নিনজা মনসুন ম্যানিয়া - কাওয়াসাকি ক্যাশ ডিস্কাউন্ট অফার!

This page was last updated on 28-Jul-2024 04:31pm , By Raihan Opu Bangla

এশিয়ান মোটরবাইকস লিমিটেড বাংলাদেশে কাওয়াসাকির একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। কাওয়াসাকি বাইকারদের জন্য নিয়ে এসেছে "নিনজা মনসুন ম্যানিয়া", যেখানে দেয়া হচ্ছে ২০,০০০/- টাকা পর্যন্ত ডিস্কাউন্ট। 

নিনজা মনসুন ম্যানিয়া - কাওয়াসাকি ক্যাশ ডিস্কাউন্ট অফার!

কাওয়াসাকি ক্যাশ ডিস্কাউন্ট অফার!

কাওয়াসিক পুরো বিশ্ব জুড়ে জাপানিজ ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম এবং জনপ্রিয় ব্র্যান্ড। তবে কাওয়াসাকি মুলত তাদের উচ্চ সিসি ও গতির বাইকের জন্য বিখ্যাত। কাওয়াসাকির নিনজা সিরিজটি পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত। Ninja H2R বাইকটি বিশ্বের অন্যতম দ্রুত গতির বাইক হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। 


বাংলাদেশে সিসি লিমিটেশন রয়েছে। তাই বাংলাদেশের বাইকাররা উচ্চ সিসির বাইক রাইড করতে পারেন না। তাই কাওয়াসাকি বাংলাদেশের বাইকারদের জন্য কম সিসি এবং সেই সাথে ডিজাইনের সম্বনয়ে বাইক নিয়ে এসেছে। যাতে তারাও উচ্চ সিসির বাইকের একটি অনুভূতি নিতে পারেন।


Kawasaki Ninja 125 First Impression Review


গত বছর কাওয়াসাকি বাংলাদেশে লঞ্চ করেছে  Ninja 125 2020 ভার্সন। বাইকটি লঞ্চ হবার আগে এবং পরে বাইকটি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। একে এক হিসেবে বেবি নিনজাও বলা যায়। লুকস এবং ডিজাইন এর দিক থেকে বাইকটি অনেক বেশি এগ্রেসিভও বলা যায়।


এই বাইকটি ১২৫সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন বিশিষ্ট। ইঞ্জিন থেকে 15 HP & 11.7 NM টর্ক উৎপন্ন করতে পারে এবং এই পাওয়ার ট্রান্সমিশনের জন্য ইঞ্জিনের সাথে ৬ স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। বাইকটি ওজনে প্রায় ১৪৮ কেজি এবং ফুয়েল ট্যাঙ্কে ১১ লিটার পর্যন্ত ফুয়েল নেয়া যায়। 

কাওয়াসাকি ক্যাশ ডিস্কাউন্ট অফার!

এই মনসুনে কাওয়াসাকি দিচ্ছে "নিনজা মনসুন ম্যানিয়া"  । এই অফারটি দেয়া হচ্ছে শুধু মাত্র কাওয়াসাকি নিনজা ১২৫ বাইকে। এই অফারে দেয়া হচ্ছে ২০,০০০/- টাকার ডিস্কাউন্ট। অফারটি চলবে স্টক থাকা পর্যন্ত, তবে স্টক কিন্তু লিমিটেড। তাই দ্রুত আপনার নিনজা ক্রয় করে অফারটি উপভোগ করুন।


নিনজা ১২৫ বাইকটি ছাড়াও কাওয়াসাকির আছে জেড১২৫ বাইক। যে বাইকটি পাওয়ার ট্রান্সমিশন, ইঞ্জিন ও ক্যাটাগরির দিক থেকে নিনজার সম পর্যায়ের। তবে জেড১২৫ বাইকটি হচ্ছে নিনজা এর নেকেড ভার্সন। তাই ইঞ্জিন ও পাওয়ার প্রায় কাছাকাছি পর্যায়ের। 


তাই আর দেরি না করে আপনি এই মনসুন উদযাপনের জন্য আপনার পছন্দের কাওয়াসাকি নিনজা আজই কিনে ফেলুন আর উপভোগ করুন "নিনজা মনসুন ম্যানিয়া" ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

I-am Anger

I-am Anger

Price: 0.00

I-am Roma

I-am Roma

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Upcoming Bikes