টিভিএস ও জয়িতা ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দেয়া হল টিভিএস স্কুটার

Published On 13-Jul-2023 12:22pm , By Raihan Opu Bangla

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জয়িতা নারী উদ্যোক্তাদের স্বল্প সুদের ঋণে টিভিএস স্কুটার ও ঋণের চেক হস্তান্তর করেছেন। এই স্কুটার গুলো দেয়া হচ্ছে টিভিএস অটো বাংলাদেশ এর সৌজন্যে। 

গত মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় অবস্থিত জয়িতা ফাউন্ডেশনের ফুড কোর্টে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পাঁচ নারীর হাতে মোট ৭ লাখ ৪৫ হাজার টাকার ঋণের আওতায় পাঁচটি টিভিএস স্কুটার নারী উদ্যোক্তাদের হস্তান্তর করেছেন।

এছাড়াও তিনি জয়িতা ফাউন্ডেশনের ৭৫ জন নারী উদ্যোক্তাকে মোট ১১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার এসএমই ঋণের চেক বিতরণ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। স্কুটার বিতরণের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে জয়িতা ফাউন্ডেশন থেকে নারী উদ্যোক্তাদের জন্য রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড।

আজ যারা এ ঋণ পাচ্ছেন, আশা করি তারা ভালোভাবে এ অর্থ ব্যবসায় বিনিয়োগ করবেন। দক্ষতার সঙ্গে নিজেদের ব্যবসা পরিচালনার মাধ্যমে নিজে ও অন্য নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাবেন।

তিনি আরও বলেন, গণপরিবহনে নারীদের চলাচল করতে গিয়ে নানারকম ঝক্কিঝামেলা মোকাবিলা করতে হয়। যার প্রভাব পড়ে তাদের কাজে। তাই নারীদের নিরাপত্তা রক্ষায় একশ বাসে সিসি ক্যামরা লাগানো হয়েছে, যেন কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। 

নারীর ক্ষমতায়ন ও স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, নারীদের হাতে স্কুটার দেওয়ার মধ্য দিয়ে তাদের ইচ্ছা মতো চলাচলের স্বাধীনতা নিশ্চিত হবে। পথ চলতে পদে পদে তাদের যে ভোগান্তি, তা দূর হবে।

জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন ও সিটি ব্যাংক লিমিটেড এর হেড অব এসএমই কামরুল হাসান মেহেদি।

এছাড়াও জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শহিদুল ইসলাম ও মন্ত্রণালয়ের কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেন, নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বিনির্মাণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পণ্য উৎপাদন থেকে শুরু করে পণ্য বিক্রয়ের প্রতিটি পর্যায়ে নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি জয়িতা ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন উপস্থিত ছিলেন। বক্তারা নারীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশন গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার কথা উল্লেখ করেন।

জানা গেছে, জয়িতা ফাউন্ডেশনের রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড থেকে মাত্র ৫ শতাংশ সুদে এ ঋণ দেওয়া হচ্ছে। সিটি ব্যাংক লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ওয়ান ব্যাংক লিমিটেডের মাধ্যমে ঋণসমূহ বিতরণ করা হচ্ছে।

আশা করা যাচ্ছে টিভিএস অটো বাংলাদেশ নারীদের উন্নয়নে এভাবেই এগিয়ে আসবে এবং পরবর্তিতে নারী উদ্যোক্তাদের ভেতর স্কুটার থেকে শুরু করে মোটরসাইকেল সুলভ ঋণ ও কিস্তি সুবিধার মাধ্যমে বিক্রয় করবে। 


তথ্য ও প্রতিবেদনঃ জাগোনিউজ২৪

Best Bikes

@CommonFx::Bestbike()
Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 209500.00

View all Best Bikes

Latest Bikes

Yadea T5

Yadea T5

Price: 125000.00

Yadea M6

Yadea M6

Price: 115000.00

Bajaj Pulsar N150

Bajaj Pulsar N150

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Yadea T5

Yadea T5

Price: 125000.00

Yadea M6

Yadea M6

Price: 115000.00

Yamaha R15 V4 BS7

Yamaha R15 V4 BS7

Price: 0.00

View all Upcoming Bikes