একা লং রাইড করার পূর্ব প্রস্তুতি এবং রাইডিং টিপস। বাইক বিডি

This page was last updated on 09-Nov-2023 01:19pm , By Raihan Opu Bangla

আমাদের মধ্যে এমন অনেক বাইকার আছেন যারা একা একা বাইক নিয়ে লং রাইড করতে ভালোবাসেন। একা একা লং রাইড করার মধ্যে আলাদা একটা মজা আছে, কিন্তু একা কোন লং ট্যুরে বের হলে তার জন্য বেশ কিছু পূর্ব প্রস্তুতি নিতে হয়ে। কারন আপনার গন্তব্যে আপনাকে সুস্থভাবে একাই পৌঁছাতে হবে। একা লং রাইড করার পূর্ব প্রস্তুতি এবং রাইডিং টিপসগুলো জেনে নেয়া যাক। যারা একা লং রাইড করতে চাচ্ছেন আশাকরি এই লেখা কিছুটা উপকারে আসবে।

একা লং রাইড করার পূর্ব প্রস্তুতি এবং রাইডিং টিপস।

  একা লং রাইড করার পূর্ব প্রস্তুতি

একা লং রাইড করার পূর্ব প্রস্তুতিঃ


১- নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিনঃ

একা লং রাইডে যেতে চাইলে হুট করে গন্তব্যের দিকে রওনা দিয়ে দিবেন না। কারন আপনার সাথে কেউ থাকবে না। একা লং ট্যুরে যেতে চাইলে সবার আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিন, তারপর আপনার গন্তব্যের দিকে যাত্রা শুরু করুন।

২- নিজের শরীরের অবস্থা বিবেচনা করে নেয়াঃ

লং রাইডে যেতে যেমন বাইকের সার্ভিসিং প্রয়োজন হয়, ঠিক তেমনি সুস্থভাবে ট্যুর থেকে ফিরতে আপনার শরীর সুস্থ থাকাটা খুব জরুরী। আপনার শরীর ভালো থাকলে ট্যুরটাও আপনি উপভোগ করতে পারবেন। কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করতে যাবেন না, আমার বন্ধু ৫০০ কি.মি এর ট্যুর দিলো একা আমি কেন পারবো না? এই ধরনের মানসিকতা নিয়ে হুট করে শরীর ভালো না থাকলে লং রাইড করতে বের হবেন না। এতে করে আপনার বিপদে পরার সম্ভাবনা অনেক বেশি থাকে।

৩- বাইক ভালোভাবে সার্ভিসিং করে নেয়াঃ

একা লং ট্যুরে যান অথবা গ্রুপ নিয়ে অবশ্যই রাইডে যাওয়ার আগে বাইকটা ভালোভাবে অভিজ্ঞ কোন ম্যাকানিক দিয়ে চেক করিয়ে নিন। কারন রাস্তার মধ্যে বাইক নষ্ট হয়ে গেলে অনেক সময় বিপদে পরতে হয়। আর লং রাইডে গিয়ে বাইক নষ্ট হলে এটা আপনার ট্যুরের আনন্দও পুরা মাটি করে দিতে পারে।

Also Read: ঢাকার আশেপাশে ৩৪ টি মনোরম জায়গা একদিনে ঘুরে আসার মত

৪- প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকে গুছিয়ে রাখাঃ

আপনি কয়দিনের জন্য লং ট্যুরে যাচ্ছেন তার উপর নির্ধারণ করে নিজের ব্যাগ গুছিয়ে রাখুন। তবে সব সময় চেষ্টা করুন ব্যাগের ওজন যতটা কম রাখা যায়। আর সব সময় এমন জামা কাপড নেয়ার চেষ্টা করুন যেগুলো ওয়াশ করার পর তাড়াতাড়ি শুকিয়ে যায়। 

ব্যাগের মধ্যে বাইকের কাগজ , পাওয়ার ব্যাঙ্ক , মোবাইল চার্জার, প্রয়োজনীয় ওষুধ , মেডিকেল বক্স রাখতে ভুলবেন না। আর ব্যাগ যাতে বাইকে বেধে নেয়া যায় আগে থেকে সেই ব্যবস্থা করে রাখুন। লং রাইডে যাওয়ার সময় পিঠে ব্যাগ নেয়া এড়িয়ে চলুন, কারন এটি আপনার শরীরের জন্য বেশ ক্ষতিকর।

  কেটিএম বাংলাদেশ

৫- বাইক টুলস সাথে রাখাঃ

প্রতিটা বাইকের সাথে টুলস দেয়া থাকে, এই টুলস দিয়ে আপনি বাইকের প্রায় অনেক কিছু খুলতে পারবেন। তাই এটি সাথে রাখতে ভুলবেন না, রাস্তায় আপনার বাইকে ছোট ছোট সমস্যা হলে আপনার যেনো অন্য কারো জন্য অপেক্ষা করতে না হয়। এজন্য বাইক চালানোর পাশাপাশি ছোট ছোট বাইকের কাজও শিখে রাখুন। বাইকের ছোট ছোট কিছু জিনিস যা নষ্ট হওয়ার চাঞ্চ বেশি থাকে সেগুলো অবশ্যই সাথে রাখুন। 

যদি নতুন কোন গন্তব্যের উদ্দেশ্যে যান তাহলে বাইকে মোবাইল হোল্ডার লাগিয়ে নিন, এবং এমন কোন মোবাইল সিমে ইন্টারনেট কিনে রাখুন যেটি বাংলাদেশের সব জায়গায় কম বেশি ইন্টারনেট পাওয়া যায়। ফোনে যদি নেট থাকে তাহলে আপনি ম্যাপ ফলো করে বাংলাদেশের যে কোন জায়গায় সহজে যেতে পারবেন।

Also Read: সিলেট জেলার দর্শনীয় স্থান সমূহ । ২৭ টি মনোরম জায়গা । বাইকবিডি

৬- মনের ভয় দূর করে নেয়াঃ

একা লং ট্যুরে যেতে অনেকেই ভয় পান, যদি আপনার মনে এমন কোন ভয় থাকে তাহলে মনে ভয় নিয়ে একা হাইওয়েতে রাইড করতে বের হবেন না। এটি আপনার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। যতক্ষণ পর্যন্ত নিজের উপর সম্পূর্ণ আত্মবিশ্বাস না আসবে একা রাইডে বের হওয়ার দরকার নেই। নিজের ভয় দূর করতে আস্তে আস্তে হাইওয়েতে রাইড করে নিজেকে হাইওয়ের সাথে এডজাস্ট করে নিন।

  নিউ সুজুকি জিক্সার

৭- ট্যুরের রুট সম্পর্কে অনলাইন থেকে কিছুটা ধারণা নিয়ে নিনঃ

আপনি যেখানে যেতে চাচ্ছেন যেখানে যাওয়ার রাস্তা সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিন। ইন্টারনেট থেকে বর্তমানে প্রায় সব কিছু জানতে পারা যায়। রাস্তা সম্পর্কে যদি আপনি কিছুটা ধারণা নিয়ে নিতে পারেন তাহলে আপনার লং রাইডটা অনেক নিরাপদ এবং সুন্দর হবে।

একা লং রাইডিং টিপসঃ

১- ব্যাগ ভালোভাবে বাইকে বেঁধে নিনঃ

ট্যুরের দিন সকালে আপনার ব্যাগটি ভালোভাবে বাইকের সাথে বেঁধে নিন। ব্যাগটি এমনভাবে বাঁধবেন যেনো আপনার বাইক থেকে পরে না যায়। ব্যাগ যদি অনেক ভাঁড়ি হয় তাহলে কখনো ব্যাগ একপাশে বাঁধবেন না। এটি আপনার বাইকের ব্যালেন্স নষ্ট করে দিতে পারে। ব্যাগ সব সময় কিছুটা উঁচুতে বাধার চেষ্টা করুন। না হলে চলার পথে ব্যাগ রাস্তার সাথে অথবা অন্য কিছুর সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার চাঞ্জ থেকে যায়।

২- রাইডিং গিয়ার ব্যবহার করুনঃ

লং ট্যুরে বের হলে সব সময় রাইডিং গিয়ার ব্যবহার করুন। লং ট্যুর যেমন অনন্দময় ঠিক তেমনি বিপদজ্জনক ও। তাই লং রাইডে যেতে হলে অবশ্যই ভালোমানের ফুলফেস হেলমেট, সেফটি গার্ড , এবং হাই বুট জুতা ব্যবহার করার চেষ্টা করুন। এগুলো আপনার নিরাপত্তা যেমন নিশ্চিত করবে ঠিক তেমনি এগুলো পরে রাইড করলে আপনি আলাদা একটা আত্মবিশ্বাস পাবেন।

