বাজাজ ঈদ ডিস্কাউন্ট অফার ২০২৩ - সর্বোচ্চ ৫০০০ টাকা ছাড়
Published On 08-Apr-2023 10:41am , By Raihan Opu Bangla
বাজাজ বাংলাদেশের ইন্ডিয়ান মোটরসাইকেল কোম্পানি গুলোর মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড। বর্তমানে বাংলাদেশের বাজারে মোটরসাইকেল কোম্পানির গুলোর মধ্যে বাজাজ মার্কেট লিডার হিসেবে তাদের জায়গা দখল করে রেখেছে। ঈদ উল ফিতর উপলক্ষ্যে বাজাজ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ঈদ ডিস্কাউন্ট অফার ।

বাংলাদেশে কমিউটার সেগমেন্টের বড় একটি মার্কেট শেয়ার বাজাজ এর দখলে রয়েছে। বাজাজের বেশির ভাগ মোটরসাইকেল কমিউটার সেগমেন্টের। বাংলাদেশে বাজাজের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল গুলো হচ্ছে Bajaj Discover, Bajaj Platina।
এছাড়া বাজাজের নেকেড স্পোর্টস কমিউটার সেগমেন্টের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল হচ্ছে Bajaj Pulsar NS160। এই বাইকটি ডিজাইন ও স্টাইলের দিক থেকে নেকেড স্পোর্টস বাইক হিসেবে বাংলাদেশের তরুণ বাইকারদের মন জয় করেছে।

সম্প্রতি বাজাজ বাংলাদেশে ১৬০সিসি সিরিজে নতুন একটি মডেল লঞ্চ করেছে। এই বাইকটি হচ্ছে Bajaj Pulsar N160। এই বাইকটি সম্পূর্ন নতুন ভাবে ডিজাইন করে বাজারে লঞ্চ করা হয়েছে। বর্তমানে বাইকটি বাংলাদেশের বাইকারদের কাছে বেশ আকর্ষণীয় একটি বাইক মডেল।
বাংলাদেশে ১৫০সিসি সেগমেন্টে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছিল Bajaj Pulsar সিরিজ। এই সিরিজটি বাংলাদেশে ১৫০সিসি সেগমেন্টে কে জনপ্রিয় করে তুলছে। ডিজাইন লুকস ও স্টাইলের দিক থেকে বাংলাদেশের বাইকারদের এখনও এই সিরিজের বাইক পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

ঈদ উল ফিতর হচ্ছে অন্যতম একটি বড় উৎসব, আর এই উৎসব উপলক্ষ্যে বাজাজের এই ঈদ ডিস্কাউন্ট অফারটি কাস্টোমারদের সহায়তা করবে তাদের পছন্দের বাজাজ বাইকটি ক্রয় করতে। আপনার পছন্দের বাইকটি ক্রয় করতে বাজাজ শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।