গিয়াএক্স বাংলাদেশে চলছে এলপাইনস্টার্স, কেওয়াইটি এবং বিলমোলা হেলমেটের উপর ডিস্কাউন্ট অফার
Published On 08-Jul-2023 02:40pm , By Raihan Opu Bangla
গিয়ারএক্স বাংলাদেশের অন্যতম মোটরসাইকেল এক্সেসরিজ ব্র্যান্ড শপ। মুলত মোটরসাইকেল সেফটি গিয়ার্সের অন্যতম বড় ব্র্যান্ড শপ হচ্ছে গিয়ারএক্স বাংলাদেশ। ঈদ উল আযহা এর সময় যেই অফারটি দেয়া হয়েছিল সেটাই আবার সময় বাড়ানো হয়েছে।

এলপাইনস্টার্স পৃথিবীর অন্যতম বিখ্যাত মোটরসাইকেল সেফটি এবং এক্সেসরিজ ব্র্যান্ড। গিয়ারএক্স বাংলাদেশে এলপাইনস্টার্স এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। গিয়ারএক্স বাংলাদেশে এলপাইনস্টার্স এর সকল এক্সেসরিজ বাংলাদেশ অফিশিয়ালি বিক্রয় করে থেকে।
আমাদের অনেকের ধারণা রয়েছে যে এলপাইনস্টার্স শুধু জ্যাকেট তৈরি করে থাকে। আসলে এমন নয়, এলপাইনস্টার্স মোটরসাইকেল সেফটি এক্সেসরিজ যেমন জ্যাকেট, জুতা, হেলমেট, গ্লাভস সহ অনেক এক্সেসরিজ তৈরি করে থাকে।

গিয়ারএক্স বাংলাদেশ এলপাইনস্টার্স এর জ্যাকেটের উপর দিচ্ছে ১৫% ছাড়। এই ছাড় সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে, চলবে আগামী ১০ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

এছাড়া বিশ্বমানের হেলমেট ব্র্যান্ড KYT এবং Bilmola ব্র্যান্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গিয়ারএক্স বাংলাদেশ। এই দুটি ব্র্যান্ডের হেলমেটেও দেয়া হচ্ছে ছাড়। অফারটি চলবে আগামী ১০ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।
আপনি যদি এই অফারটি গ্রহণ করতে আগ্রহী হন, তবে আপনি মিরপুর ৬০ফিটে অবস্থিত গিয়ারএক্স বাংলাদেশের ফ্ল্যাগশীপ শোরুমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।