ইয়ামাহা স্টাইলিশ ঈদ অফার ২০১৮

This page was last updated on 10-Jul-2024 12:37pm , By Saleh Bangla

এসিআই মোটরস সম্প্রতি ঘোষনা করেছে "ইয়ামাহা স্টাইলিশ ঈদ অফার ২০১৮" । ইয়ামাহা লাভারদের জন্য এটি একটি আনন্দের খবর । এই অফারটি ইয়ামাহার অল্প কিছু মডেলের উপর দেয়া হচ্ছে । অন্যদিকে এই অফারটি পুরো অগাস্ট ২০১৮ মাস জুড়ে চলবে ।

ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ঃ ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ বাংলাদেশে ১৫০ সিসি সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেলের মধ্যে অন্যতম বাইক । টিম বাইকবিডি বাইকটি টেস্ট রাইড করেছে । 

 বর্তমানে ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ বাইকটির মুল্য হচ্ছে ২,৪৯,০০০/- টাকা(রেগুলার ভার্সন) আর ২,৫৯,০০০/- টাকা হচ্ছে ডার্ক নাইট ভার্সন । যারা এই বাইকটি এই ইয়ামাহা স্টাইলিশ ঈদ অফার থাকাকালীন সময়ে কিনবেন তারা ৪০০০ হাজার টাকা মুল্যের এক্সেসরিজ পাবেন ফ্রি । এই এক্সেসরিজের মধ্যে আছে ব্যাকপ্যাক (এমবি ১২), সু প্রোটেক্টর (পিআর ১০) এবং হ্যান্ড গ্লোবস(জিএল ০৮) ।

<<<<Yamaha R15 V3 Test Ride Review>>>>

ইয়ামাহা ফেজার এফআই ভি২ঃ ইয়ামাহা ফেজার এফআই ভি২ প্রায় সেম বাইক এফজেডএস এফআই ভি২ এর মত । শুধু মাত্র হালকা বডি কিট যুক্ত করা হয়েছে । বাইকটিকে এরো ডাইনামিক করা হয়েছে । এসিআই মোটরস ফেজার এফআই ভি২ এর সাথে দিচ্ছে ৫০০০ টাকা সমমুল্যের এক্সেসরিজ । ইয়ামাহা এক্সেসরিজ এর মধ্যে রয়েছে ব্যাকপ্যাক (এমবি ০৮), হ্যান্ড গ্লোভস (জিএল ০৮) এবং সু প্রোটেক্টর (পিআর ১০)। 

 বর্তমানে ইয়ামাহা ফেজার এফআই ভি২ এর মুল্য হচ্ছে ২,৭১,০০০/- টাকা । ইয়ামাহা এসজেড-আরআরঃ ইয়ামাহার ১৫০সিসি সেগমেন্টের অন্যতম বাইক হচ্ছে ইয়ামাহা এসজেড-আরআর । বাইকটির নতুন ভার্সন মানে ইয়ামাহা এসজেড আরআর ভার্সন ২ লঞ্চ করা হয়েছে । বাইকটি আগের ভার্সনের চেয়ে অনেক বেশি স্টাইলিশ এবং নতুন ভাবে ডিজাইন করা । 

 তাই এর লুকসেও চেঞ্জ এসেছে । বর্তমানে বাইকটির প্রাইস হচ্ছে ১,৮৫০০০/- টাকা(রেগুলার এডিশন) এবং ১,৯০,০০০/- (স্পেশাল এডিশন)। ইয়ামাহা স্টাইলিশ ঈদ অফার এর ক্ষেত্রে এই ইয়ামাহা এসজেড আরআর বাইকটি কিনলে আপনি পাবেন ৫,০০০/- টাকা ক্যাশব্যাক । ইয়ামাহা স্যালুটোঃ ১২৫সিসি সেগমেন্টে ইয়ামাহার জনপ্রিয় বাইক হচ্ছে ইয়ামাহা স্যালুটো । বাইকটি ১২৫সিসি সেগমেণ্টে স্টাইলিশ লুকস ও ডিজাইনের হওয়াতে বাইক সবার কাছেই বেশ জনপ্রিয় ।এছাড়া এই বাইকটি এর মাইলেজের জন্য সবার কাছেই প্রশংসনীয় । বাইকটি সম্পর্কে জানতে আমাদের স্টেট রাইড রিভিউটি দেখতে পারেন । এছাড়া বর্তমানে বাইকটির মুল্য হচ্ছে ১,৪৬,০০০/-(ডিস্ক ভার্সন) এবং ১,৫০,০০০/-(স্পেশাল এডিশন)। 

 তবে ইয়ামাহা স্টাইলিশ ঈদ অফার ২০১৮ এই অফারের মধ্যে ইয়ামাহা আর১৫ এবং এফজেডএস এফআই ভি২ ডুয়েল ডিস্ক এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না । সম্প্রতি ইয়ামাহা শো করেছে ইয়ামাহা এনম্যাক্স । যদিও এর মুল্য ধরা হয়েছে ৪,৯৫,০০০/- টাকা । আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তারা বাইকটি বাংলাদেশের বাজারে নিয়ে আসবে । ইয়ামাহা স্টাইলিশ ঈদ অফারটি সারা দেশ জুড়ে ইয়ামাহার অথোরাইজড ডিলার পয়েন্টে পাওয়া যাবে ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes