এক্সিডেন্টে বাইক জব্দ করা হলে কিভাবে বাইক ছাড়াবেন ?

This page was last updated on 18-Jul-2024 12:57pm , By Raihan Opu Bangla

এক্সিডেন্টে বাইক জব্দ হাওয়ার ঘটনার সম্মুখীন আমাদের অনেকের হতে হয়, কিন্তু যদি কখনো আমাদের সাথে এমন হয় তাহলে কি করনীয় এটা আমরা অনেকেই জানি না। আজ আমরা এক্সিডেন্টে বাইক জব্দ করা হলে কিভাবে বাইক ছাড়াবেন অথবা নিজের জিম্মায় নিবেন এই সম্পর্কে বিস্তারিত জানবো।

এক্সিডেন্টে বাইক জব্দ করা হলে কিভাবে বাইক ছাড়াবেন ?  Bike impounded in accident

 আপনি যদি কখনো বড় ধরণের সড়ক দূর্ঘটনার সম্মুখীন হয়ে থাকেন এবং এক্সিডেন্ট করার পর আপনার বাইক আটক করে থানায় নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে ঘাবড়ে যাবেন না। এক্সিডেন্টের পর সবার আগে নিজের কি অবস্থা এবং সাথে পিলিয়ন থাকলে তার কি অবস্থা সেদিকে খেয়াল করুন। নিজে যদি সুস্থ থাকেন তারপর বাইকের খোঁজ নিন।


এক্সিডেন্টে বাইক জব্দ করা হলে যা যা করবেনঃ

এক্সিডেন্টে বাইক জব্দ করে থানায় নিয়ে গেলে সবার আগে আপনাকে ওই জেলার কোর্ট এ যেতে হবে। সেখান থেকে আপনাকে একজন সরকারি উকিল ঠিক করতে হবে। উকিল আপনার বাইক থানা থেকে ছাড়িয়ে নিতে যে কাজগুলো করতে হয় সেগুলো করে দিবে। বাইক ছাড়ানোর জন্য উকিলের কাছে আপনার বাইকের সকল ডকুমেন্টের অরজিনাল কপি দিতে হবে।lawyer

উকিল এই সব কাগজপত্র নিয়ে কোর্ট বরাবর একটি আবেদন করবেন, যদি আপনার বাইকের সকল কাগজপত্র ঠিক থাকে তাহলে কোর্ট থেকে উক্ত থানায় একটি আদেশপত্র পাঠানো হবে। এই সম্পূর্ণ কাজটি শেষ হতে ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই সময় লাগে না। কোর্ট থেকে থানার যদি কাগজটি চলে যায় তারপর আপনার থানায় যেতে হবে।


থানায় গিয়ে আপনি আপনার বাইক নিজের জিম্মায় নিয়ে নিতে পারেন। আপনি চাইলে কোর্ট আদেশের কপি নিজের সাথে নিয়ে যেতে পারেন। এক্সিডেন্টে বাইক জব্দ করা হলে বাইক যেই জেলায় জব্দ করা হউক না কেনো চিন্তার কোন কারন নেই। আপনি যদি একজন সরকারি উকিল ওই জেলায় খুজে নিতে পারেন আপনি আপনার বাইক ফেরত পাবেন।Police-station

এক্সিডেন্টে বাইক জব্দ করা হলে আমরা অনেকেই পুলিশের সাথে তর্কে জড়িয়ে যায়, কিন্তু মাথা গরম করে কখনো ভুল কাজ করবেন না। সব সময় আইনের প্রতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করুন। 


রাস্তায় যখন আমাদের কোন বিপদ হয় অথবা এক্সিডেন্ট হয় তখন পুলিশ সবার আগে এগিয়ে আসে। এবার কথা হচ্ছে উকিলকে কেমন টাকা দিতে হয়? আমার পরিচিত একজনের এক্সিডেন্টে বাইক জব্দ করা হয়েছিল। 


তার এই কাজটি করার জন্য উকিলকে ১৫০০ থেকে ২০০০ টাকা দিতে হয়েছিলো। কোন বাইকার বাইক দূর্ঘটনার সম্মুখীন না হউক এই কামনাই করি। সব সময় হেলমেট পড়ে নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন। ধন্যবাদ