এমটি হেলমেটের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে যাত্রা শুরু করল স্পীডোজ লিমিটেড
Published On 19-Jul-2023 12:25pm , By Raihan Opu Bangla
মোটরসাইকেল রাইডারদের জন্য সেফটি গিয়ার্স অন্যতম প্রয়োজনীয় গিয়ার্স। এই গিয়ার্সের ভেতর হেলমেট অন্যতম একটি প্রয়োজনীয় গিয়ার্স। সম্প্রতি স্পীডোজ লিমিটেড বাংলাদেশে বিশ্বখ্যাত হেলমেট ব্র্যান্ড এমটি হেলমেটের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে যাত্রা শুরু করেছে।

স্পীডোজ লিমিটেড বাংলাদেশের অন্যতম একটি মোটরসাইকেল এবং সেই সাথে মোটরসাইকেল এক্সেসরিজ আমদানীকারক। কোম্পানিটি মোটরসাইকেল গিয়ার এবং এক্সেসরিজের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে।
অপরদিকে এমটি হেলমেট বিশ্বের অন্যতম জনপ্রিয় হেলমেট ব্র্যান্ড। ১৯৬৮ সালে এমটি হেলমেট তাদের যাত্রা শুরু করে। এমটি হেলমেট বিশ্বব্যাপী একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত হয়েছে, যা তার উন্নত সেফটি, আরামদায়ক, আধুনিক প্রযুক্তি এবং আধুনিক ডিজাইনের সমৃদ্ধ হবার কারণে এমটি হেলমেট সবার কাছেই জনপ্রিয়।

এমটি হেলমেটের সাথে স্পীডোজ লিমিটেডের চুক্তি বদ্ধ হবার মাধ্যমে নতুন দিগন্তের সুচনা হবে বলে আশা করা যাচ্ছে। স্পীডোজ লিমিটেড বাংলাদেশে এমটি হেলমেটের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে নিজেদের যাত্রা শুরু করছে। আশা করা যাচ্ছে এমটি হেলমেট ও স্পীডোজ লিমিটেডের একত্রে বাংলাদেশের হেলমেট জগতে এক অন্যধারার সৃষ্টি করবে।

স্পীডোজ এবং এমটি হেলমেটের এই কোলাবরেশন বাংলাদেশের সেফটি স্ট্যান্ডার্ডকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমরা আশা রাখি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মোটরসাইকেল রাইডারদের বাজেট মুল্যে মান সম্মত হেলমেট ও রাইডিং গিয়ার্স প্রদান করাই হচ্ছে মুল উদ্দেশ্য।
এমটি হেলমেট ও স্পীডোজ লিমিটেডের নতুন অগ্রযাত্রা বাইকারদের জন্য আরও সহায়ক হবে বলেই আমরা ধারণা করছি। আমরা আশা করছি যে এমটি হেলমেট ও স্পীডোজ লিমিটেড যৌথভাবে বাংলাদেশের বাইকারদের সেফটি নিয়ে কাজ করবে।