ফাইন্ডার জিপিএস ট্রাকার ইউজার রিভিউ। মোঃ আরিফুল ইসলাম

This page was last updated on 29-Jul-2024 04:10pm , By Raihan Opu Bangla

প্রতিটি বাইকারের কাছে তার বাইকটি খুব প্রিয়, আর আমরা বাইকাররা সব সময় চিন্তায় থাকি বাইক চুরি হওয়া নিয়ে। কিন্তু আমরা যদি চাই তাহলে আমাদের বাইকটাকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারি। আমি পেশায় একজন চাকুরিজীবী। চাকরিীরকাজে আমার বাইকটা মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় পার্কিং করে রাখতে হয়, আর এই জায়গাগুলো খুব বেশি সেফ না। আজ আমি আপনাদের সাথে আমার বাইকের জিপিএস ট্রাকার ফাইন্ডার নিয়ে আলোচনা করবো। অনেকের ধারণা জিপিএস ট্রাকার ব্যবহার করলে বাইকের ব্যাটারির ক্ষতি হয়, আজ আমি আপনাদের সামনে এই সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

ফাইন্ডার জিপিএস ট্রাকার নিয়ে আলোচনা।

GPS tracker

চলুন প্রথমে জেনে নেয়া যাক ফাইন্ডার জিপিএস ট্রাকার কি এবং এতে কি কি থাকছে। ফাইন্ডার জিপিএস ট্রাকার হচ্ছে লাইভ জিপিএস ট্রাকিং সিস্টেম। যদি একটু সহজভাবে বলি তাহলে বলতে হয় এটি এমন এক প্রযুক্তি যার মাধ্যে আপনি দেশের যে কোন প্রান্ত থেকে আপনার বাইকটি কোন স্থানে আছে এটার আপডেট পাবেন। আমি বিভিন্ন জায়গা থেকে খোজ নেয়ার পর এই জিপিএস ট্রাকারটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, তাই আমি এই বছরের জানুয়ারির ২৪ তারিখে ফাইন্ডারের অফিসে গিয়ে এই ডিভাইজটি আমার বাইকে ইনস্টল করেছি।Finder

যা যা পেয়েছি ফাইন্ডার জিপিএস ট্রাকারেঃ

১- ফাইন্ডার জিপিএস ট্রাকারের রয়েছে নিজস্ব ম্যাপ, এর ফলে আপনি আপনার বাইকের লোকেশন অন্যান্য ট্রাকারের চাইতে সঠিক দেখতে পাবেন। নিজস্ব ম্যাপ থাকার ফলে এরা সব সময় আপনাকে সঠিক তথ্য দিবে। ২- এই ট্রাকারের ম্যাপে রয়েছে নিজস্ব পার্কিং মুড, এর ফলে এটি এক্টিভ করা থাকলে বাইকটি পার্কিং থেকে বের হলে আপনার এপসে এলার্ট যাবে যদি ডাটা কানেকশন অন করা থাকে। কিন্তু যদি ডাটা কানেকশন অফ থাকে তাহলে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। ৩- এই জিপিএস ট্রাকারের মাধ্যমে আপনি সারাদিন কোথায় কোথায় গিয়েছেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ৪- এর যেই ফিচারটি আমার খুব বেশি ভালো লেগেছে সেটা হলো আপনি কোন রাস্তায় কত গতিতে বাইক চালিয়েছেন সেটাও আপনি ফাইন্ডার জিপিএস ট্রাকার থেকে জানতে পারবেন। ৫- ফাইন্ডার বাইকে ইনস্টল করার সময় সর্বোচ্চ নিরাপত্তা মেনে চলা হয় এবং ডিভাইজটিকে যতটুকু সম্ভব গোপন করে রাখা হয়।Finder GPS Tracker

যে যে দিকগুলো আমার কাছে খারাপ মনে হয়েছেঃ

প্রতিটা জিনিসের ভালো এবং মন্দ দিক রয়েছে ঠিক তেমনি ফাইন্ডার জিপিএস ট্রাকারেরও কিছু মন্দ দিক রয়েছে। এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছিঃ ১- ফাইন্ডার জিপিএস ট্রাকারের এপসে কোন ইঞ্জিন অফ করার অপশন নেই, তাই আপনার বাইকটি যদি হারিয়ে যায় কখনো তাহলে আপনাকে অফিসে কল দিয়ে বাইকের ইঞ্জিন অফ করাতে হবে। ২-মাঝে মাঝে ফোনে মেসেজের মাধ্যমে নোটিফিকেশন পাওয়া যায় না, তবে এই সমস্যা আমার সাথে মাত্র কয়েকয়ার হয়েছে। এমনটা হয়তো নেটওয়ার্ক সমস্যার জন্যও হতে পারে। ৩- মাঝে মাঝে পার্কিং মুড অন করা থাকলেও সেটা একাই অফ হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে এই ডিভাইসটির মাসিক চার্জ কিছুটা কম হলে ভালো হতো। তবে নিরাপত্তার কথা এবং আপডেট প্রযুক্তির কথা বিবেচনা করে এটি আমার কাছে সেরা মনে হয়েছে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Upcoming Bikes