বাইকবিডি ৭ম ঢাকা বাইক শো ২০২৩ কুইজ
Published On 12-Mar-2023 11:11am , By Raihan Opu Bangla
সেমস গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে ৭ম ঢাকা বাইক শো ২০২৩। এই শো এর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাইকবিডি। প্রতি বারের মতো বাইকটি তাদের স্যোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে এই ঢাকা বাইক শোর খুটিনাটি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবে।

বাইকবিডি বাংলাদেশের অন্যতম বড় মোটরসাইকেল ব্লগ। বাইকবিডি সব সময় বাইকারদের জন্য নতুন নতুন সব আয়োজন নিয়ে হাজির হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। এই ঢাকা বাইক শোতে সকলের জন্য থাকছে র্যাফেল ড্র, ফেসবুক লাইভ, সহ নানা ধরনের আয়োজন।
এছাড়া আমাদের সব সময়ের আকর্ষণ “Proud To Be A Bangladeshi Biker” টিশার্ট তো থাকছেই। এর জন্য আপনাকে অংশ নিতে হবে বাইকবিডি টিশার্ট কুইজে।

কুইজে অংশ নিতে এখানে ক্লিক করুন - https://docs.google.com/forms/d/16q0D01auVv3D1XZ8YMsV6IFDlurgShHLhG4ALZ-5Mg0/edit#responses
লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আমাদের “Proud To Be A Bangladeshi Biker” টিশার্ট। তো আর দেরি না করে এখনও অংশ গ্রহন করুন কুইজে এবং জিতে নিন টিশার্ট। সবার সাথে দেখা হচ্ছে ৭ম ঢাকা বাইক শো ২০২৩। ধন্যবাদ।
