কেন বর্তমানে বাইক আমাদের দেশে সবচেয়ে উপযোগী বাহন ?

Published On 09-Apr-2022 01:45pm , By Ashik Mahmud Bangla

বাইক আমাদের অনেকের কাছেই খুব প্রিয় একটা জিনিস, আবার অনেকেই আছেন যারা বাইক পছন্দ করেন কিন্তু বাইক কিনেন না। আপনি যদি বর্তমান সময়ে সার্বিক সব কিছু বিবেচনা করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন বর্তমানে বাইক আমাদের দেশে সবচেয়ে উপযোগী বাহন কেনো। একটা বাইক আপনার মূল্যবান সময় যেমন বাঁচায় ঠিক তেমনি আপনার টাকাও বাঁচায়।

কেনো বর্তমানে বাইক আমাদের দেশে সবচেয়ে উপযোগী বাহন ?

১- সময় নষ্ট হওয়া থেকে বাঁচায়

একটা বাইক আপনার সময় কতটা সেভ করে সেটা হয়তো আপনি কখনো চিন্তাও করেন নি। আমরা যারা ঢাকায় বসবাস করি তারা সবাই জানি বর্তমান সময়ে ঢাকায় তীব্র যানজট থাকে, এর ফলে আপনার পর্যাপ্ত সময় নষ্ট হয়ে যায়। আমি আমার বর্তমান সময়ের কথা বলছি, আগে আমি আমার বাইক নিয়ে বাসা থেকে অফিসে আসতাম ১৫-২০ মিনিটে। সেখানে এখন বাইক ছাড়া আসতে আমার কখনো ১ ঘন্টা কখনো বা তার চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে।

এদিকে আমার সময় যেমন নষ্ট হচ্ছে ঠিক তেমন সময় মতো বাস , রিক্সা না পাওয়া এবং রিক্সা ভাড়া অতিরিক্ত নেয়া এমন আরও সমস্যার সম্মুখীন আমার প্রতিদিন হতে হচ্ছে। কিন্তু বাইক একটা স্বাধীন বাহন, আপনার যদি একটা বাইক থাকে তাহলে আপনাকে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না,ঘন্টার পর ঘন্টা এক স্থান থেকে আরেক স্থানে যেতে সময় লাগবে না। সব কিছু মিলিয়ে আপনি একটি বাইক নিয়ে খুব কম সময়ে আপনার গন্তব্যে যেতে পারবেন।

২- অতিরিক্ত যাতায়ত খরচ থেকে বাঁচায়

বাইক যেমন আপনার সময় বাঁচায় ঠিক তেমনি এটি আপনার টাকাও বাঁচায়। কিভাবে? সেটা নিয়ে এবার আপনাদের সাথে আলোচনা করা যাক। আমরা সবাই জানি সকালে অফিস টাইমে অথবা বিশেষ কোন দিনে ঢাকার গণপরিবহনে জায়গা পাওয়াটা কতটা মুশকিল। যখন আপনি গণপরিবহনে জায়গা পাবেন না তখন বাধ্য হয়ে সিএনজি ,রিক্সা অথবা অন্য কোন বাহন নিবেন।

মনে করুন আপনার একটা গন্তব্যে যাওয়ার জন্য গণপরিবহণে খরচ হতো ৫০ টাকা , ঠিক সেই একই গন্তব্যে আপনি যখন সিএনজিতে যাবেন আপনার খরচ হবে মিনিমাম ১৫০-২০০ টাকা। ঠিক সেখানে একটা বাইকে আপনি যদি ১ লিটার তেল নেন, তাহলে আপনার বাইকের মাইলেজ যদি ৪০ হয় সেক্ষেত্রে আপনি ১ লিটার তেলে সিটির মধ্যে কতটা পথ যেতে পারবেন একবার নিজেই চিন্তা করে দেখুন। আর বাইক অনেক মজার একটা বাহন এখানে আপনাকে ধাক্কা-ধাক্কি করে উঠতে হবে না , ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না। আবার কোন যানবাহন আলার কাছে আপনাকে জিম্মি হতে হবে না।

৩- ভোগান্তির হাত থেকে বাঁচায়

আপনি যখন প্রতিনিয়ত রিক্সা, বাস, সিএনজি বা অন্য কিছুতে চলাচল করবেন আপনি ভোগান্তির সম্মুখীন হবেন। কখনো রিক্সাওয়ালা ভাড়া বেশি নিবে , কখনো সিএনজিওয়ালা ২গুণ ভাড়া চাইবে সব কিছু মিলে আপনি প্রতিনিয়ত কোন না কোন সমস্যার সম্মুখীন হবেন। আবার আপনি যদি গণপরিবহনে উঠেন সেক্ষেত্রে ধাক্কাধাক্কি করে উঠা , রাস্তায় মাঝখান থেকে লাফ দিয়ে নামা সব কিছু মিলিয়ে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। কিন্তু আপনি যখন বাইক ব্যবহার করবেন তখন আপনি এমন কোন সমস্যার সম্মুখীন হবেন না।

৪- চলাচলে স্বাধীনতা দেয়

বাইক একটি স্বাধীন বাহন , বাইক নিয়ে আপনি নিজের ইচ্ছা মতোন যে কোন সময় যে কোন জায়গায় ছুটে যেতে পারবেন। যা আপনি চাইলেই গণপরিবহন অথবা পাবলিক ট্রান্সপোর্টে পারবেন না। তাই আপনি যদি সহজে যাতায়ত করতে চান তাহলে আপনি বাইকের বিকল্প অন্য কোন কিছু খুজে পাবেন না।

একটা আর্টিকেলের মাধ্যমে বাইকের সব সেরা দিকগুলো কখনো তুলে ধরা সম্ভব না, তবে আমার কাছে যে কারণগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনার যদি বাইক কেনার বাজেট থাকে , আর আপনি যদি বাইক চালাতে জানেন তাহলে একটা বাইক কিনুন, দেখবেন আপনার লাইফটা অনেক সহজ হয়ে গেছে।

Best Bikes

@CommonFx::Bestbike()
Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 209500.00

View all Best Bikes

Latest Bikes

Yadea T5

Yadea T5

Price: 125000.00

Yadea M6

Yadea M6

Price: 115000.00

Bajaj Pulsar N150

Bajaj Pulsar N150

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Yadea T5

Yadea T5

Price: 125000.00

Yadea M6

Yadea M6

Price: 115000.00

Yamaha R15 V4 BS7

Yamaha R15 V4 BS7

Price: 0.00

View all Upcoming Bikes