টারো জিপি ওয়ান ভ্যালিরিও ফিচার সমূহ

This page was last updated on 14-Jul-2024 11:31am , By Saleh Bangla

বাংলাদেশে এমন অনেক বাইক প্রেমিরা রয়েছে যারা কিনা স্পোর্টস বাইক কে তাদের পছন্দ তালিকাই শীর্ষে রাখে। স্পোর্টস বাইক এর প্রতি এই বিশেষ আগ্রহ কে মাথাই রেখে মোটরসাইকেল কোম্পানি গুলো তাদের সেরা স্পোর্টসবাইক বাজারে নিয়া আসছে। সেই স্পোর্টস সেগমেন্টে তালিকাই একটি নতুন ব্র্যান্ড যুক্ত হয়েছে,যার নাম হচ্ছে- টারো। বাইকগুলো চায়না থেকে বাংলাদেশে আমদানি করা হচ্ছে। টারোর এই স্পোর্টস বাইক বাংলাদেশে সর্বাধিক জনপ্রিয় চায়না স্পোর্টস বাইক Lifan KPR 150 সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। টারো বাংলা তাদের জনপ্রিয় বাইক এর গুলোর একটি- টারো জিপি ওয়ান ভ্যালিরিও স্পোর্টস। টারো জিপি ওয়ান ভ্যালিরিও একটি ১৫০সিসি স্পোর্ট সেগমেন্টের মোটরসাইকেল। বাইক চালাতে যারা ভালবাসেন তাদের কাছে এই বাইকটি প্রথম দেখায় ভাল লাগার মত একটি বাইক। বাইকটির চমৎকার ডিজাইন এবং আকর্ষণীয় লুক বাইকটিকে বানিয়েছে সেরা। taro-gp-one-valerio-price

>> Taro GP One Price In Bangladesh 2018 <<

ট্যারো জিপি ওয়ান ভ্যালেরিও একটি ১৫০সিসি স্পোর্টস মোটরসাইকেল। ইঞ্জিনটিতে ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ক্যামশ্যাফট ওভারহেডের সাথে  ওয়াটার কুলড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি ১৪.৮বিএইচপি @ ৮,৫০০আরপিএম পাওয়ার এবং ১৪ এনএম @ ৬,৫০০আরপিএম টর্ক উৎপন্ন করে।ইঞ্জিনটির ফুয়েল স্যাপ্লাই সিস্টেম এফ আই(ফুয়েল ইনজেকশন) এবং বাইকটি শুধুমাত্র ইলেকট্রিক ভাবে স্টার্ট  দেয়া যায়। এই বাইকের ইঞ্জিন বোর এবং স্ট্রোক হল ৫৮.৫মিমি এবং ৫৮.৮মিমি, ইঞ্জিন কম্প্রেশন রেশিও ১০.৭: ১।taro-gp-one-engine টারো জিপি ওয়ান ভ্যালিরিও বাইকের সামনে এবং পেছনে সম্পূর্ন নতুন ধরনের সাসপেনশন ব্যবহার  করা হয়েছে। টারো জিপি ওয়ান ভ্যালিরিও স্পোর্টস বাইকের সামনে রয়েছে পজিটিভ স্টক এ্যাবজরবার এবং পেছনে রয়েছে মনোশক সাসপেনশন যা সিঙ্গেল গ্যাস এ্যাবজরবার নামে পরিচিত।বাইকটির সামনে উপরের দিকে রয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট। বাইকটির সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, মোটরসাইকেলটি সামনে ডুয়াল হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে যার ডায়ামিটার ৩০০ মিঃ মিঃ এবং পিছনেও রয়েছে ডিস্ক ব্রেক সিস্টেম যার ডায়ামিটার ২৪০ মিঃ মিঃ, এছাড়া এই বাইকে আরও রয়েছে স্ট্যান্ডার্ড  সিবিএস ব্রেকিং সিস্টেম।taro-gp-one-price অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় এই বাইকগুলোর টায়ার একটু বেশি মোটা। এই বাইকের ফ্রন্ট টায়ার সাইজ ১১০ / ৭০-১৭ এবং পেছনে টায়ার সাইজ ১৫০ / ৭০-১৭ যার উভয় টায়ারই টিউবলেস। চাকাটি হচ্ছে ৫ টি স্পোক বিশিষ্ট ১৭ ইঞ্চি হুইল এবং এটি এ্যালয় রিম হুইল। এই বাইকে আরো রয়েছে ১৩.৫ লিটার ফুয়েল ধারন ক্ষমতা সম্পন্ন ফুয়েল ট্যাঙ্ক। বাইকটির ওজন হচ্ছে ১৫০ কেজি।

taro-gp-price-in-bangladesh

>>Taro GP One Sport Specification, Price In Bangladesh, Review<<

ফিচারের দিক দিয়ে বলতে গেলে টারো জিপি ওয়ান ভ্যালিরিও বাইকে রয়েছে ফুল ইন্সট্রুমেন্ট প্যানেল। এর ডিজিটাল স্পিডোমিটার এবং এ্যানালগ টেকোমিটার, ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ডিসপ্লে গিয়ার এবং ফুয়েল গজ রয়েছে। এই বাইকের মাইলেজ সম্পর্কে যদি বলি তাহলে কোম্পানি দাবি করেছে যে ,মোটরসাইকেলটি থেকে শহরের ভিতরে প্রতি লিটারে ৪০ কিলোমিটার এবং হাইওয়েতে প্রতি লিটারে ৪৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। কোম্পানি দাবি অনুযায়ী এই বাইকের সর্বোচ্চ গতি ১৪০ কিঃ মিঃ/ঘঃ। taro-gp-speedometer সবশেষে আমরা বলতে পারি, টারো জিপি ওয়ান ভ্যালিরিও একটি আকর্ষণীয় মোটরসাইকেল। এর আকর্ষণীয় লুক এবং ডিজাইনের দেখলে মনে হয় যে এটি সবসময় রেস  করার জন্য তৈরি।তবে সময় বলতে পারবে যে বাংলাদেশী মোটরসাইকেল বাজারে এই মোটরসাইকেল কি ধরনের প্রভাব ফেলতে পারবে। এই প্রজন্মের তরুণদের সকল  চাহিদা পূরণ করতে সক্ষম এই বাইকটি। মোটরসাইকেলটির মূল্য নির্ধারন করা হয়েছে - ২ লক্ষ ৯৯ হাজার টাকা, এবং  ট্যারো জিপি ইতিমধ্যে ঢাকায় এই মোটরসাইকেলটির বুকিং নেয়া শুরু  করেছে। সুতরাং, আমাদের এখন টারো জিপি ওয়ান ভ্যালিরিও বাইকটির লঞ্চ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন, সবসময় হেলমেট পরিধান করুন।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Honda SP160 (Single Disc)

Honda SP160 (Single Disc)

Price: 197000.00

Lifan Blues 150

Lifan Blues 150

Price: 0.00

Lifan KPV350

Lifan KPV350

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Freedom 125

Bajaj Freedom 125

Price: 0.00

Lifan K29

Lifan K29

Price: 0.00

455500

455500

Price: 0.00

View all Upcoming Bikes