বাইকের ফুয়েল খারাপ হলে বাইকে যে সমস্যাগুলো দেখা দেয়

This page was last updated on 30-Jul-2024 03:23pm , By Ashik Mahmud Bangla

বাইকের ফুয়েল খারাপ হওয়া বর্তমান সময়ে কমন একটা সমস্যা, আর নতুন যে বাইকগুলো আছে আমাদের দেশের বাজারে এর মধ্যে অধিকাংশ বাইক FI ( Fuel Injection ) সিস্টেমের। আর যখন কোন FI বাইকের ফুয়েল খারাপ হয় তখন বাইকে অনেক সমস্যা দেখা দেয়। আজ আমি সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো।

বাইকের ফুয়েল খারাপ হলে বাইকে যে সমস্যাগুলো দেখা দেয়

১- বাইকের স্টার্ট বার বার বন্ধ হয়ে যাওয়া

বাইকের স্টার্ট বার বার কয়েকটা কারনে বন্ধ হয়ে যেতে পারে, তবে সব ঠিক থাকার পরও যখন সমস্যা দেখা দেয় তখন আপনার বাইকের ফুয়েল চেক করুন। আমার বাইকে কয়েকবার এই সমস্যাটি হয়েছে বাইকের ফুয়েল খারাপ হওয়ার কারনে বাইক বার বার বন্ধ হয়ে গেছে।

২- ইঞ্জিনের পাওয়ার লস করবে

বাইকের ফুয়েল খারাপ হলে বাইক দম নিবে, অর্থাৎ আপনার বাইকের পাওয়ার ছেড়ে ছেড়ে দিবে। অধিকাংশ FI বাইকে খারাপ তেল নিলে এই সমস্যাটি দেখা দেয়। আপনার ভালো বাইকে তেল নেয়ার পর যদি এই সমস্যাটি দেখা দেয় তখন আপনার বুঝে নিতে হবে আপনার বাইকের ফুয়েলের মান ভালো না।

বাইকের ফুয়েল খারাপ হলে বাইকে যে সমস্যাগুলো দেখা দেয়

৩- মাইলেজ কম পাওয়া

বাইকের ফুয়েল যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে সঠিক মাইলেজ পাবেন না। আপনার বাইক থেকে প্রকৃত মাইলেজ পেতে হলে আপনার বাইকের ফুয়েল অবশ্যই ভালো হতে হবে।

৪- সাইলেন্সর থেকে সাদা ধোয়া আসা

বাইকের ফুয়েলের মান যখন অতিরিক্ত খারাপ হয় তখন বাইকের সাইলেন্সর থেকে অনেক সময় সাদা ধোয়া আসে। যদি আপনার বাইকে সব ঠিক থাকার পরও এই সমস্যা দেখা দেয় তাহলে সবার প্রথমে আপনার বাইকের ফুয়েল চেঞ্জ করুন।

৫- রেডি পিকাপ কমে যাওয়া

বাইকের ফুয়েল যখন খারাপ হয় তখন বাইক আর আগের মতো পারফরম্যান্স দিতে পারে না। যার ফলে আপনি দেখবেন আপনার বাইক থেকে আগের মতো আর রেডি পিকাপ পাবেন না। শুধু তাই না খারাপ তেল যদি আপনি নিয়মিত বাইকে নেন একটা সময় পর দেখবেন বাইকের ইঞ্জিনে অনেক সমস্যা দেখা দিয়েছে।

বাইকের-ফুয়েল-খারাপ

বাইকের ফুয়েল খারাপ হলে কি করনীয় ?

বাইকের ফুয়েল যদি অল্প খারাপ হয় সেক্ষেত্রে আমি যে কাজটি করি সেটা হচ্ছে অকটেন বুস্টার ব্যবহার করি। অনেক সময় দেখা যায় তেলের মান যদি কিছুটা খারাপ হয় সেক্ষেত্রে অকটেন বুস্টার দিলে সমস্যাটি দূর হয়ে যায়।

কিন্তু তেল যদি একেবারেই খারাপ হয়, সেক্ষেত্রে আপনার খারাপ তেল ফেলে দেয়া ছাড়া আর কোন বিকল্প নেয়। আমাদের দেশে এমনটা দেখা গেছে যে বাইকের তেলের সাথে পানিও মেশানো থাকে।

পরিশেষে একটা কথা বলতে চাই, বাইকে সব সময় ভালোমানের ফুয়েল ব্যবহার করার চেষ্টা করুন। আর যারা খোলা তেল ব্যবহার করেন তারা এই কাজটি করা বাদ দিয়ে দিন, কারন খোলা তেলে ময়লা থাকে এবং ভেজাল বেশি থাকে। সব সময় চেষ্টা করুন ভালো কোন ফুয়েল পাম্প থেকে তেল নেয়ার।