ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া

This page was last updated on 30-Jul-2024 11:11am , By Ashik Mahmud Bangla

আমার Lifan KPT 150 ABS বাইকটির ৩ মাস পূরণ হলো, আর এই ৩ মাসের মধ্যে আমি আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট পেয়ে গেছি এবং রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডের জন্য বায়োমেট্রিক ও দিয়েছি। আজ আমি আপনাদের সাথে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আলোচনা করবো। আমি ১৪.১১.২০২১ এ আমার বাইকটি ক্রয় করি এবং ওইদিন সন্ধ্যায় বাইক রেজিস্ট্রেশনের টাকা জমা দেই শোরুমে। টাকা জমা দেয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই আমার বাইকের রেজিস্ট্রেশন নাম্বার চলে আসে।

ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া

স্মার্ট কার্ড পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া

এরপর BRTA থেকে আমার মোবাইল নম্বরে মেসেজ আসে, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ( রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ) এর বায়োমেট্রিক দেয়ার জন্য। ওই মেসেজ অনুযায়ী আমি এপয়েন্টমেন্ট নেয়ার জন্য মেসজ দেই। রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড এর জন্য NP B DATE লিখে 26969 নম্বরে মেসেজ পাঠিয়ে দেই। আমি ডেট আমার সুবিধামতো নিয়েছিলাম, মেসজ পাঠানোর পর আমাকে রিপ্লাই মেসেজে জানানো হলো আমার এপয়েন্টমেন্ট কনফার্ম করা হয়েছে।

ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট

তারপর উক্ত দিন আমি আমার বাইকের রেজিস্ট্রেশন ডকুমেন্ট এবং ন্যাশনাল আইডি একটা ফটো কপি করে নিয়ে বায়োমেট্রিক দিতে মিরপুর বিআরটি এ তে যাই। সেখানে গিয়ে মিরপুর বিআরটি এর মসজিদের পাশে বায়োমেট্রিক দেয়ার রুমে যাই , সেখানে গিয়ে সব ডকুমেন্ট দেখানোর পর আমাকে একটা সিরিয়াল দেয়া হয়, সেটা নিয়ে পাশের রুমে যায়। সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি বায়োমেট্রিক দেই। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন , আপনার কিন্তু সব ডকুমেন্টের আসল কপিও সাথে রাখতে হবে।

বায়োমেট্রিক

p;-;;p-

ডিজিটাল নাম্বার প্লেট পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া

বায়োমেট্রিক দিয়ে আসার পর সন্ধ্যায় আমার মোবাইলে মেসেজ আসে, আমার ডিজিটাল নাম্বার প্লেট রেডি হয়ে গেছে , পরবর্তিতে আমি ডিজিটাল নাম্বার প্লেট এপয়েন্টমেন্ট এর জন্য মেসেজ দেই। ফোনের মেসেজ অপশনে গিয়ে NP A DATE লিখে 26969 নম্বরে মেসেজ পাঠিয়ে দেই। আমি ডেট আমার সুবিধামতো নিয়েছিলাম। মেসজ পাঠানোর পর আমাকে রিপ্লাই মেসেজে জানানো হলো আমার এপয়েন্টমেন্ট কনফার্ম করা হয়েছে।

ডিজিটাল নাম্বার প্লেট পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া

উক্ত তারিখে আমি সঠিক টাইম মতো মিরপুর বিআরটি এ যাই , সেখানে যাওয়ার আগে আমি বাইকের সব কাগজপত্র , ন্যাশনাল আইডি কার্ড ( যদি না থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স ) এবং মানি রশিদ ফটোকপি এবং অরজিনালটা সাথে নিয়ে যায়। তারপর বাইক চেক করিয়ে সিরিয়ালে দাঁড়ায় , খুব দ্রুত আমি আমার ডিজিটাল নাম্বার প্লেট পেয়ে যায়।

ডিজিটাল নাম্বার প্লেট পাওয়া , স্মার্ট কার্ডের বায়োমেট্রিক এই সব কাজ আপনি নিজে একা করেছিলাম , এই সব কাজ করতে গিয়ে অনেকেই আছেন যারা দালালের কাছে যান। কিন্তু এই কাজগুলো খুবই সহজ কাজ আর এই কাজ করার জন্য দালালেল কাছে যাওয়ার কোন দরকার নেই।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes