বাজাজ মাইলেজ চ্যালেঞ্জ ২০২২ - জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
Published On 21-Dec-2022 10:21am , By Raihan Opu Bangla
মোটরসাইকেলের ক্ষেত্রে অন্যতম একটি জরুরী বিষয় হচ্ছে মাইলেজ। বাংলাদেশ ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ডের ভেতর জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে বাজাজ। বাজাজ মুলত তাদের কমিউটার সেগমেন্টের মোটরসাইকেলের জন্য জনপ্রিয়।

বাংলাদেশে উত্তরা মোটরস লিমিটেড হচ্ছে বাজাজ মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। বাজাজ তাদের মাইলেজের জন্য সকলের কাছে অনেক জনপ্রিয় বিশেষ ভাবে কম সিসির মোটরসাইকেল গুলোতে বেশ ভাল মাইলেজ প্রদান করে থাকে।
বাজাজ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “বাজাজ মাইলেজ চ্যালেঞ্জ ২০২২”। এই চ্যালেঞ্জের অংশ গ্রহণ করলেই পেয়ে যাবেন নিশ্চিত পুরস্কার।

এই মাইলেজ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর ২০২২। নাটোরে অবস্থিত ফুলবাগানের হ্যালিপ্যাড মাঠে এই মাইলেজ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। এই মাইলেজ চ্যালেঞ্জ শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে দুপুর ১টায়। প্রথম ১৫০জন রেজিস্ট্রেশন করা রাইডাররা এই চ্যালেঞ্জের অংশ গ্রহণ করতে পারবেন।
যারা এই চ্যালেঞ্জে অংশ গ্রহণ করবেন তাদের প্রত্যেকের জন্য নিশ্চিত পুরস্কার। এছাড়া রয়েছে র্যাফেল ড্র, যেখানে রয়েছে অসংখ্য পুরস্কার। অপর দিকে মাইলেজ চ্যালেঞ্জ এ যিনি বিজয়ী হবেন তিনি পাবেন বাজাজের পক্ষ থেকে পুরস্কার।

বাজাজ মাইলেজ চ্যালেঞ্জ ২০২২ সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১১ ৮৮১০৩৬, ০১৭২৯ ০১৮৫৫৫, ০১৭৪৫ ৭৩৯৯৬৯ নম্বরে।
মাইলেজ চ্যালেঞ্জে অংশ নিতে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। আর বাজাজের সকল বাইক সম্পর্কে জানতে বাজাজ মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।