স্টার্ট না হলে কি করনীয় ?

  bike battery fuse

১/ ব্যাটারির ফিউজ কেটে গেলেঃ

বাইকের ব্যাটারির ফিউজ কেটে যাওয়া কমন একটি সমস্যা। অনেক সময় বেশ কিছু কারনে আমাদের বাইকে এই সমস্যা দেখা দিতে পারে। যদি আপনার ভালো বাইক কিন্তু হঠাৎ স্টার্ট নিচ্ছে না এমনটা হয় তাহলে ব্যাটারির ফিউজ চেক করুন।

ব্যাটারির ফিউজ চেক করতে সাইড কভারটি খুলে ব্যাটারির সাথে ফিউজটি চেক করে দেখতে পারেন। যদি কেটে গিয়ে থাকে দেখবেন সাথে সাপোর্ট হিসাবে আরেকটি ফিউজ দেয়া আছে। সেটা লাগিয়ে দিলেই স্টার্ট হয়ে যাবে। যদি আপনি এই কাজটি না করতে পারেন তাহলে আপনাকে কষ্ট করে ম্যাকানিকের সাহায্য নিতে হবে। যারা বাইক নিয়ে লং ট্যুরে যান তাদের উচিৎ ট্যুরে যাওয়ার আগে অভিজ্ঞ কারও কাছ থেকে ব্যাটারি ফিউজ চেক করা শিখে নেয়া।

  fuel check

২/ ফুয়েল চেক করুনঃ

ভালো বাইক কিন্তু হঠাৎ স্টার্ট নিচ্ছে না যদি এমনটা হয় তাহলে ফুয়েল ট্যাংকির ঢাকনা খুলে একবার চেক করে নিন। অনেক সময় অনেক বাইকে এমনটা হয়ে থাকে মিটারে ভুল দেখায়। আবার এমনটাও হতে পারে আপনি নিজে ভুলে গেছেন। আপনি মনে করছেন আপনার বাইকে তো অল্প ফুয়েল থাকার কথা, কিন্তু ফুয়েল শেষ হয়ে গেছে।

  reserve fuel tank key

৩/ ফুয়েল লাইনের চাবি চেক করুনঃ

আমরা যে বাইকগুলো ব্যবহার করি অধিকাংশ বাইকে তেলের লাইনের চাবি থাকে। যেই চাবি দিয়ে রিজার্ভ এবং নরমাল মুডে দেয়া যায়। অনেক সময় আমরা নিজেদের অজান্তে ওই চাবিটা অফ করে রাখি। যদি ফুয়েল লাইনের চাবি অফ থাকে তাহলে আপনার বাইক স্টার্ট নিবে না। যদি আপনার বাইকে  এমনটা হয় তাহলে ফুয়েল লাইনের চাবি চেক করুন।

  bike spark plug

৪/ স্পার্ক প্লাগ চেক করুনঃ

আপনার বাইক যদি হঠাৎ স্টার্ট না নেয় তাহলে তাহলে স্পার্ক প্লাগটি চেক করুন। অনেক সময় দেখা যায় আমাদের বাইকের স্পার্ক প্লাগ লুস হয়ে যায়, এর ফলে আপনার বাইক স্টার্ট নাও নিতে পারে।

৫/ কিছুক্ষণ ইঞ্জিন অফ রাখুনঃ

আমরা যারা বাইক নিয়ে লং এ ট্রাভেল করি এবং যাদের বাইকের ইঞ্জিন এয়ার কুলড তারা অনেকেই হয়তো এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আমি নিজেও কয়েকবার এই সমস্যার সম্মুখীন হয়েছি। আপনি যখন একটানা লং রাইড করবেন এবং তখন যদি আপনি এই সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার বাইকটিকে কিছুক্ষণ বিশ্রাম দিন। ইঞ্জিন কিছুটা ঠান্ডা হলে আশাকরি আপনার বাইক স্টার্ট নিবে। তবে ইঞ্জিন ঠাণ্ডা করার জন্য গরম ইঞ্জিনে কখনো ঠাণ্ডা পানি ঢালবেন না।

  Motorcycle engine kill switch 

অনেক সময় দেখা যায় বাইক পুরাতন হয়ে গেলে এই সমস্যা দেখা দেয়। যদি পুরাতন বাইকে এমনটা হয় তাহলে বাইকের ইঞ্জিন অন রেখে বাইকটা কিছুক্ষণ ধাক্কা দিন, তবে এই সময় আপনার বাইকটি নিউট্রাল থাকতে হবে। আপনার বাইকে কিক থাকলে কিক থাকলে কিক দিয়ে স্টার্ট দেয়ার চেষ্টা করুন আশাকরি স্টার্ট হবে। মূলত এইসব কারনেই একটা বাইক অনেক সময় স্টার্ট নিতে চায় না, যদি আপনিও এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য করুন আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Aprilia RSV4

Aprilia RSV4

Price: 0.00

QJ Motor SRV400

QJ Motor SRV400

Price: 0.00

Aprilia SR 160

Aprilia SR 160

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Pulsar NS150

Bajaj Pulsar NS150

Price: 0.00

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

View all Upcoming Bikes