টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে

This page was last updated on 16-Jul-2024 03:55pm , By Saleh Bangla

টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি টিভিএস অটো লিমিটেড এর মাধ্যমে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে । আমাদের ধারনা মতে বাইকটি বাংলাদেশেও আসবে কিন্তু আমরা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয় কবে বাংলাদেশে আসবে। তবে আশা করি আগামী ৬ মাসের মধ্যে বাইকটি বাংলাদেশে লঞ্চ হতে পারে।


tvis-apache-rotor-160-4v

 

টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি এই কোম্পানির একদম নতুন মোটরসাইকেল । এই সময়ের মধ্যে তারা ৩ টি ভার্শনের বাইক লঞ্চ করেছে ।

  • বেস ভার্শনঃ সিঙ্গেল ডিস্ক ব্রেক এন্ড কার্বুরেটর ইঞ্জিন
  • মিড ভার্শনঃ ডুয়েল ডিস্ক ব্রেক এন্ড কার্বুরেটর ইঞ্জিন
  • প্রিমিয়াম ভার্শনঃ ডুয়েল ডিস্ক ব্রেক এন্ড ইলেক্ট্রনিক ফুয়েল ইঞ্জেকটেড (ইএফআই) ইঞ্জিন

বাইকটি টিভিএস এপাচি আরটিআর ২০০ এর ছোট ভাই হিসেবে ৪ভি লঞ্চ করেছে। বাইক দুটোর হেড লাইট, টেইল লাইট, সাইড ট্যাংক স্কুপ, ডাবল ব্যারেল এক্সজস্টেড, ফুল ডিজিটাল স্পিডোমিটার এবং অনেক রকম ফিচারস প্রায় একই রকম । কিন্তু টিভিএস এ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি তে তারা রড হ্যান্ডেল এবং সিঙ্গেল সিট দিয়েছে ।


tvis-apache-rotor-4v-red বাইকটির ইঞ্জিনে সিঙ্গেল সিলিন্ডার ৪ ভাল্বভস এবং কুলিং সিস্টেম অয়েল কুল্ড ( বাজাজ পালসার এনএস১৬০ এর মত) দেওয়া আছে । বাইকটির কার্বুরেটর ভার্শন প্রায় ১৬.২বিএইচপি এবং ইএফআই ভার্শন প্রায় ১৬.৫ বিএইচপি দিতে সক্ষম । দুই ভার্শনের বাইকেই টর্ক প্রায় ১৪.৮ এনএম ।


>>Click Here For The TVS Apache RTR 160 First Impression Video<<


সাস্পেনশন এর দিক দিয়ে ফ্রন্ট সাস্পেশনে কনভেনশনাল টেলিস্কোপ এবং রিয়ারে মনো সাস্পেনশন  দেওয়া আছে । বেস ভার্শনের বাইকে রিয়ার টায়ার ১১০ মি.মি. যেখানে রিয়ার ডিস্ক ব্রেক হল ১৩০ মি.মি. রিয়ার টায়ারে । বাইকটির ওজন প্রায় ১৪৩ কে.জি. আর ইএফআই ভার্শনে বাইকটির ওজন ১৪৭ কে.জি. । 

TVS-Apache-ART605A72B7DD

সব ভার্শনের বাইকেই পেটাল ডিস্ক ব্রেক ২৭০ মি.মি. যেখানে রিয়ারে ডিস্ক এবং ড্রাম ব্রেক যথাক্রমে ২০০ এবং ১৩০ মি.মি. । ১৭ ইঞ্চি এ্যালয় হুইল প্রায় এই ভার্শনের সব বাইকে রয়েছে । বাংলাদেশে ১৬৫ সিসি এর পার্মিশন দেওয়ার ফলে বাংলাদেশে এই বাইকটি আসার জন্য কোন বাধা নেই কিন্তু প্রশ্ন হল কবে আসবে আর সেই প্রশ্নের উত্তর হিসেবে টিভিএস অটো আশ্বাস দিয়েছে যে টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি ২০১৮ সালের জুলাই-আগস্ট এর মধ্যে বাংলাদেশে লঞ্চ করার চিন্তা-ভাবনা করছে । 

tvs-apache-rtr160-4v

আমরা যখন বাইকের মুল্য সম্পর্কে জানতে পারব তখন আপনাদের জানাবো দামের বিষয়।  তবে ইন্ডিয়ায় বাইকটির দাম দেখে আমরা ধারনা করতে পারি যে বাইকটির দাম তুলনামূলকভাবে বাজাজ পালসার এনএস ১৬০ এবং হোন্ডা হর্নেট ১৬০আর এর চেয়ে কম হবে । ছবিগুলো গুগল এবং জিগহুইলস.কম থেকে নেওয়া হয়েছে ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda SP160 (Single Disc)

Honda SP160 (Single Disc)

Price: 197000.00

Lifan Blues 150

Lifan Blues 150

Price: 0.00

Lifan KPV350

Lifan KPV350

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Freedom 125

Bajaj Freedom 125

Price: 0.00

Lifan K29

Lifan K29

Price: 0.00

455500

455500

Price: 0.00

View all Upcoming Bikes