বাইকের ব্রেক কম কাজ করার ৬ টি কারণ । এমন হলে কি করনীয়

This page was last updated on 08-Nov-2022 12:29pm , By Ashik Mahmud Bangla

বাইকের ব্রেক কম কাজ করা অনেক বড় একটা সমস্যা, আর এই সমস্যার সম্মুখীন আমরা অনেকেই হয়ে থাকি। কিন্তু কথা হচ্ছে বাইকের ব্রেক কম কাজ করার কারন কি আর এমন হলে আপনার কি করনীয় ? আজ আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।


বাইকের ব্রেক কম কাজ করার ৬ টি কারণ


আপনি যদি বাইকের ব্রেক কম কাজ করার কারনগুলো জানেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এমন হলে আপনার কি করতে হবে।

১- বাইকের ব্রেক শু যদি ক্ষয় হয়ে সেক্ষেত্রে আপনার বাইকের ব্রেক কম কাজ করবে। বাইকের ব্রেক শু যখন ক্ষয় হবে যাবে তখন বাইকের ডিস্ক থেকে একটা চিন চিন শব্দ আসতে থাকবে। তখন আপনার বাইকের ডিস্ক ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন ডিস্কে দাগ পরে যাচ্ছে। যদি নিজে বুঝতে পারেন তাহলে নিজেই দেখুন, আর যদি নিজে বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি অভিজ্ঞ কারও সাহায্য নিন। আর সব সময় নিদিষ্ট একটা সময় পর পর বাইকের ব্রেক চেক করান।

ব্রেক-শু-যদি-ক্ষয়

২- বাইকের ডিস্ক যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে বাইকের ব্রেক কম কাজ করে। বাইক ব্যবহার করতে করতে একটা সময় দেখা যায় বাইকের ডিস্ক ক্ষয় হয়ে যায়, আর আপনার বাইকে যদি এমনটা হয়ে থাকে তাহলে অবহেলা না করে বাইকের ডিস্ক প্লেট পরিবর্তন করে ফেলুন।

৩- ব্রেক লিভার অথবা ব্রেক ক্যালিপারে যদি কোন ধরনের ঝামেলা থাকে তখন আপনার বাইকের ব্রেক কম কাজ করবে। অনেক সময় দেখা যায় আমাদের বাইকের ব্রেক ক্যালিপারের এডজাস্টমেন্ট ঠিক থাকে না, যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে বাইকের ব্রেক চাপ দিলে ক্যালিপার সমস্যার কারণে ব্রেক ঠিক ভাবে কাজ করবে না।

ব্রেক-ক্যালিপার

৪- লিভারের বকেট যখন কেটে যায় বা খারাপ হয়ে যায় তখ ব্রেক কম কাজ করে। বকেট জিনিসটা খুব ছোট্ট একটা জিনিস, যা রাবার দিয়ে তৈরী, কিন্তু এই ছোট্ট জিনিসটা যখন কেটে যায় অথবা নষ্ট হয়ে যায় ঠিক তখনি আপনার বাইকের ব্রেকে দেখা দেয় সমস্যা। বকেট নষ্ট হয়ে গেলে আপনি যখন ব্রেক ধরবেন, ব্রেক মাঝে মাঝে কাজ করবে আবার মাঝে মাঝে কাজ করবে না।

৫- ডিস্ক ব্রেকের বাইকে ব্রেক অয়েল কমে গেলে অথবা খারাপ হয়ে গেলে ব্রেক কম কাজ করবে। অয়েল নিয়ে আমরা অনেকেই খুব বেশি সচেতন না, কিন্তু অয়েল যদি কমে যায় অথবা ঠিক না থাকে তখন কিন্তু আপনার বাইকের ব্রেক আগের মতো কাজ করবে না, আপনি ইমারজেন্সি ব্রেক করার সময়ে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন।

ব্রেক-অয়েল

৬- ড্রাম ব্রেকের বাইকে যদি ব্রেক এডজাস্টমেন্ট নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এমনটা হয়। অনেক সময় দেখা যায় ড্রাম ব্রেকের এডজাস্টমেন্ট ঢিলা হয়ে যায়, যখন আপনার বাইকের ড্রামের এডজাস্টমেন্ট ঠিক থাকে না, তখন ব্রেকে সমস্যা দেখা দেয়।

বাইকের ছোট ছোট কিছু জিনিস সব সময় খেয়াল রাখবেন। কারণ ছোট ছোট কিছু সমস্যা অনেক সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটাতে পারে। নিজে নিরাপদ থাকতে সব সময় নিজের বাইকের যত্ন নিন, আর বাইক চালানোর সময় অবশ্যই ভালো মানের হেলমেট ব্যবহার করুন।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Jedi ENDURO 200CC

Jedi ENDURO 200CC

Price: 0.00

Jedi CUSTOM 250CC

Jedi CUSTOM 250CC

Price: 0.00

Jedi GT 320CC

Jedi GT 320CC

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

CF Moto 250CL-C

CF Moto 250CL-C

Price: 429999.00

AIMA AM-Snow Leopard

AIMA AM-Snow Leopard

Price: 0.00

AIMA AM-MINE

AIMA AM-MINE

Price: 0.00

View all Upcoming Bikes