বাজাজ পালসার এন-২৫০ মোটরসাইকেল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে উপহার
Published On 13-Sep-2023 12:53pm , By Raihan Opu Bangla
গত ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সরকার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা গণের উপস্থিতে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের সড়কে ৩৫০সিসির মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়।

এর উপর ভিত্তি করে উত্তরা মোটর্স লিমিটেড যার বাংলাদেশ বাজাজ মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা সর্ব প্রথম উচ্চ সিসির একটি বাজাজ এন-২৫০ মোটরসাইকেল স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি মহোদয়কে উপহার স্বরূপ প্রদান করেন।
উক্ত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মোটরসাইকেলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান। তিনি বাজাজ এন-২৫০ বাইকটি এমপি মহোদয়ের হাতে তুলে দেন।

দেশের শীর্ষ স্থানীয় অটোমোবাইল আমদানীকারক, প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স এর চেয়ারম্যানের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দুই এক মাসের মধ্যে দেশের মোটরসাইকেল ক্রেতাদের জন্য উচ্চতর সিসির বাজাজ পালসার এন-২৫০ মোটরসাইকেল বাজারে নিয়ে আসবে।
বাজাজের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাজাজ পালসার মোটরসাইকেলটি নিয়ে গ্রাহকদের যেই আগ্রহ ও প্রত্যাশা, তা খুব দ্রুত পূরণ হবে বলে তারা জানিয়েছেন। আমরাও আশা করছি বাজাজ প্রেমীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে।

বাংলাদেশের বাজারে বাজাজই প্রথম কোম্পানি যারা ১৬৫সিসির চেয়ে উচ্চতত ক্ষমতার বাজাজ পালসার এন-২৫০সিসি মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে এসেছে। পর্যায়ক্রমে তারা আরও উচ্চসিসির মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে আসবে। এটি মোটরসাইকেল শিল্পে একটি মাইলফক হয়ে থাকবে বলে আমরা ধারণা করছি।
উচ্চ সিসির বাজাজ পালসার এন ২৫০ মোটরসাইকেল আধুনিক ও এর নিরাপত্তা ব্যবস্থাও অনেক উন্নত এতে দুর্ঘটনার ঝুকিও অনেক কম হবে। আমরা আশা করছি ২৫০সিসি অন্যান্য মোটরসাইকেলও তারা নিয়ে আসবে।