বাইক কন্ট্রোল করার নিয়ম - সঠিক পদ্ধতি জানুন

This page was last updated on 11-Jan-2023 01:04pm , By Saleh Bangla

এই আর্টিকেলে আমরা একদম বেসিক থেকে শুরু করব, বাইক কন্ট্রোল করার নিয়ম সম্পর্কে জানবো। যদি আপনি এক্সপার্ট বা বিগেনার মোটরসাইকিলিস্ট হন,  তাহলে আপনার অবশ্যই একটি দুইটি প্রশ্ন আছে , বাইক কন্ট্রোল করার নিয়ম নিয়ে । যদি আপনার কোন প্রশ্ন নাও থাকে তবুও হয়ত আপনি যেভাবে ব্রেক ব্যবহার করছেন সেভাবে কিছুটা হলেও ভুল-ত্রুটি রয়েছে । যেহেতু ব্রেক একমাত্র ডিভাইস যেটা আপনাকে এক্সিডেন্ট শেষ মূহুর্তে বাচাতে সাহায্য করে সেহেতু আপনার উচিত এই বিষয়ে আর একটু পরিষ্কার ধারনা থাকা এবং যত রকম কনফিউশন আছে দূর করা । চলুন দেখে আসি ।

 বাইক কন্ট্রোল করার নিয়ম


বাইক কন্ট্রোল করার নিয়মঃ

আপনি হয়ত বাইক সর্ম্পকে ভালই জানেন তাহলে অবশ্যই আপনি এটা জানেন যে বাইকে দুইটি ব্রেক আছে – ফ্রন্ট হুইলে একটি এবং রেয়ারে একটি । ফ্রন্ট হুইলের ব্রেকটি সামনের হ্যান্ড লিভার এর রাইট গ্রিপ দিয়ে কন্ট্রোল করা হয় এবং রিয়ার হুইলে ব্রেক ব্যবহার করা হয় রাইট ফুট প্যাডেল দ্বারা । অতএব আপনার কি মনে হয় একটি ব্রেক ব্যবহার করা উচিত নাকি দুইটাই ?যখন আপনি আপনার বাইক স্লো করতে যান তখন বাইকের ওয়েট ব্যালেন্স রিয়ার হুইল থেকে সামনের হুইলে চলে আসে । যার কারনে আপনার ফ্রন্ট হুইলকে সব কিছু সামলাতে হয় ।


যেখান রিয়ারে হুইলে বেশি চাপ পড়ে না, তাই রিয়ারে ব্রেক চাপার কারনে হুইল স্লাইড করে যার কারনে আপনি স্লাইড করে থাকেন বাইক নিয়ে । কিন্তু ফ্রন্ট হুইলে বেশি ওয়েট হওয়ার কারনে স্লিপ কাটার সম্ভাবনা কম থাকে । কিন্তু আপনি কোন ব্রেক ব্যবহার করবেন তা নির্ভর করে আপনার দক্ষতা এবং অবস্থার উপর । গবেষনায় বলা হয়েছে ৭০% চাপ পড়ে ফ্রন্ট হুইলে এবং বাকিটা রিয়ার হুইলে পড়ে ।

 rear break


   কিন্তু এর মানে এটা না যে আপনি রেশিও এর উপর নির্ভর করে বাইকের ব্রেক ব্যবহার করবেন । রেশিও নির্ভর করে এক বাইক থেকে অন্য বাইকে । ডার্ট বাইকে ফ্রন্ট হুইলের খুব বেশি প্রয়োজন পড়ে না কিন্তু স্পোর্টস বাইকে ফ্রন্ট ব্রেকিং এর চাপ বেশি লাগে । ক্রুজার এবং চপারস বাইকে রিয়ার হুইল ব্রেকে চাপ বেশি থাকে । অতএব আপনি দেখতে পারছেন যে বাইকের উপর নির্ভর করে ব্রেক কাজ করে । আপনার নিজের বাইক সর্ম্পকে জানুন । সব থেকে ভাল হয় যদি আপনি কোন খোলা এলাকা বা গাড়ি কম চলে এমন রাস্তায় ব্রেকিং এর প্র্যাক্টিস করেন । মোটরসাইকেল ব্রেক চাপার আগে বুঝে নিন যে আপনার বাইকে ব্রেক কেমন কাজ করে এবং আপনি কোন ব্রেকে কেমন কম্ফোর্টেবল বোধ করেন তা বুঝুন ।

 foot break

   ধরুন আপনি কোন ইমার্জেন্সি পরিস্থিতে পড়েছেন তাহলে কেমন ভাবে ব্রেক ধরবেন সে বিষয়টি লক্ষ্য রাখুন । এর মাধ্যমে আপনি বাইকের ব্রেক ধরার রিএকশন টাইম ঠিক রাখতে পারবেন । বেশি প্র্যাক্টিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ওয়েট কিভাবে ট্রান্সফার হচ্ছে যার ফলে ব্রেক ধরার সঠিক টাইম এবং কিভাবে কোন ব্রেক ধরবেন সে বিষয়ে ভালভাবে বুঝতে পারবেন ।


