ইয়ামাহা রাইডিং ক্লাব লঞ্চ করল তাদের নতুন YRC অ্যাপ!

Published On 11-Jan-2023 08:40am , By Raihan Opu Bangla

ইয়ামাহা বাংলাদেশের একটি প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড। তাদের নিজস্ব ব্যানার, ইয়ামাহা রাইডিং ক্লাব (ওয়াইআরসি) এর অধীনে তাদের একটি বিশাল ফ্যান বেস তৈরি করেছে। যারা ইয়ামাহা মোটরসাইকেল রাইড করেন তারা এই ক্লাবের সদস্য হতে পারবেন। 

ইয়ামাহা রাইডিং ক্লাব (ওয়াইআরসি) হল ইয়ামাহা লাভার এবং যারা ইয়ামাহা মোটরসাইকেল রাইড করেন তাদের জন্য একটি বিশেষ ক্লাব। YRC সর্বদা তার সদস্যদের বিশেষ ভাবে অগ্রাধিকার দিয়ে থাকে এবং তারা সদস্যদের সেরা জিনিস দেওয়ার চেষ্টা করে থাকে।

সম্প্রতি YRC তাদের সদস্যদের জন্য কিছু ইভেন্টের আয়োজন করেছে যেমন "রস রাইড," "ব্যাডমিন্টন ফেস্ট," "মিট অ্যান্ড গ্রিট" ইত্যাদি এবং আরও অনেক বিশেষ ইভেন্ট। কিন্তু YRC তাদের সদস্যদের আরও সুবিধা দিতে চায়।

এজন্য তারা তাদের YRC সদস্য, ইয়ামাহা প্রেমীদের এবং গ্রাহকদের জন্য একটি নতুন মোবাইল YRC অ্যাপ চালু করেছে। যেখানে তারা ছবি, গল্প, ভিডিও এবং আরও অনেক কিছু শেয়ার করতে পারবেন। এটি YRC সদস্যদের জন্য একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ।

উদ্বোধনী অনুষ্ঠানটি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ শোরুমে অনুষ্ঠিত হয়। এই ফ্ল্যাগশিপ শোরুমটি বাংলাদেশে ইয়ামাহার সবচেয়ে বড় শোরুম।

এসিআই মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাসের বক্তব্যের মাধ্যমে YRC অ্যাপ লঞ্চিং অনুষ্ঠান শুরু হয়। এরপর ইয়ামাহা মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিঃ রবিন্দর সিং সবার উদ্দেশ্যে বক্তৃতা দেন।

ইয়ামাহা মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অতিরিক্ত পরিচালক জনাব শিগেরু ইশিকাওয়া, YRC অ্যাপের এই নতুন যাত্রায় ACI মোটরস লিমিটেড-এর সবাইকে অভিনন্দন জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

এরপর এসিআই মোটরস এর উর্ধ্বতন কর্মকর্তা সহ সব মিলে কেক কাটা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সবাই অনুষ্ঠানটি উপভোগ করেন এবং তারপর সবার জন্য ডিনারের আয়োজন করা হয়।

এখন এই অ্যাপটির ইন্টারফেস এবং এই অ্যাপটির ভিউ অনেকটাই ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপের মতো। এটি শুধুমাত্র মজার বা শেয়ারিং এর জন্য নয়; এটি YRC সদস্যদের মধ্যে সংযোগ বা যোগাযোগ স্থাপনের মাধ্যমও বলা যেতে পারে।

YRC এর সদস্যগণ বিভিন্ন সময়ে তাদের সাহায্যের জন্য এখানে ওখানে খুজে থাকেন, তাই তারা এই অ্যাপের মাধ্যমে সাহায্য পেতে পারেন। এই অ্যাপটি সার্ভিস সেন্টারের অবস্থান, খুচরা যন্ত্রাংশ এবং অন্যান্য সহায়ক ফাংশনের মতো কিছু বিশেষ বৈশিষ্ট্য সহ লঞ্চ করা হয়েছে।

আমরা আশা করি যে YRC অ্যাপটি ইয়ামাহা লাভারদের ভেতর সংযোগ ঘটাতে সহায়তা করবে। আপনি যদি YRC-এর অংশ হতে চান, তাহলে আপনি ইয়ামাহা মোটরসাইকেল এর অনুমোদিত ইয়ামাহা মোটরসাইকেল শোরুম থেকে একটি ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করতে পারেন। ধন্যবাদ। 

Best Bikes

@CommonFx::Bestbike()
Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 209500.00

View all Best Bikes

Latest Bikes

Bajaj Pulsar N150

Bajaj Pulsar N150

Price: 0.00

Lifan KPR250

Lifan KPR250

Price: 0.00

test

test

Price: 200.00

View all Sports Bikes

Upcoming Bikes

Yamaha R15 V4 BS7

Yamaha R15 V4 BS7

Price: 0.00

Yamaha R15M BS7

Yamaha R15M BS7

Price: 0.00

Zontes GK350

Zontes GK350

Price: 0.00

View all Upcoming Bikes