বৃদ্ধি পেলো ড্রাইভিং লাইসেন্স এবং বাইক রেজিস্ট্রেশন ফি - বিস্তারিত
Published On 11-Jan-2023 01:21pm , By Ashik Mahmud Bangla
বৃদ্ধি পেলো ড্রাইভিং লাইসেন্স এবং বাইক রেজিস্ট্রেশন ফি , সম্প্রতি নতুন এই আপডেট করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ফি সহ অন্যান্য সব ডকুমেন্টের ব্যাংক জমা বৃদ্ধি করা হয়েছে । সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা , এখনো ড্রাইভিং লাইসেন্সের ফাইল জমা দেন নি তাদেরকে পূর্বের ব্যাংক জমা বদলে নতুন নিয়মের ব্যাংক জমা দিয়ে তারপর ফাইল জমা দিতে হবে।

পূর্বের অপেশাদার লাইসেন্স এর জন্য ব্যাংক জমা ছিলো ২৫৪২টাকা ছিলো, কিন্তু নতুন আপডেটের পর অপেশাদার লাইসেন্স এর ব্যাংক জমা করা হয়েছে ৪১৫২ টাকা। এর অর্থ ফি বাড়ানো হয়েছে ১৬১০ টাকা।
পূর্বের পেশাদার লাইসেন্স এর জন্য ব্যাংক জমা ছিলো ১৬৭৯ টাকা , কিন্তু নতুন আপডেটের পর পেশাদার লাইসেন্স এর জন্য ব্যাংক জমা হলো ২৪২৭ টাকা হয়েছে। এর অর্থ ফি বাড়ানো হয়েছে ৭৪৮ টাকা।

এই ফি ছাড়াও অন্যান্য যে ফি ছিলো সেগুলোও বৃদ্ধি করা হয়েছে।