৩- সকাল বেলা রওনা দেয়ার চেষ্টা করুনঃ

আমাদের দেশের মহাসড়ক বাইকারদের জন্য কতটা নিরাপদ তা আমরা সবাই জানি। তাই যখন একা লং রাইডে বের হবেন চেষ্টা করুন সকালের দিকে রওনা দেয়ার। যাতে আপনি সারাদিন রাইড করে রাত বেশি হওয়ার আগেই আপনার গন্তব্যে নিরাপদে পৌঁছে যেতে পারেন। দিনের বেলা রাস্তায় যানজট বেশি থাকলেও আপনি ভালোভাবে দেখে পথ চলতে পারবেন, আর কোন সমস্যা হলে যে কোন সাহায্য খুব দ্রুত পাবেন।

৪- নিজের শরীরের উপর প্রেসার কম দিনঃ

একা লং রাইডে বের হলে নিজের শরীরের উপর প্রেসার কম দেয়ার চেষ্টা করুন। বাইক যতটা সম্ভব রিলাক্সে চালানোর চেষ্টা করুন। আপনি আপনার শরীরের উপর যতটা প্রেসার দিবেন আপনার শরীর তত দ্রুত ক্লান্ত হয়ে যাবে। তাই এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখুন। আর রাইডের সময় পানি পান করুন, এতে আপনার শরীর ভালো থাকবে।

৫- একটা নির্দিষ্ট নিরাপদ গতি ধরে রাখুনঃ

একবার টপ স্পীড একবার ৫০ স্পীড এভাবে রাইড না করে একটা নিরাপদ নিদিষ্ট গতিতে এগিয়ে যান। এর ফলে আপনার শরীর ক্লান্ত কম হবে এবং আপনি ভালোভাবে আপনার গন্তব্যে যেতে পারবেন। হাইওয়েতে রাইড করার সময় হাইওয়ে বাস ট্রাক থেকে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং ওভারটেক করার সময় সামনে এবং লুকিং গ্লাসে ভালোভাবে লক্ষ্য করে নিন। ওভারটেক করার সময় হর্ণ এবং সতর্ক বাতি ব্যবহার করুন।

Also Read:  খুলনার দর্শনীয় স্থান – hulna Division – জানুন বিস্তারিত

৬- ঠান্ডা মাথায় বাইক রাইড করুনঃ

হাইওয়েতে একা বের হলে অনেক সমস্যা হতে পারে, তাই সব সময় মাথা ঠান্ডা রেখে রাইড করুন। কেউ আপনার সাথে রেস করতে চাইলে তাকে এড়িয়ে চলুন। আপনি নিজের মতো রাইড করতে থাকুন। শরীর খারাপ লাগলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিন। মাথা ঠান্ডা রেখে বাইক চালালে আপনি ভ্রমণ যেমন উপভোগ করবেন ঠিক তেমনি আপনার বিপদ হওয়ার সম্ভাবনা কম থাকে।


  লং ট্যুর

৭- আগে থেকে থাকার জায়গা নিশ্চিত করুনঃ

যেহেতু আপনি একা বের হয়েছেন তাই আপনার গন্তব্যে গিয়ে যদি থাকার জায়গা খুজে না পান সেটা তখন বেশ বিরক্তির কারন হয়ে যাবে। তাই কোথাও ঘুরতে গেলে আগে থেকে থাকার জায়গা নিশ্চিত করুন, যাতে আপনি আপনার গন্তব্যে গিয়ে ভালোভাবে রেস্ট নিতে পারেন।

৮- পরিবারকে আপনার বর্তমান অবস্থান সম্পর্কে জানিয়ে রাখুনঃ

আপনার কোন সমস্যা হলে সবার আগে আপনার পরিবার এগিয়ে আসবে। তাই আপনি যেখানেই যান না কেনো সব সময় আপনার পরিবারকে তার আপডেট দিন। এতে করে আপনার আপন মানুষগুলোও চিন্তামুক্ত থাকবে আর আপনিও রিলাক্স থাকবেন। একা লং রাইড করার সময় একটা কথা খেয়াল রাখবেন , আপনার সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে হবে। সেজন্য নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন এবং নিরাপদে বাড়ি ফিরে আসুন।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

Honda Shine 100

Honda Shine 100

Price: 107000.00

View all Sports Bikes

Upcoming Bikes

Bajaj Pulsar 400

Bajaj Pulsar 400

Price: 0.00

CFMoto 300SS

CFMoto 300SS

Price: 510000.00

Qj motor srk 250

Qj motor srk 250

Price: 0.00

View all Upcoming Bikes