  

এছাড়াও বেশি প্র্যাক্টিস করার ফলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু মোটরসাইকেল ব্রেক চেপে ধরলে রিয়ার হুইল উপরে উঠে যাবে না বা রিয়ার হুইল স্লিপ খাবে না । আপনারা অনেকে আছেন যারা বাইক রেস দেখতে পচ্ছন্দ করেন, তাহলে হয়ত আপনারা লক্ষ্য করেছেন যে রেসার যখন বাইক নিয়ে কার্ভ করে তখন তারা প্রায় রাস্তার সাথে হাটু দিয়ে এক পাশ কাত হয়ে যায় । এছাড়াও আপনি অনেক সময় দেখেছেন যে এই লিন করাটা মাঝে মাঝে প্ল্যান অনুসারে কাজ করে না যার ফলে মারাত্মক দূর্ঘটনা ঘটে থাকে ।

 lean angle

   কি ভুল থাকতে পারে এর মাঝে ? অনেক কিছু আসলে । আপনার হুইল সব থেকে বেশি রেস্পন্স করবে যতক্ষন আপরাইট অবস্থায় থাকবে । আপনি যখন একপাশে বেশি ভর ট্রান্সফার করবেন । তখন কন্টাক্ট সারফেস কন্টাক্ট ফোর্স এর জন্য কমে আসবে । যার কারনে ফ্রিকশনও কমে আসবে । যার ফলে বাইকটি স্কিড করবে । যার কারনে হয়ত হসপিটাল ঘুরে আসতে হবে । অবশ্যই আপনি এটি চান না । আপনি রেস করুন বা না করুন যখন আপনি কার্ভ করবেন কিছুটা হলে এক পাশ হয়ে যেতে হয় । টায়ার তখনি বেশি কার্যকারী যখন ব্রেকিং আপরাইট অবস্থায় থাকে তাই সব সময় যখন আপনি কার্ভ বা এক পাশে লিন করবেন তখন হাল্কা করে হলেও ব্রেক চেপে ধরবেন । লিন করার আগে ব্রেক চেপে ধরুন । ফ্রিকশন যখন রোডের অবস্থার উপর নির্ভর করে তখন অবশ্যই রোডের কন্ডিশন আপনার ব্রেকিং এর উপর প্রভাব ফেলবে । যদি আপনি ফোর্স বিষয়ে খুব একটা শিউর না হন তাহলে ফন্ট্রের ব্রেক চেপে ধরুন । কিন্তু মনে রাখবেন ফ্রন্ট ব্রেক লক করা অনেক বেশি বিপদজনক রিয়ারের ব্রেক লক করার থেকে । সব সময় সর্তক থাকুন । যদি আপনি শিওর না হন তাহলে আস্তে বা স্লো রাইড করুন এবং কম ফোর্সে ব্রেক চেপে ধরুন ।

 মোটরসাইকেল ব্রেক

   মোটরসাইকেল ব্রেক এর জন্য আসলে ক্যালকুলিয়েশন এবং দক্ষতা অনেকটা নিজের উপর নির্ভর করে । এই বিষয়ে পারদর্শী হওয়ার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে এবং খুব জলদি চিন্তা করা শিখতে হবে – যাতে করে আপনি সহজে যেকোন পরিস্থিতির মোকাবেলা করতে পারেন । সব সময় চেষ্টা করবেন মাঝামাঝি স্পিডে বাইক চালানোর । যত বেশি স্পিড থাকবে তত কঠিন হয়ে যাবে ব্রেক চেপে ধরা । আশা করি এই আর্টিকেল আপনাকে কিভাবে মোটরসাইকেলেরে ব্রেক চেপে ধরতে হয় সে বিষয় পরিষ্কার ধারনা দিয়েছে । নিরাপদ ভাবে রাইড করুন এবং নিরাপদ ভাবে থাকুন ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Keeway Matrix

Keeway Matrix

Price: 0.00

Keeway Flash

Keeway Flash

Price: 0.00

Keeway Fact Evo 125

Keeway Fact Evo 125

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Pulsar NS150

Bajaj Pulsar NS150

Price: 0.00

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

View all Upcoming Bikes