বাজাজ পালসার সিরিজে চলছে অফার এবং ড্রাইভিং লাইসেন্স ফি ফ্রী!

This page was last updated on 15-Jul-2024 10:50pm , By Ashik Mahmud Bangla

বাজাজ পালসার সিরিজে চলছে ডিস্কাউন্ট অফার এবং ড্রাইভিং লাইসেন্স ফি ফ্রী!

বাজাজ পালসার মডেলের সিরিজটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাইক সিরিজ। উত্তরা মোটরস লিমিটেড বাংলদেশে বাজাজ মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা তাদের জনপ্রিয় বাইক সিরিজ বাজাজ পালসার সিরিজে দিচ্ছে ডিস্কাউন্ট অফার।

bajaj pulsar ns 160 fi abs pulsar series

  এই অফারে উত্তরা মোটরস লিমিটেড প্রত্যেক বাজাজ পালসার বাইকে দিচ্ছে ৬,০০০/- টাকা ডিস্কাউন্ট এবং সেই সাথে ৩০৬০/- টাকার ড্রাইভিং লাইসেন্স ফি ফ্রী। এই অফারটি শুরু হবে ৫ই জুলাই ২০২০ তারিখ থেকে এবং চলবে পরবর্তি নোটিশ না দেয়া পর্যন্ত। এই অফারটি বাজাজের বাংলাদেশের সকল শোরুমে পাওয়া যাবে।

বাজাজ পালসার সিরিজ অফার জুলাই ২০২০

ModelOld priceDiscountNew Price
Pulsar 150 Single Disc170,9006,000161,840
Pulsar 150 Twin Disc182,9006,000173,840
Pulsar NS160 Twin Disc ABS199,9006,000190,840


বাজাজ পালাসার ১৫০ বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১৫০সিসি বাইকের মধ্যে অন্যতম বাইক। গত বছর বাজাজ বাংলাদেশে Bajaj Pulsar 150 Twin Disc বাইকটি লঞ্চ করেছে। তারা অনেক দিন পর নতুন ইঞ্জিন ও ডিজাইন সহ একটি বাইক মডেল লঞ্চ করেছে। নতুন এই পালসারটিতে দেয়া হয়েছে UG5 ইঞ্জিন এবং অনেক নতুন ফিচার্স।

Also Read: বাজাজ পালসার ১৫০ এর মালিকানা রিভিউ

পালসার ১৫০ টুইন ডিস্ক এর অনেক নতুন ফিচার্স রয়েছে। যার মধ্যে রয়েছে ৩৭মিমি ফ্রন্ট ফর্ক। এতে কোন কিক স্টার্ট নেই এবং ইঞ্জিন ক্র্যাঙ্ক কেসও নতুন ভাবে তৈরি করা হয়েছে। সামনের দিকে ২৬০মিমি ডিস্ক ব্রেক যা আগের ভার্সন থেকে বড় এবং রেয়ারে ২৩০মিমি ডিস্ক যুক্ত করেছে।

pulsar 150 twin disc price বাজাজ পালসার

  গত বছর বাজাজ বাংলাদেশে ১৬০সিসি সেগমেন্টের একটি নতুন বাইক লঞ্চ করেছে। সেই বাইকটি হচ্ছে Bajaj Pulsar NS160 Fi ABS। বাংলাদেশের পালসার বাইক লাভাররা এই বাইকটির জন্য অনেক দিন অপেক্ষা করেছেন।

Bajaj Pulsar NS160 FI With ABS First Impression Video

১৬০সিসি সেগমেন্টে বাজাজ পালসার এনএস১৬০ বাইকটি অন্যতম জনপ্রিয় বাইক। Bajaj Pulsar NS160 বাইকটি অনেক নতুন নতুন ফিচার্স সমৃদ্ধ করে লঞ্চ করা হয়েছে। ফিচার্স এর মধ্যে রয়েছে Fi, ABS, এবং টুইন ডিস্ক। এছাড়া লুকস ও ডিজাইন আগের ভার্সনের মত একই রাখা হয়েছে। এবিএস হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, এছাড়া তারা রেয়ারে যুক্ত করেছে ১২০ সেকশন টায়ার, যা আগের ভার্সনের চেয়ে বড়।

এই মহামারীতে মানুষ গনপরিবহন অনেকে এড়িয়ে চলছেন। প্রতিদিনের যোগাযোগে মোটরসাইকেলের ব্যবহার বেড়েছে। আশা করা যাচ্ছে বাজাজের এই অফারে বাইক প্রেমীরা তাদের পছন্দের পালসার বাইকটি ক্রয় করতে পারবেন। ধন্যবাদ।